বাংলাদেশের বিভিন্ন শহরে যে হারে তাপমাত্রা বাড়ছে, আন্তর্জাতিক গবেষণা বলছে, বাংলাদেশে যে হারে তাপমাত্রা বাড়ছে তা অব্যাহত থাকলে রাজধানী ঢাকাসহ পাঁচটি বড় শহর আগামী কয়েক বছরের মধ্যে বসবাসের অনুপযোগী হয়ে উঠবে।
গবেষকরা বলছেন: বর্তমান প্রবণতা নিয়ন্ত্রণ করা না গেলে- ঢাকা, চট্টগ্রাম,খুলনা ও রাজশাহী। এ জেলাগুলিতে রাতের তাপমাত্রার তুলনায় দিনের বেলা অধিক হারে বেড়ে যাবে।

গবেষণায় গত ২০ বছরে রাজধানী ঢাকার তাপমাত্রা বেড়েছে প্রায় 3০ সেঃ।
যেখানে সারা বিশ্বে তাপমাত্রা-বৃদ্ধিকে 1.5০ ডিগ্রি সেঃ নিচে রাখার জন্য আন্দোলন চলছে।
“এই অত্যধিক গরম হয়ে পড়বে শহরগুলোর বাসিন্দাদের জন্য পরিবেশগত বাড়তি সমস্যা। বাংলাদেশের সরকারি নীতিমালা মূলত ঘূর্ণিঝড় এবং বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগকে কেন্দ্র করে তৈরি হয়েছে ।
কারণ এ যাবত এই দুটোই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
এখন আরো চ্যালেঞ্জ যোগ হয়েছে যার মধ্যে রয়েছে তাপমাত্রা বৃদ্ধি-বলেন ড. আশরাফ দেওয়ান, যিনি এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন।
অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এই গবেষণাটি পরিচালিত হয়েছে। কানাডার ক্যালগরি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের গবেষকরাও এর সঙ্গে যুক্ত ছিলেন।
ভূ-উপগ্রহ থেকে পাওয়া ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেট- এই পাঁচটি শহরের দিনের ও রাতের তাপমাত্রার ধরন বিশ্লেষণ করে এই গবেষণাটি পরিচালিত হয়েছে।
এর মধ্যে ছিল প্রতিদিনের দুটো তথ্য- দুপুরের ও রাতের তাপমাত্রা।
এছাড়াও এই গবেষণায় প্রায় আট হাজার স্যাটেলাইট ইমেজ নিয়ে গবেষকরা বিশ্লেষণ করেছেন।

আন্তর্জাতিক সাময়িকী সাসটেইনেবল সিটিজ এন্ড সোসাইটিতে এপ্রিল মাসে এই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
গবেষণায় বলা হয়েছে- তাপমাত্রা বৃদ্ধি শুধু বাংলাদেশের সমস্যা নয-
এটি বৈশ্বিক সমস্যা। আগামী ৩০ বছর ২০৫০ সালের মধ্যে বিশ্বের প্রায় সবকটি দেশের মানুষ নগরে বসবাস করবে।
গবেষকরা বলছেন, ততদিনে বাংলাদেশও একটি নগর রাষ্ট্রে পরিণত হবে।
কার্টিন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানী স্কুল অব আর্থ এন্ড প্ল্যানেটারি সায়েন্স বিভাগের শিক্ষক ড. আশরাফ দেওয়ান বলছেন-
আগামী পাঁচ বছরেই শহরগুলো বসবাসের জন্য অযোগ্য হয়ে পড়বে, যদি তাপমাত্রা এভাবে বাড়তে থাকে।
আরো পড়ুন……
- খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- কর কমিশনারের কার্যালয়-ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি
- বেসরকারী শিক্ষক ও কর্মচারীদের ফেব্রুয়ারী ২০২৩ মাসের বেতন ছাড়
- বাংলাদেশ পুলিশ হেডকোয়াটার্স এ নিয়োগ বিজ্ঞপ্তি
“শহর ঠাণ্ডা রাখার জন্য এয়ার কন্ডিশনার ও পানি ব্যবহার করার দরকার পড়বে। শক্তি-সম্পদ ও পানি সম্পদে চাপ বেড়ে যাবে। এর ফলে পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করবে,” বলেন তিনি।
গবেষকরা ধারণা করছেন, এভাবে চলতে থাকলে আগামী ২০ বছর পরে-
বড় বড় শহরগুলোর তাপমাত্রা গ্রামাঞ্চলের তুলনায় পাঁচ থেকে ছয় ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে।
যে হারে বাড়ছে
গবেষণায় বলা হয়েছে রাজধানী ঢাকা শহরের দিনের তাপমাত্রা ২০০০ সাল থেকে ২০১৯ সালে এই ২০ বছরে গ্রামাঞ্চলের তুলনায় ২.৭৪ ডিগ্রি সেঃ বৃদ্ধি পেয়েছে।
একই অবস্থা হয়েছে আরো তিনটি শহরে-বন্দরনগরী চট্টগ্রামে বেড়েছে ১.৯২ ডিগ্রি, খুলনায় ১.২৭, সিলেটে ১.১সেঃ। রাজশাহীতে বেড়েছে সবচেয়ে কম ০.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।