দেশের অন্যতম সাব স্টেশন এবং সাবস্টেশন ইকুইপমেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবি পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিমিটেড এ নিম্নোক্ত পদে নিয়োগের জন্য মেধাবী পরিশ্রমী স্বতপ্রণোদিত যোগ্য প্রার্থীদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে।
সদ্য প্রকাশিত সকল নিয়োগ সার্কুলার দেখতে পেজের সাথে থাকুন…..
- খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- কর কমিশনারের কার্যালয়-ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি
- বেসরকারী শিক্ষক ও কর্মচারীদের ফেব্রুয়ারী ২০২৩ মাসের বেতন ছাড়
- বাংলাদেশ পুলিশ হেডকোয়াটার্স এ নিয়োগ বিজ্ঞপ্তি
এবি পাওয়ার জরুরী নিয়োগ
পদের নামঃ ম্যানেজার( সেলস এন্ড মার্কেটিং)
- পদের সংখ্যাঃ ০৫ জন
- যোগ্যতা এবং অভিজ্ঞতাঃ যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ( ই ই ই)। সাবস্টেশন বাজারজাতকরণে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে
- বয়সঃ সর্বোচ্চ ৩৫ বছর
- বেতনঃ আলোচনা সাপেক্ষে
পদের নামঃ সহকারি ম্যানেজার( সেলস এন্ড মার্কেটিং)
- পদের সংখ্যাঃ ১০ জন
- যোগ্যতা এবং অভিজ্ঞতাঃ যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ( ই ই ই)/বিবিএ( মার্কেটিং)/ এমবিএ( মার্কেটিং)/ সাবস্টেশন বাজারজাতকরণে ০২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- বয়সঃ সর্বোচ্চ ৩০ বছর
- বেতনঃ আলোচনা সাপেক্ষে
পদের নামঃ ডেপুটি ম্যানেজার
- পদের সংখ্যাঃ ০২ জন
- যোগ্যতা এবং অভিজ্ঞতাঃ যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ( ই ই ই)/ সাব-স্টেশনের অফার, কস্টিং তৈরি করার কাজে কমপক্ষে ০২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার দক্ষতার পাশাপাশি microsoft-office ও অটোক্যাড চালনায় দক্ষ হতে হবে।
- বয়সঃ সর্বোচ্চ ৩০ বছর
- বেতনঃ আলোচনা সাপেক্ষে
কোম্পানির সুযোগ সুবিধাঃ
বেতন এর পাশাপাশি কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা টি এ/ ডি এ, মোবাইল বিল, ঈদ বোনাস, যানবাহন সুবিধা ইত্যাদি সহ সেলস ইন্সেন্টিভ প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীদেরকে সদ্য তোলা ছবি যুক্ত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত আগামী ১১/১১/২০২১ ইং তারিখের মধ্যে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় অথবা ইমেইল প্রেরণের জন্য অনুরোধ করা হলো
আবেদন ঠিকানাঃ মানব সম্পদ বিভাগ, এবি পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিমিটেড, বাড়ি# ৪/৬ (৪র্থ তলা) রোড#৯, ব্লক#জে, বারিধারা, ঢাকা-১২১২।
ইমেল ঠিকানাঃ hrd@abpowerbd.com
এবি পাওয়ার নিয়োগ বিজ্ঞপ্তি

প্রিয় পাঠক, আপনিও বাংলা সার্কুলার এ প্রকাশিত অনলাইনের অংশ হয়ে উঠুন। সরকারি, বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, পড়াশুনা, মতামত, ক্যারিয়ার, শ্রেণি ভিত্তিক পাঠদান, স্কুল, কলেজ ও মাদ্রাসা বিষয়ক যে কোন তথ্য নিয়ে লিখুন। সংশ্লিষ্ট বিষয়ে ছবি ও লেখা ওয়ার্ড ফাইল মেইল করুন-banglacircularpeople@gmail.com -এ ঠিকানায়। আপনার যে কোন তথ্য বা লেখা আপনার নামে প্রকাশ করা হবে।