শুক্রবার , ১০ সেপ্টেম্বর ২০২১ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. English Version
  2. Gov. Job
  3. Jobs News
  4. TOP JOBS
  5. অনলাইন টিউটরিয়াল
  6. অপরাধ সংবাদ
  7. ইপিজেড নিয়োগ বিজ্ঞপ্তি
  8. গার্মেন্টস্ নিয়োগ বিজ্ঞপ্তি
  9. গুরুত্বপূর্ণ সংবাদ
  10. জাতীয় সংবাদ
  11. পরীক্ষার ফলাফল
  12. বিদেশে চাকুরি
  13. বিভাগীয় সংবাদ
  14. বেসরকারি চাকুরি
  15. ভাইরাল সংবাদ

কোকোলা ফুড প্রোডাক্টস ০৬টি পদে ৭১ জন নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিবেদক
বাংলা সার্কুলার
সেপ্টেম্বর ১০, ২০২১ ২:০৭ পূর্বাহ্ণ
bmet job circular 2021,

 কোকোলা ফুড প্রোডাক্টস লিঃ Cocola Food Job Circular

কোকোলা ফুড প্রোডাক্টস লিঃ  সর্ববৃহৎ ও সর্বাধুনিক খাদ্য পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান।  কোকোলা ফুড প্রোডাক্টস লিঃ বিভিন্ন পদে দক্ষ ও যোগ্যতাসম্পন্ন ৬টি পদে ৭১ জনকে নিয়োগ প্রদান করবে। প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা হয়েছে। বিস্তারিত জানার নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে অনুরোধ করা হলো।  

বেসরকারি চাকুরি, কোকোলা ফুড নিয়োগ

নিয়োগ সার্কুলারটি ১০  সেপ্টেম্বর ২১ বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হয়েছে। ০৬টি পদে মোট ৭১জন কে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীগণ প্রয়োজনীয় কাগজপত্রসহ নিম্নোক্ত ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে।

 বেসরকারি চাকুরির তথ্য, private job news, private job list,

দেশের অন্যতম স্বনামধন্য বেসরকারী প্রতিষ্ঠান কোকোলা ফুড প্রোডাক্টস লিঃ। সারা দেশব্যাপী তাদের রয়েছে ননান খাদ্য ও পানীয় উৎপাদন, বাজারজাত করনের প্রতিষ্ঠান। ঐ সকল প্রতিষ্ঠানে জরুরী ভিত্তিতে নিম্নে বর্ণিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বেসরকারি কোম্পানী, ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান ও এনজিওতে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি সমূহ একসাথে দর্শক চাহিদার আলোকে আমাদের বেসরকারি চাকুরি পেজে প্রকাশ করি। আপনি যদি প্রকাশিত বিজ্ঞপ্তির যে কোন পদে যোগ্যতার অধিকার হয়ে থাকেন তাহলে বিজ্ঞপ্তি পড়ে সহজে আবেদন করতে পারবেন।

পদ ও পদের সংখ্যা

  • মিক্সার অপারেটর-০৮ জন
  • ফরমিং কাটিং অপারেটর-০৮ জন
  • ওভেন অপারেটর- ১০ জন
  • প্যাকিং মেশিন অপারেটর ১৫ জন
  • প্যাকিং মেশিন সহঃ অপারেটর-১৫ জন
  • প্রোডাকশন সুপারভাইজার-১৫ জন

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

  • শ্রেণি ভিত্তিক পদ সমূহের নামের পাশ্বে বর্ণিত যোগ্যতা ও অভিজ্ঞতা রয়েছে
  • অষ্টম শ্রেণি পাস হতে ডিপ্লোমা পাশ এ সকল পদে যোগ্যতার অধিকারীগণ আবেদন করতে পারবে।
  • প্রত্যেকটি পদে অভিজ্ঞতা ১ থেকে শুরু করে সর্বোচ্চ ০৬ বছর পর্য়ন্ত রয়েছে।

আবেদনের সাথে যা লাগবেঃ

  • প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত
  • ২ কপি পাসপোট সাইজের ছবি
  • শিক্ষাগত যোগ্যতার সকল সনদের ফটোকপি
  • জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
  • অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি
  • খামের উপর পদের নাম উল্লেখ করে আবেদন

আবেদনের ঠিকানাঃ

  • বরারব,
  • মানব সম্পদ বিভাগ
  • কোকোলা ফুড প্রোডাক্টস লিঃ
  • বাড়ী নং-১৪, রোড নং- ১৬/এ
  • গুলশান-১, ঢাকা-১২১২

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি

সর্বশেষ - বিদেশে চাকুরি