বেসরকারি চাকুরি

গ্রামীণ কল্যাণ সংস্থায় ৪টি পদে ৭০ জনবল নিয়োগ

বেসরকারি সংস্থায় নিয়োগ

বেসরকারি সংস্থায় নিয়োগ

গ্রামীণ কল্যাণ এর জন্য স্বাস্থ্য কর্মসূচী দেশের বিভিন্ন এলাকায় ইউনিয়ন পর্যায়ে অবস্থিত স্বাস্থ্য কেন্দ্র সমূহের কাজ করার জন্য নিম্নোক্ত পদের জরুরী ভিত্তিতে নিয়োগের উদ্দেশ্যে দরখাস্ত আহবান করা যাচ্ছে

 পদের নামঃ আঞ্চলিক ব্যবস্থাপক

  •  শূন্য পদের সংখ্যা১০  দশটি
  • শিক্ষাগত যোগ্যতাঃ  স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ অথবা অথবা এমএসসি অথবা এম এস এস এ ডিগ্রী প্রাপ্ত হতে হবে এবং স্বাস্থ্য কর্মসূচী/ মাইক্রোক্রেডিট/ যেকোনো স্বনামধন্য প্রতিষ্ঠান বা এনজিওতে প্রকল্প ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে কমপক্ষে 9 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে

সরকারি ও বেসরকারি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পেজে থাকুন…..

পদের নাম ডাক্তার

  •  শূন্য পদের সংখ্যা২০  টি
  •  শিক্ষাগত যোগ্যতাঃ  স্বীকৃত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস,  বিএমডিসি রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে,  আল্ট্রাসনোগ্রাফির উপর কোর্স সম্পন্ন ডিপ্লোমাধারীদের  অগ্রাধিকার দেয়া হবে

পদের নামঃ মেডিকেল এসিস্ট্যান্ট

  •  শূন্য পদের সংখ্যাঃ ২০ 
  •  শিক্ষাগত যোগ্যতাঃ  রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ থেকে ডিপ্লোমা প্রাপ্ত এবং বিএমডিসি রেজিস্ট্রেশন থাকতে হবে

পদের নামঃ  ল্যাব টেকনোলজিস্ট

  •  শূন্য পদের সংখ্যাঃ ২০ 
  •  শিক্ষাগত যোগ্যতাঃ  রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ থেকে ডিপ্লোমা প্রাপ্ত হতে হবে

বেসরকারি সংস্থায় চাকুরি, সংস্থায় নিয়োগ বিজ্ঞপ্তি

যেভাবে আবেদনঃ 

আগ্রহী প্রার্থীদেরকে জীবন বৃত্তান্ত,  ছবি,  জাতীয় পরিচয় পত্র/জাতীয়তা এবং শিক্ষাগত যোগ্যতা ( কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না)  ও অভিজ্ঞতার সনদপত্র সমূহের সত্যায়িত কপি সহ নিন্মক্ত ঠিকানায় যোগাযোগ/ সরাসরি ৩০/১২/২০২১  তারিখের মধ্যে আবেদন করতে হবে।

গ্রামীন কল্যাণ নিয়োগ বিজ্ঞপ্তি

 বেতন ভাতাদি গ্রামীণ কল্যাণ এর প্রচলিত নিয়ম অনুযায়ী প্রদান করা হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে ইন্টারভিউতে আমন্ত্রণ জানানো হবে।  গ্রামীণ করলেন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল বা প্রার্থীদের  কাউকে নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ রাখেন।

 ঠিকানাঃ

  •  বিভাগ প্রধান,  মানবসম্পদ বিভাগ
  •  গ্রামীণ কল্যাণ,  গ্রামীণ টেলিকম ভবন (৫ম  তলা)
  • ৫৩/১  বক্স নগর,  চিড়িয়াখানা রোড,  মিরপুর-১,  ঢাকা-১২১৬

প্রিয় পাঠক, আপনিও বাংলা সার্কুলার এ প্রকাশিত অনলাইনের অংশ হয়ে উঠুন। সরকারি, বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, পড়াশুনা, মতামত, ক্যারিয়ার, শ্রেণি ভিত্তিক পাঠদান, স্কুল, কলেজ ও মাদ্রাসা বিষয়ক যে কোন তথ্য নিয়ে লিখুন। সংশ্লিষ্ট বিষয়ে ছবি ও লেখা ওয়ার্ড ফাইল মেইল করুন-banglacircularpeople@gmail.com-এ ঠিকানায়। আপনার কনটেন্ট আপনার নামে প্রকাশ করা হবে।

About the author

Mohammad Gias Uddin

Leave a Comment