শুক্রবার , ৭ মে ২০২১ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. English Version
  2. Gov. Job
  3. Jobs News
  4. TOP JOBS
  5. অনলাইন টিউটরিয়াল
  6. অপরাধ সংবাদ
  7. ইপিজেড নিয়োগ বিজ্ঞপ্তি
  8. গার্মেন্টস্ নিয়োগ বিজ্ঞপ্তি
  9. গুরুত্বপূর্ণ সংবাদ
  10. জাতীয় সংবাদ
  11. পরীক্ষার ফলাফল
  12. বিদেশে চাকুরি
  13. বিভাগীয় সংবাদ
  14. বেসরকারি চাকুরি
  15. ভাইরাল সংবাদ

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর- নিয়োগ: ২০২১

প্রতিবেদক
বাংলা সার্কুলার
মে ৭, ২০২১ ১২:৪০ অপরাহ্ণ
duet gaji

DUET Gazipur Job Circular-2021

পদের নাম ক্রমিক নং অনুসারে:

০১। পদের নাম: অধ্যাপক

  • বেতন: ৫৬০০০/- – ৭৪০০০/- (গ্রেড-৩)
  • বিভাগ/দপ্তর: টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ
  • পদসংখ্যা: ০১

০২। পদের নাম: সহযোগি অধ্যাপক

  • বেতন: ৫০০০০/- – ৭১২০০/- (গ্রেড-৪)
  • বিভাগ/দপ্তর: টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ
  • পদসংখ্যা: ০১

০৩। পদের নাম: সহকারি পরিক্ষা নিয়ন্ত্রক

  • বেতন: ২৯০০০/- – ৬৩৪১০/- (গ্রেড-৭)
  • বিভাগ/দপ্তর: পরিক্ষা নিয়ন্ত্রক অফিস
  • পদসংখ্যা: ০১

০৪। পদের নাম: সেকশন অফিসার

  • বেতন: ২২০০০/- – ৫৩০৬০/- (গ্রেড-৯)
  • বিভাগ/দপ্তর: রেজিস্ট্রার অফিস, সংস্থাপন শাখা ও পরিক্ষা নিয়ন্ত্রক অফিস
  • পদসংখ্যা: ০২

যেভাবে সংগ্রহ করবেন আবেদন ফরম:

  • আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতা, আবেদনের শর্তাবলী এবং জীবন বৃত্তান্তের নির্ধারিত ফরমেট অত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট https://www.duet.ac.bd থেকে সংগ্রহ করা যাবে।

পে-অর্ডার বৃত্তান্ত:

  • ”ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুুর” শিরোনামে অগ্রণী ব্যাংক লিমিটেড, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা, গাজীপুর এর অনুকুলে বণির্ত পদসমূহের ক্রমিক নং অনুসারে বণির্ত পদের জন্যে ৩৫০/- (তিনশত পঞ্চাশ) টাকার পে অর্ডার/ডিডি দাখিল করতে হবে।

আবেদন করার পদ্ধতি:

  • ক্রমিক নং ০১, ০২ এ বণির্ত অধ্যাপক ও সহযোগি অধ্যাপক পদের আবেদন পত্র আগামী ২৫ মে ২০২১ ইং বিকাল ৪টার মধ্যে এবং ক্রমিক নং ০৩, ০৪ এ বণির্ত সহকারি পরিক্ষা নিয়ন্ত্রক ও সেকশন অফিসার পদের আবেদনপত্র আগামী ৩১ মে ২০২১ইং তারিখ বিকাল ০৪ টার মধ্যে ”রেজিস্ট্রার, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর” এর বরাবরে পৌছাতে হবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ুন—

সর্বশেষ - বিদেশে চাকুরি