DUET Gazipur Job Circular-2021
পদের নাম ক্রমিক নং অনুসারে:
০১। পদের নাম: অধ্যাপক
- বেতন: ৫৬০০০/- – ৭৪০০০/- (গ্রেড-৩)
- বিভাগ/দপ্তর: টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ
- পদসংখ্যা: ০১
০২। পদের নাম: সহযোগি অধ্যাপক
- বেতন: ৫০০০০/- – ৭১২০০/- (গ্রেড-৪)
- বিভাগ/দপ্তর: টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ
- পদসংখ্যা: ০১
০৩। পদের নাম: সহকারি পরিক্ষা নিয়ন্ত্রক
- বেতন: ২৯০০০/- – ৬৩৪১০/- (গ্রেড-৭)
- বিভাগ/দপ্তর: পরিক্ষা নিয়ন্ত্রক অফিস
- পদসংখ্যা: ০১
০৪। পদের নাম: সেকশন অফিসার
- বেতন: ২২০০০/- – ৫৩০৬০/- (গ্রেড-৯)
- বিভাগ/দপ্তর: রেজিস্ট্রার অফিস, সংস্থাপন শাখা ও পরিক্ষা নিয়ন্ত্রক অফিস
- পদসংখ্যা: ০২
যেভাবে সংগ্রহ করবেন আবেদন ফরম:
- আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতা, আবেদনের শর্তাবলী এবং জীবন বৃত্তান্তের নির্ধারিত ফরমেট অত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট https://www.duet.ac.bd থেকে সংগ্রহ করা যাবে।
পে-অর্ডার বৃত্তান্ত:
- ”ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুুর” শিরোনামে অগ্রণী ব্যাংক লিমিটেড, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা, গাজীপুর এর অনুকুলে বণির্ত পদসমূহের ক্রমিক নং অনুসারে বণির্ত পদের জন্যে ৩৫০/- (তিনশত পঞ্চাশ) টাকার পে অর্ডার/ডিডি দাখিল করতে হবে।
আবেদন করার পদ্ধতি:
- ক্রমিক নং ০১, ০২ এ বণির্ত অধ্যাপক ও সহযোগি অধ্যাপক পদের আবেদন পত্র আগামী ২৫ মে ২০২১ ইং বিকাল ৪টার মধ্যে এবং ক্রমিক নং ০৩, ০৪ এ বণির্ত সহকারি পরিক্ষা নিয়ন্ত্রক ও সেকশন অফিসার পদের আবেদনপত্র আগামী ৩১ মে ২০২১ইং তারিখ বিকাল ০৪ টার মধ্যে ”রেজিস্ট্রার, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর” এর বরাবরে পৌছাতে হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ুন—
