শনিবার , ১৩ নভেম্বর ২০২১ | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English Version
  2. Gov. Job
  3. Jobs News
  4. TOP JOBS
  5. অনলাইন টিউটরিয়াল
  6. অপরাধ সংবাদ
  7. ইপিজেড নিয়োগ বিজ্ঞপ্তি
  8. গার্মেন্টস্ নিয়োগ বিজ্ঞপ্তি
  9. গুরুত্বপূর্ণ সংবাদ
  10. জাতীয় সংবাদ
  11. পরীক্ষার ফলাফল
  12. বিদেশে চাকুরি
  13. বিভাগীয় সংবাদ
  14. বেসরকারি চাকুরি
  15. ভাইরাল সংবাদ

দি ইবনে সিনা ট্রাস্ট এ জনবল নিয়োগ

প্রতিবেদক
বাংলা সার্কুলার
নভেম্বর ১৩, ২০২১ ১:১০ অপরাহ্ণ
জরুরী ও আবশ্যক নিয়োগ

জরুরী ও আবশ্যক নিয়োগ

দি ইবনে সিনা ট্রাস্ট কর্তৃক পরিচালিত, ধানমন্ডি, ঢাকাস্থ হাসপাতালে জরুরী ভিত্তিতে নিম্নের পদ সমূহে নিয়োগ প্রদানের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বেসরকারি হাসপাতালে নিয়োগ

পদের নামঃ রেজিস্টার (কার্ডিয়াক অ্যানেস্থেসিওলজি)

  • যোগ্যতাঃ এম বি বি এস  সহ  ডিপ্লোমা ইন  অ্যানেস্থেসিওলজি। কার্ডিয়াক সার্জারি বিভাগে অভিজ্ঞতাসম্পন্ন অগ্রাধিকার দেয়া হবে
  • বেতন ভাতাঃ  আলোচনা সাপেক্ষে
  • কর্মস্থলঃ  ইবনে সিনা হাসপাতাল ধানমন্ডি ঢাকা

পদের নামঃ রেজিস্টার (কার্ডিওলজি)

  • যোগ্যতাঃ এমবিবিএস সহ ডিপ্লোমা ইন কার্ডিয়লজি ডিপ্লোমা ইন কার্ডিওলজি।  ডিপ্লোমার পর সিসিইউ বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় নুন্যতম ০২ বছরের বাস্তব অভিজ্ঞতা।
  • বেতন ভাতাঃ  আলোচনা সাপেক্ষে
  • কর্মস্থলঃ  ইবনে সিনা হাসপাতাল ধানমন্ডি ঢাকা

পদের নামঃ রেজিস্টার (নিউরোসার্জারি )

  • যোগ্যতাঃ এমবিবিএস এম.এস (নিউরো সার্জারি) সমপদে নুন্যতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা
  • বেতন ভাতাঃ  আলোচনা সাপেক্ষে
  • কর্মস্থলঃ  ইবনে সিনা হাসপাতাল ধানমন্ডি ঢাকা

পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার (নিউরো সার্জারি)

  • যোগ্যতাঃ এমবিবিএস।  প্রতিষ্ঠিত কোন হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের ন্যূনতম 02 বছরের বাস্তব অভিজ্ঞতা
  • বেতন ভাতাঃ  আলোচনা সাপেক্ষে
  • কর্মস্থলঃ  ইবনে সিনা হাসপাতাল ধানমন্ডি ঢাকা

সদ্য প্রকাশিত সকল নিয়োগ সার্কুলার দেখুন……

পদের নামঃ নার্সিং সুপারিনটেনডেন্ট

  • যোগ্যতাঃ বাংলাদেশ নার্সিং কাউন্সিল বিএসসি ইন নার্সিং/ পাবলিক হেলথ।  ন্যূনতম ২০০  বেডের  হাসপাতলে নার্সিং সুপারিনটেনডেন্ট/  সমপদে ০৫ বছরৈর  বাস্তব অভিজ্ঞতাসহ নার্সিং পেশায় ন্যূনতম ২০  বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • বেতন ভাতাঃ  আলোচনা সাপেক্ষে
  • কর্মস্থলঃ  ইবনে সিনা হাসপাতাল ধানমন্ডি ঢাকা
  • বয়সঃ  সর্বোচ্চ ৫০  বছর।

পদের নামঃ বায়োকেমিস্ট

  • যোগ্যতাঃ বায়োকেমিস্ট্রি বিষয়ে বিএসসি (অনার্স)  সহ এমএসসি।  কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।  প্রতিষ্ঠিত ডায়াগনস্টিক ল্যাবরেটরি তে বায়োকেমিস্ট হিসেবে কমপক্ষে ০৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 
  • বয়সঃ  সর্বোচ্চ ৩৫ বছর
  • বেতন ভাতাঃ ৩২,০০০/- 
  • অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে  বেতন-ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

দি ইবনে সিনা হাসপাতালে নিয়োগ

শর্তাবলীঃ

  • আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত
  • নাম, পিতা ও মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জন্মতারিখ ও জমা দেয়ার শেষ তারিখে বয়স
  • মোবাইল নম্বর শিক্ষাগত যোগ্যতা
  • বর্তমান থেকে ক্রমানুসারে অভিজ্ঞতা
  • সকল প্রকার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র
  • জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙ্গিন ছবি

আবেদন প্রক্রিয়াঃ

  • খামের উপর পদের নাম উল্লেখ পূর্বক
  • সেক্রেটারি, দি ইবনে সিনা ট্রাস্ট বরাবর আবেদনপত্র আগামী 23/১১/২০২১ র্ই  তারিখের মধ্যে ঠিকানায় যোগাযোগ/ সরাসরি জমা দিতে হবে।
  • কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে
  • কর্তৃপক্ষ বিজ্ঞপ্তির যে কোন শর্ত শিথিল অথবা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে
  • অসম্পূর্ণ/ ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে

দি ইবনে সিনা ট্রাস্ট এর নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে তাদের নিজস্ব ওয়েব সাইট ভিজিট করতে পারেন- https://www.ibnsinatrust.com/

সেক্রেটারি

ইবনে সিনা ট্রাস্ট

বাড়ি-৪৮, রোড-৯/এ,  ধানমন্ডি ঢাকা-১২০৯

প্রিয় পাঠক, আপনিও বাংলা সার্কুলার এ প্রকাশিত অনলাইনের অংশ হয়ে উঠুন। সরকারি, বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, পড়াশুনা, মতামত, ক্যারিয়ার, শ্রেণি ভিত্তিক পাঠদান, স্কুল, কলেজ ও মাদ্রাসা বিষয়ক যে কোন তথ্য নিয়ে লিখুন। সংশ্লিষ্ট বিষয়ে ছবি ও লেখা ওয়ার্ড ফাইল মেইল করুন-banglacircularpeople@gmail.com-এ ঠিকানায়। আপনার কনটেন্ট আপনার নামে প্রকাশ করা হবে।

সর্বশেষ - সরকারি চাকুরি