বেসরকারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি
আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২১
নুর-ই সামাদ নার্সিং কলেজ, মাওয়া রোড, মুন্সীগঞ্জ এর নিম্নোক্ত পদ সমূহে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নে বর্ণিত শর্তে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
দর্শকদের চাহিদার প্রেক্ষিতে বিভিন্ন পত্রিকা হতে নিয়োগ বিজ্ঞপ্তি ও আবশ্যক বিজ্ঞপ্তি সমূহ একত্রিত করে প্রতিদিন প্রকাশ করা হয় ফলে তারা একই জায়গায় সকল নিয়োগ সার্কুলার পায় এতে করে চাকরী প্রার্থীরা তাদের যোগ্যতা অনুযায়ী প্রকাশিত পদে সহজে আবেদন করতে পারে।
সদ্য প্রকাশিত সকল নিয়োগ সার্কুলার দেখতে পেজের সাথে থাকুন…..
- খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- কর কমিশনারের কার্যালয়-ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি
- বেসরকারী শিক্ষক ও কর্মচারীদের ফেব্রুয়ারী ২০২৩ মাসের বেতন ছাড়
- বাংলাদেশ পুলিশ হেডকোয়াটার্স এ নিয়োগ বিজ্ঞপ্তি
সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সমূহ
বর্ডারগার্ড বাংলাদেশ, জেলা কার্যালয়, বাংলাদেশ নৌবাহিনী, পরিবার পরিকল্পনা কার্যালয়, ব্যাংকের চাকুরি জন্য এ সপ্তাহের সেরা চাকুরি বিভাগে যেতে পারেন। আপনার কাঙ্খিত সেরা সরকারি চাকুরি আবেদন করার জন্য আমাদের সরকারি চাকুরি বিভাগে যেতে পারেন।
নার্সিং কলেজ নিয়োগ
বেসরকারি নিয়োগ সার্কুলারের মধ্যে নার্সিং কলেজ নিয়োগ সার্কুলার অন্যতম। নুর-ই সামাদ নার্সিং কলেজ প্রকাশিত বেসরকারি চাকুরির বিজ্ঞপ্তি অনুযায়ী কিভাবে আবেদন করবেন এ সম্পর্কে এই নিয়োগ সার্কুলারটি বিস্তারিত পড়ুন।
পদের নাম, বিষয় ও সংখ্যা
১। প্রভাষক
- পদের সংখ্যাঃ ০১ জন
- শিক্ষাগত যোগ্যতাঃ বিএসসি ইন নার্সিং ও এমএসসি নার্সিংসহ কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা
২। লেকচারার
- পদের সংখ্যাঃ ০২ জন
- শিক্ষাগত যোগ্যতাঃ বিএসসি ইন নার্সিং ও এমএসসি নার্সিংসহ কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা
৩। নার্সিং ইন্সট্রাকটর
- পদের সংখ্যাঃ ০৩ জন
- শিক্ষাগত যোগ্যতাঃ বিএসসি ইন নার্সিং তবে (এমএসসি নার্সিং এর ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে) শিক্ষক হিসেবে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা
৪। এডমিন অফিসার ০১জন
- শিক্ষাগত যোগ্যতাঃ ম্যানেজমেন্ট স্নাতক (সম্মান) সহ মাস্টার্স
৫। রিসিপশনিস্ট-০১ জন
৬। সুপার ভাইজার-০১ জন
৭। হাউজ কিপার-০১ জন
৮। দপ্তরী-০১ জন
৯। অফিস সহায়ক-০২ জন
১০। দারোয়ান-০২ জন
১১। পরিচ্ছন্নতাকর্মী-০২ জন
১২। কুক/মাশালচী-০১ জন
১৩। বাবুর্চি-০১ জন
যোগাযোগঃ
অধ্যক্ষ
নুর ই সামাদ নার্সিং কলেজ
মাশুরগাঁওা, শ্রীনগর (ফেরীঘাট), ঢাকা-মাওয়া রোড, মুন্সীগঞ্জ
মোবাইল নং- 01958403490, 01958403491, 01958403492