রবিবার , ১৮ জুলাই ২০২১ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
  1. Jobs News
  2. TOP JOBS
  3. অনলাইন টিউটরিয়াল
  4. অপরাধ সংবাদ
  5. ইপিজেড নিয়োগ বিজ্ঞপ্তি
  6. গার্মেন্টস্ নিয়োগ বিজ্ঞপ্তি
  7. গুরুত্বপূর্ণ সংবাদ
  8. জাতীয় সংবাদ
  9. পরীক্ষার ফলাফল
  10. বিদেশে চাকুরি
  11. বিভাগীয় সংবাদ
  12. বেসরকারি চাকুরি
  13. ভাইরাল সংবাদ
  14. ভিডিও
  15. শিক্ষক কর্মচারী নিয়োগ

পবিত্র হজ্ব এবার আধুনিক প্রযুক্তি; সকল সেবা দিচ্ছে রোবট

প্রতিবেদক
বাংলা সার্কুলার
জুলাই ১৮, ২০২১ ৫:৪০ অপরাহ্ণ

নির্ভিগ্নে হজ পালনের জন্য এবার আধুনিক নানা প্রযুক্তির সহায়তা নিচ্ছে সৌদি আরব

শারীরিক  সংস্পর্শ এড়িয়ে হজযাত্রীদের হজ্জ যাত্রীদের সেবা দিতে ব্যবহৃত হচ্ছে রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তা। স্মার্ট কার্ড ও স্মার্ট ব্রেসলেট এর মাধ্যমে সার্বক্ষণিক ডিজিটাল নজরদারিতে থাকছেন মুসল্লিরা।  

এক হজযাত্রী বলেন-বিজ্ঞান বিষয়ক কোন প্রদর্শনী মনে হচ্ছে। মসজিদুল হারামে কিছুক্ষণ পরপর চোখে পড়ছে আধুনিক প্রযুক্তির রোবট। কারো দায়িত্ব জমজমের পানি বন্টন, কারো আবার কাবা ঘরের চারপাশ স্বয়ংক্রিয় ভাবে সেনিটাইজ করা।

মহামারি পরিস্থিতিতে শারীরিক সংস্পর্শ এড়াতে এবার এমন নানা প্রযুক্তি সম্মেলন ঘটিয়েছে সৌদি আরব।  সংক্রমণের দুশ্চিন্তা এড়িয়ে যাতে নিশ্চিন্তে প্রার্থনা করতে পারেন মুসল্লীরা। তা নিশ্চিতে ব্যবহৃত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা রোবট। সব হজযাত্রীকে সরবরাহ করা হয়েছে স্মার্ট কার্ড। এক কার্ডেই নিশ্চিত হচ্ছে অনেক ধরনের সুযোগ-সুবিধা। 

আল্লাহর দরবারে করোনা মুক্তির প্রার্থনা

রেকজন হজযাত্রী বলেন- ভাইরাসের কারণে ব্যতিক্রমী এবার প্রথমবারের মতো বিপুল প্রযুক্তি দেখতে পাচ্ছি।  ই-সেবা নির্ভর নিবন্ধন, অনলাইনে অর্থ জমা বিষয়টি নিঃসন্দেহে ভালো উদ্যোগ বলে জানিয়েছেন হজ যাত্ররা। আল্লাহর কাছে একটাই প্রার্থনা তিন যেন দ্রুত করোনা নির্মূল করে দেন। কঠিন সময়েও হজ্বযাত্রী তালিকায় থাকতে পেরে আল্লাহর দরবারে হাজার শুকরিয়া। 

করণা পরিস্থিতিতে টানা দ্বিতীয় বছর সীমিত পরিসরে হচ্ছে পবিত্র হজ। দুই ডোজ টিকা প্রদান সহ নানা শর্ত পূরণ করে কেবল সৌদিতে বসবাসরত গণ পেয়েছেন অনুমতি।  ভাইরাসের সংক্রমণ এড়াতে পদে পদে নানা নির্দেশনা মানতে হচ্ছে তাদের।  মিনায় যাতায়াতের সময় এক বাসে ওঠার সুযোগ সর্বোচ্চ 20 জনের।  আঠার থেকে ৬০ বছর বয়স সীমা বেঁধে দিলেও অনেক মুসল্লি দীর্ঘক্ষন চলাফেরায় অক্ষম। তাদের জন্য ছোট ছোট গাড়ির ব্যবস্থা রাখছে কর্তৃপক্ষ।  এছাড়া সার্বক্ষণিক শারীরিক পরিস্থিতির নজরদারিতে রাখতে অনেকেই পেয়েছেন স্মার্ট ব্রেসলেট।  এতশত কথার পরও কারো কোন বিপদ হলো কিনা সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করছে বিশাল নিরাপত্তা বাহিনী। 

কঠোর নিরাপত্তা

এ বছর প্রশিক্ষিত ক্যাডারদের নিয়োগ দেয়া হয়েছে। তারা ২ সেকেন্ডের মধ্যে কল রিসিভ করেন ৪৫ সেকেন্ডের মধ্যেই সেটি সংযুক্ত করা হয়।হজ্ব যাত্রীদের যে কোন বিভ্রান্তি দুর করতে আমরা সর্বদা তৎপর। স্বাভাবিক সময়ে প্রায় ২৫ লাখ হাজির উপস্থিতিতে মুখর থাকে মক্কা।করোনা সতর্কতায় এবার হজের সময় অনেকটা খালি কাবা।  শারীরিক দূরত্ব নিশ্চিত করতে ধাপে ধাপে সুযোগ দেয়া হচ্ছে মুসুল্লিদের। 

ভুয়া টিকাদান চক্র গ্রেফতার

সৌদিতে হজের আগে জাল সনদ ও ভুয়া টিকাদান চক্রের ১২০ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পবিত্র হজের মাত্র ২ দিন আগে করোনাভাইরাস পরীক্ষার জাল সনদ সরবরাহ ও ভুয়া টিকাদান চক্রে জড়িতদের গ্রেফতার করেছে সৌদি আরব।

চক্রটির সাথে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৯ জন কর্মকর্তা জড়িত। এছাড়া ২১ জন জালিয়াতির মধ্যস্থতাকারী হিসেবে অভিযুক্ত। যাদের বেশিরভাগই বিদেশি।

বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এ তথ্য জানায়। চক্রটির বিরুদ্ধে অভিযোগ তারা ভূয়া টিকা এবং পরীক্ষার জাল সনদ সরবরাহ করত। বেআইনি সেবা গ্রহীতার মধ্যে ৭৪ সৌদি আরবের নাগরিক। গ্রেপ্তারকৃতদের সবাই অভিযোগ স্বীকার করেছে।

এবার হজ্ব যাত্রী ৬০ হাজার

মহামারির কারণে অনুষ্ঠিতব্য দ্বিতীয় হজ্বের ভ্যাকসিন গ্রহণ সনদধারী ৬০ হাজার জন অংশ নিতে পারবেন। তবে তাদেরকেও মানতে হবে কঠোর করোনার শিষ্ঠাচার। শনিবার সন্ধ্যা থেকে মক্কায় পৌাঁচেন হজ পালনের অনুমতি প্রাপ্তরা। ১৮ জুলাই শুরু হবে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা।

সর্বশেষ - বিদেশে চাকুরি