এইচএসসি পরীক্ষার ফলাফল
প্রতিষ্ঠান ভিত্তিক এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফল ২০২১, আলিম ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০২১, সকল শিক্ষা বোর্ডের প্রকাশিত বোর্ড ভিত্তিক পরীক্ষার ফলাফল ২০২১ দেখতে আমাদের বাংলা সার্কুলারে আপনাকে স্বাগত জানাচ্ছি।
এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফল
আগামী ১৩ ফেব্রুয়ারী ২০২২ তারিখ রবিবার বেলা ১২টার পর সারাদেশে একযোগে সকল শিক্ষা বোর্ডের এইচএসসি ও আলিম ভোকেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট সকলকে ঐ দিন বেলা ১২ টা হতে নিম্ন বর্ণিত লিংকে ক্লিক করে ফলাফল সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো।
এসএমএস এর মাধ্যমে ফলাফল
যে কোন মোবাইল নম্বর হতে HSC<>Board Name<>Roll<>Year লিখে SEND to 16222 এ এসএমএসর মাধ্যমে জানা যাবে।
যেমনঃ HSC<>Com<>152420<>2021<>SEND to 16222
সকল শিক্ষা বোর্ড এর ফলাফল প্রার্থীগণ নিম্নের ছবিটির উপর ক্লিক সরাসরি ফলাফল সীট ডাউনলোড করতে পারবেন
প্রতিষ্ঠান ভিত্তিক ফলাফল
নিম্নোক্ত নিয়ম অনুসরণ করুনঃ
উপরের ছবিটির উপর ক্লিক করুন-
- Board এর ঘরে প্রতিষ্ঠান যে বোর্ডের অধীন সে বোর্ডের নাম সিলেক্ট করুন- যেমন Rajshahi
- EIIN এর ঘরে প্রতিষ্ঠানের ছয় সংখ্যার ইআইআইএন নাম্বার যেমন: 106590 লিখুন
- Type of result এর ঘরে HSC সিলেক্ট করুন
- Get Institution Result এ ক্লিক করুন
আপনার মোবাইল কিংবা কম্পিউটারে পিডিএফ সফটওয়ার ইনস্টল করা না থাকলে তা ইনস্টল করে নিন। আর পিডিএফ সফটওয়ার থাকলে রেজাল্ট এর একটি পিডিএফ ফাইল আপনার মোবাইল কিংবা কম্পিউটারে সেভ হবে।
পরবর্তীতে প্রিন্ট করতে চাইলে প্রিন্ট করে নিতে পারবেন।