নৌবাহিনীতে ২০২৪ এ অফিসার ক্যাডেট নিয়োগ
বাংলাদেশ নৌবাহিনীতে ২০২৪ অফিসার ক্যাডেট ব্যাচ এ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী বাংলাদেশের যে কোন নাগরিক অনলাইনে সরাসরি আবেদন করতে পারবেন।
নৌবাহিনীতে অফিসার নিয়োগ ২০২৩
শিক্ষাগত যোগ্যতাঃ
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক/সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যুনতম জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও সাধারণ গণিত এ ন্যুনতম লেটার গ্রেড-এ।
শারীরিক মান (ন্যুনতম)
- উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি (পুরুষ)
- উচ্চতা ৫ ফুট ৫ফুট ২ ইঞ্চি (মহিলা)
- বুকের মাপ ৩০ থেকে ৩২ ইঞ্চি
- সম্প্রসারিত ৩৪ ইঞ্চি
বয়সঃ ১লা জানুয়ারী ২০২৪ তারিখে সাড়ে ১৬ বছর হতে ২১ বছর।
বৈবাহিক অবস্থাঃ বিবাহিত/ অবিবাহিত
অযোগ্যতাঃ
১। সেনা/নৌ/বিমান বাহিনী অথবা অন্য কোন সরকারি চাকরি হতে বরখাস্ত/অপসারিত
২। আইএসএসবি পরীক্ষায় দু’বার স্ক্রীন্ড আউট অথবা দু’বার প্রত্যাখ্যাত।
৩। যে কোন ফৌজদারী অপরাধের জন্য আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত।
৪। অসম্পুর্ণ, ত্রুটিপূর্ণ এবং এক নামে একাধিক আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষার তারিখ ও বিষয় সমূহঃ
- পরীক্ষার কেন্দ্রঃ নৌবাহিনী কলেজ, ঢাকা, মিরপুর ১৪, ঢাকা।
- তারিখঃ ১৩, ১৭ মে ২০২৩ (পুরুষ প্রার্থী) ১৮ মে (মহিলা প্রার্থী)
- পরীক্ষার কেন্দ্রঃ নৌবাহিনী স্কুল ও কলেজ, বন্দর, চট্টগ্রাম।
নৌবাহিনী স্কুল ও কলেজ, বয়রা খুলনা।
- তারিখঃ ১৬, ১৭ মে ২০২৩ (পুরুষ প্রার্থী) ১৮ মে (মহিলা প্রার্থী)
- লিখিত পরীক্ষাঃ ২০ মে ২০২৩ বিষয়ঃ বুদ্ধিমত্তা, ইংরেজি ও সাধারণ জ্ঞান।
সুযোগ-সুবিধাঃ
সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাসহ সশস্ত্র বাহিনীর বেতন ক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন ও ভাতাদি প্রাপ্ত হবেন। পরবর্তীতে মিডশিপম্যান হিসেবে পদোন্নতির পর উচ্চতর স্কেলে বেতন প্রাপ্ত হবেন।
এছাড়া বিনামূল্যে পোশাক, থাকা খাওয়া ও চিকিৎসা সুবিধা, রাস কৃত মূল্যে পরিবারের জন্য রেশনের সুবিধা, অবসর গ্রহণ করে অবসর ভাতা ও গ্রাজুয়েট এর সুবিধা, চাকরি গেলে যোগ্যতার ভিত্তিতে নন-কমিশন অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার এবং বিশেষ যোগ্যতার একজন নাবিকের ক্ষেত্রে কমিশন্ড অফিসার পদে পদোন্নতির সুযোগ, চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করলে বা পঙ্গু হলে বীমা সুবিধা এবং পরিবারের জন্য আর্থিক সুবিধা, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশ ভ্রমণের মাধ্যমে আর্থিক স্বচ্ছলতা অর্জনের সুযোগ, সন্তানদের জন্য ক্যাডেট কলেজ, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং নৌবাহিনী স্কুল/ কলেজে অধ্যায়নের সুযোগ, বাসস্থান প্রাপ্তি ও সামরিক হাসপাতাল গুলোতে চিকিৎসা সুবিধা পাওয়ার সুযোগ।
আবেদন ফরম সংগ্রহ ও পূরণঃ
অনলাইন পদ্ধতিতে সরাসরি http://joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজ এর বাম পার্শ্বে Apply Now এ ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে। আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে। আবেদন ফি বাবদ ৭০০/- টাকা পরিশোধ করতে পারবেন।
Bangladesh Navy Join
