শুক্রবার , ১২ নভেম্বর ২০২১ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Jobs News
  2. TOP JOBS
  3. অনলাইন টিউটরিয়াল
  4. অপরাধ সংবাদ
  5. ইপিজেড নিয়োগ বিজ্ঞপ্তি
  6. গার্মেন্টস্ নিয়োগ বিজ্ঞপ্তি
  7. গুরুত্বপূর্ণ সংবাদ
  8. জাতীয় সংবাদ
  9. পরীক্ষার ফলাফল
  10. বিদেশে চাকুরি
  11. বিভাগীয় সংবাদ
  12. বেসরকারি চাকুরি
  13. ভাইরাল সংবাদ
  14. ভিডিও
  15. শিক্ষক কর্মচারী নিয়োগ

বাংলাদেশ নৌবাহিনীতে এন্ট্রি অফিসার পদে নিয়োগ

প্রতিবেদক
বাংলা সার্কুলার
নভেম্বর ১২, ২০২১ ৮:১৭ পূর্বাহ্ণ
নৌবাহিনীতে চাকুরি

নৌবাহিনীতে চাকুরি

বাংলাদেশ নৌবাহিনীতে এন্ট্রি অফিসার ২০২২ ব্যাচে নৌবাহিনীর জাহাজ এর জন্য টেকনিক্যাল শাখায় ডাইরেক্ট এন্ট্রি অফিসার চতুর্থ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন শুধু অনলাইনে আবেদন করা যাবে এ পদে ১০০ জন নেয়া হবে আবেদনের শেষ তারিখ ২০ নভেম্বর ২০২১।

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদনের যোগ্যতাঃ

  •  বিজ্ঞপ্তি অনুসারে ডাইরেক্ট এন্ট্রি অফিসার চতুর্থ পদে আবেদনের জন্য 1-1-2022 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে।
  •  উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি
  •  বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি
  •  সম্প্রসারিত 34 ইঞ্চি
  •  বয়স ও উচ্চতা অনুযায়ী নির্দিষ্ট ওজন ও চোখের দৃষ্টি ৬/৬
  •  বৈবাহিক অবস্থাঃ  বিবাহিত/ অবিবাহিত

শিক্ষাগত যোগ্যতাঃ

ইঞ্জিনিয়ারিং শাখার জন্য শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন মেরিন টেকনোলজি/ পাওয়ার/ মেকানিক্যাল/ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং।  ইলেকট্রিক্যাল ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল/ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স। রেডিও ইলেকট্রিক্যাল শাখায় আবেদন করতে ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স/ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স/ কম্পিউটার/ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন।  অর্ডিন্যান্স রাখার জন্য ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল/ মেকাট্রনিক্স।  সব শাখায় আবেদনের জন্য কমপক্ষে সিজিপিএ-৩.০০  থাকতে হবে। 

যেভাবে আবেদনঃ

 আগ্রহী প্রার্থীদের এই https://joinnavy.navy.mail.bd  ওয়েবসাইটে প্রবেশ করে এ্যাপলাই নাও/ চেক নাও অপশনে ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে।

এরপর প্রার্থীকে ব্যাংকিং/ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা জমা দিতে হবে।  আবেদন ফি ২০০  টাকা পাঠাতে হবে।  আবেদন ফি পাঠানোর পর সঠিক তথ্য দিয়ে অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করতে হবে।  পূরণ করা শেষে পরম টি ডাউনলোড করে পরীক্ষার দিন প্রয়োজনীয় কাগজপত্রসহ সঙ্গে আনতে হবে।  যদি কেউ প্রথমে আবেদন ফরম টি ডাউনলোড করতে ব্যর্থ হন তাহলে আবার লগইন করে ডাউনলোড ওপেন করা যাবে। 

সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, সরকারি চাকুরির তথ্য, নেভিতে নিয়োগ,

প্রয়োজনীয় কাগজপত্রঃ

 এসএসসি্/  সমমান পাস পরীক্ষার মূল সনদ,  ফটোকপির সত্যায়িত কপি,  মূল প্রশংসাপত্র,  প্রবেশপত্র রেশন কার্ড,  পেশাগত  ডিপ্লোমার মূল/ সাময়িক সনদ,  মূল মার্কশিট সহ পরীক্ষার দিন উপস্থিত থাকতে হবে।  এছাড়া নাগরিকত্ব সার্টিফিকেট ও চারিত্রিক সার্টিফিকেট,  জন্ম নিবন্ধন/ জাতীয় পরিচয় পত্র,  অভিভাবকের সম্মতিপত্র প্রার্থী সদ্য তোলা ১৫  কপি পাসপোর্ট সাইজের ছবি,  মাতা-পিতার এক কপি ছবি সঙ্গে আনতে হবে।

বাছাই প্রক্রিয়াঃ

 বিজ্ঞপ্তিতে উল্লেখিত সব সার্টিফিকেট/ কাগজপত্রসহ ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে হবে।  প্রার্থীর সব কাগজপত্র ঠিক পাওয়া গেলে মনোনীত প্রার্থীদের প্রাথমিক বাছাইয়ে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে।  প্রাথমিক বাছাইয়ে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে।  পরবর্তী সময়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা ও মৌখিক পরীক্ষা  বিএন  ডকইয়ার্ড,  নিউমুরিং,  চট্টগ্রাম  এ অনুষ্ঠিত হবে।

এন্ট্রি অফিসার নিয়োগ 

সুযোগ-সুবিধাঃ

  •  সরকার কর্তৃক নির্ধারিত সুবিধাসহ সশস্ত্র বাহিনীর বেতন ক্রম অনুযায়ী বেতন ভাতাদি পাবেন।
  • এছাড়া বিনামূল্যে পোশাক,
  • থাকা খাওয়া ও চিকিৎসা সুবিধা, 
  • হৃাসকৃত মূল্যে পরিবারের জন্য রেশনের সুবিধা, 
  • অবসর গ্রহণ করে অবসর ভাতা ও গ্রাচুয়েটি সুবিধা, 
  • চাকরি গেলে যোগ্যতার ভিত্তিতে নন-কমিশন অফিসার, 
  • জুনিয়র কমিশন্ড অফিসার এবং বিশেষ যোগ্যতার একজন নাবিকের ক্ষেত্রে কমিশন্ড অফিসার পদে পদোন্নতির সুযোগ, 
  • চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করলে বা পঙ্গু হলে বীমা সুবিধা এবং
  • পরিবারের জন্য আর্থিক সুবিধা,  জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশ ভ্রমণের মাধ্যমে আর্থিক স্বচ্ছলতা অর্জনের সুযোগ
  • সন্তানদের জন্য ক্যাডেট কলেজ,  আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, 
  • মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং নৌবাহিনী স্কুল/ কলেজে  অধ্যায়নের সুযোগ, 
  • বাসস্থান  প্রাপ্তি ও সামরিক হাসপাতাল গুলোতে চিকিৎসা সুবিধা পাওয়ার সুযোগ। 

 বিস্তারিত জানতে যোগাযোগঃ

 পার্সোনাল সার্ভিসেস পরিদপ্তর,  নৌবাহিনী সদর দপ্তর,  বনানী ঢাকা,

সর্বশেষ - বিদেশে চাকুরি