বেসরকারি শিক্ষক নিয়োগ
বিয়াম ফাউন্ডেশন, ৬৩ নিউ ইস্কাটন, ঢাকা এর নিম্নোক্ত পদ সমূহে নিজস্ব অর্থায়নে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নে বর্ণিত শর্তে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
দর্শকদের চাহিদার প্রেক্ষিতে বিভিন্ন পত্রিকা হতে নিয়োগ বিজ্ঞপ্তি ও আবশ্যক বিজ্ঞপ্তি সমূহ একত্রিত করে প্রতিদিন প্রকাশ করা হয় ফলে তারা একই জায়গায় সকল নিয়োগ সার্কুলার পায় এতে করে চাকরী প্রার্থীরা তাদের যোগ্যতা অনুযায়ী প্রকাশিত পদে সহজে আবেদন করতে পারে।
সদ্য প্রকাশিত সকল নিয়োগ সার্কুলার দেখতে পেজের সাথে থাকুন…..
- Skilled people are required for the post of Carpenter
- চলতি মাসেই আসছে এনটিআরসিএ এর গণবিজ্ঞপ্তি
- শিল্প মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি
- বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি
- বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ
বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সমূহ
বেসরকারি শিক্ষক নিয়োগ সার্কুলারের মধ্যে বিয়াম ফাউন্ডেশন নিয়োগ সার্কুলার অন্যতম। বিয়াম ফাউন্ডেশন প্রকাশিত বেসরকারি চাকুরির বিজ্ঞপ্তি অনুযায়ী কিভাবে আবেদন করবেন এ সম্পর্কে এই নিয়োগ সার্কুলারটি বিস্তারিত পড়ুন।
১। প্রতিষ্ঠানের নামঃবিয়াম মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা
- পদের নামঃপ্রভাষক (কলেজ শাখা)
- বিষয়ঃ বাংলা
- শূন্য পদঃ ০২টি
২। প্রতিষ্ঠানের নামঃবিয়াম মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা
- পদের নামঃসহকারী শিক্ষক (মাধ্যমিক শাখা)
- বিষয়ঃ বাংলা-২, গণিত-১, সামাজিক বিজ্ঞান-০১
- শূন্য পদঃ ০৪টি
৩। প্রতিষ্ঠানের নামঃবিয়াম মডেল স্কুল এন্ড কলেজ, রংপুর
- পদের নামঃ সহকারী শিক্ষক (মাধ্যমিক শাখা)
- বিষয়ঃ গণিত
- শূন্য পদঃ ০১টি
৪। প্রতিষ্ঠানের নামঃবিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ, কক্সবাজার
- পদের নামঃ সহকারী শিক্ষক (মাধ্যমিক শাখা)
- বিষয়ঃ পদার্থ বিজ্ঞান
- শূন্য পদঃ ০১টি
৫। প্রতিষ্ঠানের নামঃবিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ,দুপচাচিয়া, বগুড়া
- পদের নামঃ সহকারী শিক্ষক (মাধ্যমিক শাখা)
- বিষয়ঃ বাংলা-০২জন, ইংরেজী-০১ জন, আইসিটি-০১, সামাজিক বিজ্ঞান-০১, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা-০১, শারীরিক শিক্ষা-০১, উদ্ভিদ বিদ্যা-০১
- শূন্য পদঃ ০৮টি
- সহকারী শিক্ষক (প্রাথমিক শাখা)
- বিষয়ঃ ইংরেজী-০২ জন, সাধারণ -০৩, গণিত-০১, বিজ্ঞান-০১
- শূন্য পদঃ ০৭টি
- অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর-০১ জন
৬। প্রতিষ্ঠানের নামঃবিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ, সিংড়া, নাটোর
- পদের নামঃ প্রভাষক (কলেজ শাখা)
- বিষয়ঃ বাংলা-০১জন, ইংরেজী-০১ জন, গণিত-০১, জীব বিজ্ঞান-০১, পদার্থ বিজ্ঞান-০১
- শূন্য পদঃ ০৫টি
- সহকারী শিক্ষক (প্রাথমিক শাখা)
- বিষয়ঃ ইংরেজী-০১ জন
৭। প্রতিষ্ঠানের নামঃবিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ, বগুড়া (শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন)
- পদের নামঃ প্রভাষক (কলেজ শাখা)
- বিষয়ঃ বাংলা-০১জন, ইংরেজী-০১ জন, গণিত-০১, আইসিটি-০১, শারীরিক শিক্ষা-০১,
- শূন্য পদঃ ০৫টি
- সহকারী শিক্ষক (প্রাথমিক শাখা)
- বিষয়ঃ বাংলা-০১জন, ইংরেজী-০১ জন, গণিত-০১, চারু ও কারু কলা-০১জন
- ক্যাশিয়ার পদেঃ ০১ জন
প্রার্থীদের বয়সঃ
আবেদনকারীর বয়স ৩১/০১/২০২২ খ্রিঃ তারিখে প্রভাষক ও সহকারী শিক্ষক পদের জন্য ৩৫ বৎসর এবং কর্মচারী পদের জন্য ৩০ বৎসর।
শিক্ষাগত যোগ্যতা ও বেতন স্কেল এর বিবরণ পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে। পুর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে বিয়াম ফাউন্ডেশন এর নিজস্ব ওয়েব সাইট www.biam.gov.bd ভিজিট করুন।
আবেদন প্রক্রিয়াঃ
আগ্রহী প্রার্থীগণ মহাপরিচালক, বিয়াম ফাউন্ডেশন, ৬৩, নিউইস্কাটন, ঢাকা বরাবর, আগামী ৩১ জানুয়ারী ২০২২ তারিখ অফিস চলাকালীন সময় বিকাল ৫ঘটিকার মধ্যে আবেদন পৌছাতে হবে।
আবেদন ফিঃ
মহাপরিচালক, বিয়াম ফাউন্ডেশন, ৬৩ নিউইস্কাটন, ঢাকা-১২১৭এর বরাবরে শুধুমাত্র সোনালী ব্যাংক, মগবাজার শাখা, ঢাকার অনুকূলে প্রভাষক পদের জন্য ১,০০০/- টাকা ও অন্যান্য পদের জন্য ৫০০/- টাকার ব্যাংক ড্রাফট/ পে-অর্ডার (অফেরতযোগ্য) দাখিল করতে হবে।