বেসরকারি কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি
বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজ, বিজিবি সদর দপ্তর, পিলখানা, ঢাকা নিম্নোক্ত বিষয় ভিত্তিক পদসমূহে শিক্ষক নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীগণ ঢাকা বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজ নিয়োগ সম্পর্কে বিস্তারিত নিম্নে ইমেজ আকারে বিজ্ঞপ্তিটি ভাল করে দেখুন ও আবেদন করুন।
কলেজ শিক্ষক নিয়োগ সার্কুলার, শিক্ষক নিয়োগ, প্রভাষক নিয়োগ, কর্মচারী নিয়োগ
দর্শকদের চাহিদার প্রেক্ষিতে বিভিন্ন পত্রিকা হতে নিয়োগ বিজ্ঞপ্তি ও আবশ্যক বিজ্ঞপ্তি সমূহ একত্রিত করে প্রতিদিন প্রকাশ করা হয় ফলে তারা একই জায়গায় সকল নিয়োগ সার্কুলার পায় এতে করে চাকরী প্রার্থীরা তাদের যোগ্যতা অনুযায়ী প্রকাশিত পদে সহজে আবেদন করতে পারে।
সরকারি ও বেসরকারি আরো নিয়োগ সার্কুলার পড়ুন….
- খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- কর কমিশনারের কার্যালয়-ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি
- বেসরকারী শিক্ষক ও কর্মচারীদের ফেব্রুয়ারী ২০২৩ মাসের বেতন ছাড়
- বাংলাদেশ পুলিশ হেডকোয়াটার্স এ নিয়োগ বিজ্ঞপ্তি
সপ্তাহের সেরা চাকুরি
বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, পরিবার পরিকল্পনা কার্যালয়, ব্যাংকের চাকুরি জন্য এ সপ্তাহের সেরা চাকুরি বিভাগে যেতে পারেন। আপনার কাঙ্খিত সেরা সরকারি চাকুরি আবেদন করার জন্য আমাদের সরকারি চাকুরি বিভাগে যেতে পারেন।
কলেজ নিয়োগ, স্কুল কলেজ নিয়োগ, বেসরকারি শিক্ষক নিয়োগ
বেসরকারি চাকরি সার্কুলারের মধ্যে বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজ নিয়োগ সার্কুলার অন্যতম। বেসরকারি চাকুরির বিজ্ঞপ্তি অনুযায়ী কিভাবে আবেদন করবেন এ সম্পর্কে এই নিয়োগ সার্কুলারটি বিস্তারিত পড়ুন।
প্রতিষ্ঠানের নাম: বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজ
কর্মস্থলঃ বিজিবি সদর দপ্তর, পিলখানা, ঢাকা।
চাকরি শ্রেণিঃ বেসরকারি চাকরি
মোট শূন্য পদঃ শিক্ষক ও কর্মচারী ৩৮টি
পদের নামঃ প্রভাষক
- বিষয়ঃ ইংরেজী-০২জন, গণিত-০১ জন, রসায়ন-০১ জন
পদের নামঃ শিক্ষা মনোবিজ্ঞানী ০১ জন
পদের নামঃ প্রভাষক (ইংরেজী ভার্শন)
- বিষয়ঃ গণিত-০২ জন, বাংলা-০২ জন, আইসিটি-০১ জন
পদের নামঃ সিনিয়র শিক্ষক (ইংরেজী ভার্শন)
- বিষয়ঃ বাংলা-০১, চারু ও কারুকলা-০১জন
পদের নামঃ সিনিয়র শিক্ষক (বাংলা ভার্শন)
- বিষয়ঃ ইংরেজী-০২, গণিত-০৩, পদর্থ বিজ্ঞান-০১, জীব বিজ্ঞান-০১, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়-০২ জন, ইসলাম ধর্ম-০১, আইসিটি-০১জন, কর্ম ও জীবন মুখী শিক্ষা-০১ জন।
কর্মচারীঃ
- ড্রাইভার ০২ জন
- কার্পেন্টার ০১ জন
- প্লাম্বার কাম-ইলেকট্রিশিয়ান-০১ জন
- অফিস সহায়ক ০১ জন
- পরিবহন মেকানিক কাম-পরিবহন সহায়ক ০১ জন
- পরিবেশ সহায়ক ০৪ জন
- নিরাপত্তা সহায়ক ০২ জন
- বাগান সহায়ক ০১ জন
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েব সাইট www.abdurroufcollege.ac.bd তে পাওয়া যাবে।
নিয়োগ পরীক্ষাঃ
- সকল পদে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
- সকল পদের লিখিত পরীক্ষা আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
