‘‘হীপ বাংলাদেশ সোসাইটি’’ জাতীয় পর্যায়ের একটি সমাজ সেবামূরক বেসরকারি সংস্থা। দেশের প্রতিটি পরিবার, হাসপাতাল/ক্লিনিক, অফিস-আদালত, শিক্ষা-প্রতিষ্ঠান, হোটেল-রোস্তোরা সহ আবাসিক ও জনসমাগম স্থানে নিরাপদ খাবার পানি নিশ্চিত করার লক্ষ্যে অত্র সংস্থা ‘‘সবার জন্য নিরাপদ পানি’’ শীর্ষক কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে।
উক্ত কর্ম পরিকল্পনা বাস্তবায়নের জন্য দেশের জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে নিম্ন বর্ণিত পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে শর্তসাপেক্ষে বাংরাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
বেসরকারি চাকুরি
আমরা বিভিন্ন সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে সদ্য প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য সংগ্রহ করি। উদ্দীপন সোসাইটি নিয়োগ আর্থিক ও কারিগরি সহযোগিতায় বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে জনবল নিয়োগ প্রদান করবে।
বেসরকারি চাকুরির তথ্য
”হীপ বাংলাদেশ সোসাইটি’’ জাতীয় পর্যায়ের একটি সমাজ সেবামূরক বেসরকারি সংস্থা। দেশের প্রতিটি পরিবার, হাসপাতাল/ক্লিনিক, অফিস-আদালত, শিক্ষা-প্রতিষ্ঠান, হোটেল-রোস্তোরা সহ আবাসিক নিয়োগ সম্পর্কিত সকল তথ্য পাবেন। কিভাবে আবেদন করবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্যও রয়েছে। আপনি যদি চাকুরির বিজ্ঞপ্তির সাথে সম্পর্কিত আরও তথ্য দেখতে চান তবে আপনি আমাদের সরকারি ও বেসরকারি চাকরি বিভাগে যেতে পারেন।
যে সকল পদে নিয়োগঃ
রিজিওনাল ম্যানেজার
- পদের সংখ্যাঃ ১৬টি
- বেতনঃ আলোচনা সাপেক্ষে
রিজিওনাল একাউন্ট
- পদের সংখ্যাঃ ১৬টি
- বেতনঃ আলোচনা সাপেক্ষে
জেলা /জোন ম্যানেজার
- পদের সংখ্যাঃ ৮০টি
- বেতনঃ ২৫,০০০-৩০,০০০/-
জেলা /জোন একাউন্ট জেড
- পদের সংখ্যাঃ ৮০টি
- বেতনঃ ১৫,০০০-২০,০০০/-
উপজেলা /ইউনিট ম্যানেজার
- পদের সংখ্যাঃ প্রতি উপজেলা/মহানগর থানায় ১টি
- বেতনঃ ২০,০০০-২৫,০০০/-
ফিল্ড অফিসার
- পদের সংখ্যাঃ প্রতি উপজেলা/মহানগর থানায় ৮টি
- বেতনঃ ১৮,০০০-২৩,০০০/-
সহকারী ফিল্ড অফিসার
- পদের সংখ্যাঃ প্রতি উপজেলা/মহানগর থানায় ৮টি
- বেতনঃ ১৫,০০০-২০,০০০/-
রিসিপশনিস্ট (মহিলা)
- পদের সংখ্যাঃ ৮০টি
- বেতনঃ ১৪,০০০-১৭,০০০/-
টেকনিশিয়ান (পুরুষ)
- পদের সংখ্যাঃ প্রতি উপজেলা/মহানগর থানায় ৩টি
- বেতনঃ ১২,০০০-১৫,০০০/-
অফিস সহায়ক
- পদের সংখ্যাঃ ৮০টি
- বেতনঃ ১০,০০০-১৫,০০০/-
গাড়ী চালক
- পদের সংখ্যাঃ ১৬টি
- বেতনঃ ১৫,০০০-২৫,০০০/-
নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ও ফি সম্পর্কে জানতে চাইলে নিয়োগ বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ুন, বুঝুন ও আবেদন করুন।
নিয়োগ বিজ্ঞপ্তি
