শনিবার , ২৪ জুলাই ২০২১ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Jobs News
  2. TOP JOBS
  3. অনলাইন টিউটরিয়াল
  4. অপরাধ সংবাদ
  5. ইপিজেড নিয়োগ বিজ্ঞপ্তি
  6. গার্মেন্টস্ নিয়োগ বিজ্ঞপ্তি
  7. গুরুত্বপূর্ণ সংবাদ
  8. জাতীয় সংবাদ
  9. পরীক্ষার ফলাফল
  10. বিদেশে চাকুরি
  11. বিভাগীয় সংবাদ
  12. বেসরকারি চাকুরি
  13. ভাইরাল সংবাদ
  14. ভিডিও
  15. শিক্ষক কর্মচারী নিয়োগ

এনটিআরসিএ চতুর্থ গণবিজ্ঞপ্তি- আরো ৫০ হাজার শিক্ষক নিয়োগ দেবে সহসায়

প্রতিবেদক
বাংলা সার্কুলার
জুলাই ২৪, ২০২১ ৯:২০ পূর্বাহ্ণ
gov job circular, new job circular, jobs bd, bd jobs, private company jobs, jobs news, bangladeshi newspaper, newspaper, update news, breaking news, top news, viral news, bdnews24, assignment new order, assignment, ‍smc job circular

চলতি বছরের মধ্যেই চাহিত শূন্যপদগুলোর বিপরীতে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে

দীর্ঘ দুই বছর পর তৃতীয় গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রায় ৫৪ হাজার শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল দিয়েছে। মামলা জটিলতার কারণে প্রায় ২ বছর অতিবাহিত হয়। মামলা নিরসন শেষে গত ১৯ জুলাই তৃতীয় গণবিজ্ঞপ্তির প্রায় ৫৪ হাজার শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এনটিআরসিএ এর তথ্য মতে আগামী চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আরও ৫০ হাজার শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়ে এখন থেকে উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আরও ৫০ হাজার শিক্ষক নিয়োগ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রতিষ্ঠানগুলোতে শূন্যপদ পূরণে সরকারের এজেন্ডার অংশ হিসেবে চলতি বছরের মধ্যেই শেষ করতে চায় এনটিআরসিএ। এখনও অনেক প্রতিষ্ঠানে শিক্ষকের পদ শূন্য রয়েছে। আমরা প্রাথমিক ই-রিকোইজিশন পাওয়াদের তৃতীয় গণবিজ্ঞপ্তির নিয়োগ সম্পাদন করছি। এখন চতুর্থ গণ-বিজ্ঞপ্তির জন্য প্রস্ততি নেয়া হচ্ছে।

এনটিআরসি এ সংশ্লিরা জানান ইতোমধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তির প্রক্রিয়া শুরু করেছি আমরা। চতুর্থ গণবিজ্ঞপ্তি কতটি পদের বিপরীতে দেয়া হবে এ নিয়ে হিসাব নিকাশের কাজ চলছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন আনুমানিক প্রায় ৫০ হাজার শিক্ষক পদ এখনও শূন্য আছে।

এনটিআরসিএ কর্তৃপক্ষ

ড. এ টি এম মাহবুবুল-উল করিম বেসরকারী শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব গণমাধ্যমকে বলেছেন, মুজিব শতবর্ষে খালি পদগুলো পূরণ করার জন্য এজেন্ডা রয়েছে। আমরা আশা করছি চলতি বছরের মধ্যেই চাহিত শূন্যপদগুলোর বিপরীতে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। গণমাধ্যমের এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন আগামী তিন মাসের মধ্যে প্রকাশ করার সম্ভাব্যতা রয়েছে। ইতোমধ্যে আমরা এ বিষয়ে যাবতীয় কার্যক্রম হাতে নিয়েছি। যত দ্রুত সম্ভব এটা বাস্তবায়ন করা আমাদের জন্য চ্যালেঞ্জ হিসেবে থাকবে।

উল্লেখ্য যে, মাধ্যমিক স্কুল ও কলেজে ইতোমধ্যে অনেকগুলো পদ শূন্য হয়ে যাওয়ায় ছাত্র/ছাত্রীদের লেখাপড়ার মারাত্বক বেঘাত ঘটছে। তৃতীয় গণবিজ্ঞপ্তিতে পাওয়া শিক্ষক দিয়ে এ সমস্যার হয়ত কিছুটা সমাধান হবে। কিন্তু অনেকগুলো পদ রয়েছে যে গুলোতে কোন শিক্ষকই পাওয়া যাচ্ছেনা। যেমন আইসিটি বিষয়ের শিক্ষক প্রায় প্রতিষ্ঠানেই শূন্য রয়েছে। বিষয় ভিত্তিক শিক্ষক নিয়োগ দেওয়া এবং এনটিআরসিএর পাশের হার সামান্যতম হওয়া এর অন্যতম কারণ।

এবারে নিয়োগ পাওয়া প্রায় শিক্ষকই ইনডেক্সধারী

তৃতীয় গণবিজ্ঞপ্তির নিয়োগে দেখা যায় প্রায় ইনডেক্স ধারী শিক্ষকই এক প্রতিষ্ঠান হতে অন্য প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছে। ফলে আগের প্রতিষ্ঠানের পদটি শূন্য হয়ে যাচ্ছে। এবার প্রায় প্রতিষ্ঠানেই পুরাতন বা ইনডেক্সধারীগণই নিয়োগ পেয়েছেন। ফলে নতুন যারা পাশ করে আবেদন করেছে তাদের আরো অপেক্ষা করতে হচ্ছে।

Related job post: এনটিআরসিএ গণবিজ্ঞপ্তি, এনটিআরসিএ খবর, এনটিআরসিএ নিয়োগ, চতুর্থ গণবিজ্ঞপ্তি, ntrca notice, ntrca circular, smc job circular, smc job, smc job circular 2021, এ্যাসাইনমেন্ট, এ্যাসাইনমেন্ট নির্দেশনা, এসএসসি ২০২১ এ্যাসাইনমেন্ট, নতুন এ্যাসাইনমেন্ট, নিয়োগ বিজ্ঞপ্তি, আবশ্যক, চাকরি চাই, চাকরির তথ্য, বেসরকারী চাকুরী, জব সার্কুলার ২০২১, দৈনিক নিয়োগ বিজ্ঞপ্তি, সাপ্তাহিক চাকরির পত্রিকা, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি 2021, চাকরীর নিয়োগ বিজ্ঞপ্তি, new চাকরির খবর, সরকারি চাকরির নিয়োগ ২০২১, সাপ্তাহিক চাকরির খবর ২০২১, সরকারি চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, সরকারি চাকরির লিস্ট, সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১,

সর্বশেষ - বিদেশে চাকুরি