শনিবার , ২৫ ডিসেম্বর ২০২১ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Jobs News
  2. TOP JOBS
  3. অনলাইন টিউটরিয়াল
  4. অপরাধ সংবাদ
  5. ইপিজেড নিয়োগ বিজ্ঞপ্তি
  6. গার্মেন্টস্ নিয়োগ বিজ্ঞপ্তি
  7. গুরুত্বপূর্ণ সংবাদ
  8. জাতীয় সংবাদ
  9. পরীক্ষার ফলাফল
  10. বিদেশে চাকুরি
  11. বিভাগীয় সংবাদ
  12. বেসরকারি চাকুরি
  13. ভাইরাল সংবাদ
  14. ভিডিও
  15. শিক্ষক কর্মচারী নিয়োগ

এসএসসি ২০২২ পদার্থ বিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

প্রতিবেদক
বাংলা সার্কুলার
ডিসেম্বর ২৫, ২০২১ ৬:৪৮ অপরাহ্ণ
এসএসসি ২০২২ -পদার্থ বিজ্ঞান

এসএসসি ২০২২ সালের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের জন্য পদার্থ বিজ্ঞান বিষয়ের ধারাবাহিক বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর পর্ব

৮নং অধ্যায়ঃ

১. গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের কী রূপ?

ক. সমান খ. অর্ধেক

গ. দ্বিগুণ ঘ. তিন গুণ

২. সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব—

i. বাস্তব

ii. অবাস্তব

iii. সোজা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩. সমতল দর্পণে সৃষ্ট বিম্ব কী রূপ হয়?

ক. উল্টো খ. বিবর্ধিত

গ. বাস্তব ঘ. অবাস্তব

৪. আলো কী ধরনের তরঙ্গ?

ক. যান্ত্রিক তরঙ্গ খ. চৌম্বক তরঙ্গ

গ. শব্দতরঙ্গ ঘ. তড়িৎচৌম্বক তরঙ্গ

৫. গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে কী বলে?

ক. মেরু খ. বক্রতার কেন্দ্র

গ. বক্রতার ব্যাসার্ধ ঘ. প্রধান অক্ষ

৬. গোলীয় দর্পণ কয় প্রকার?

ক. ১ খ. ২

গ. ৩ ঘ. ৪

নিচের তথ্যের আলোকে ৮-৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।

যানবাহনে ব্যবহৃত পেছনের গাড়ি বা পথচারীকে দেখার দর্পণের বক্রতার ব্যাসার্ধ 2m.

৭. দর্পণটি কোন প্রকৃতির?

ক. সমতল খ. অবতল

গ. উত্তল ঘ. সমতলোত্তল

৮. দর্পণটির ফোকাস দূরত্ব কত মিটার?

ক. 0.5 খ. 1

গ. 2 ঘ. 4

৯. সৌরচুল্লিতে কোন দর্পণ ব্যবহার করা হয়?

ক. সমতল খ. অবতল

গ. উত্তল ঘ. সমতলোত্তল

১০. দাঁতের চিকিত্সক দাঁত পরীক্ষা করার কাজে কোন দর্পণ ব্যবহার করেন?

ক. সমতল খ. অবতল

গ. উত্তল ঘ. সমতলাবতল

সঠিক উত্তর

অধ্যায় ৮: ১.খ ২.ঘ ৩.ঘ ৪.গ ৫.খ ৬.খ ৭.গ ৮.খ ৯.খ ১০.খ

সংগ্রহিতঃ রমজান মাহমুদ,সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা

সর্বশেষ - বিদেশে চাকুরি

আপনার জন্য নির্বাচিত