রবিবার , ১৯ সেপ্টেম্বর ২০২১ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Jobs News
  2. TOP JOBS
  3. অনলাইন টিউটরিয়াল
  4. অপরাধ সংবাদ
  5. ইপিজেড নিয়োগ বিজ্ঞপ্তি
  6. গার্মেন্টস্ নিয়োগ বিজ্ঞপ্তি
  7. গুরুত্বপূর্ণ সংবাদ
  8. জাতীয় সংবাদ
  9. পরীক্ষার ফলাফল
  10. বিদেশে চাকুরি
  11. বিভাগীয় সংবাদ
  12. বেসরকারি চাকুরি
  13. ভাইরাল সংবাদ
  14. ভিডিও
  15. শিক্ষক কর্মচারী নিয়োগ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি 2021

প্রতিবেদক
বাংলা সার্কুলার
সেপ্টেম্বর ১৯, ২০২১ ৬:১০ পূর্বাহ্ণ
Aakash Development Ltd Job Circular

Chittagong city corporation job circular 2021

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি

চট্টগ্রাম সিটি কর্পোরেশন সচিবালয় বিভাগ সংস্থাপন শাখায় নিম্নবর্ণিত শূন্যপদ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

আগ্রহী প্রার্থীগণ আগামী ০৭ অক্টোবর ২০২১ তারিখের মধ্যে সরাসরি/ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে হবে। বিস্তারিত জানার জন্য নিচে দেয়া নিয়োগ সার্কুলার পড়ুন।

সিটি কর্পোরেশন নিয়োগ, চট্টগ্রাম সিটিতে নিয়োগ, সরকারি চাকরির খবর, নতুন চাকরি, নিয়োগ বিজ্ঞপ্তি

সরকারি নিয়োগ সার্কুলার-২০২১ চট্টগ্রাম সিটি কর্পোরেশন তাদের নিজস্ব  অফিসিয়াল ওয়েবসাইট www.ccc.org.bd এ জারি করেছে। ১৩টি শূন্য পদে  নিয়োগ ডাকযোগ/কুরিয়ার যোগে আবেদন করতে করে  করতে হবে।

সপ্তাহের সেরা চাকুরি,

বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, পরিবার পরিকল্পনা কার্যালয়, বাংলাদেশ পুলিশ, ব্যাংকের চাকুরির জন্য এ সপ্তাহের সেরা চাকুরি বিভাগে যেতে পারেন। আপনার কাঙ্খিত সেরা সরকারি চাকুরি আবেদন করার জন্য আমাদের সরকারি চাকুরি বিভাগে যেতে পারেন।

সপ্তাহের সেরা বেসসরকারি চাকুরিprivate job circular

এখানে আপনি বেসরকারি চাকুরির সকল নিয়োগ সম্পর্কিত তথ্য ও সার্কুলার আমাদের বেসরকারি চাকুরি পেজে পাবেন। এ সপ্তাহের সেরা বেসরকারি চাকুরীর বিবরণী তে ক্লিক করুন এবং আকর্ষনীয় বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন। সার্কুলারের সাথে সম্পর্কিত সকল তথ্য পাবেন।

১। পদের নামঃ জনসংযোগ অফিসার-কাম-প্রটোকল অফিসার

  •  পদের সংখ্যাঃ ০১টি
  •  বেতন গ্রেডঃ ৯ম
  •   বেতন স্কেলঃ 22000 – 53060/-
  •  শিক্ষাগত যোগ্যতাঃ  কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রী

২। পদের নামঃ ডাক্তার (পুরুষ) এম.বি.বি.এস

  •  পদের সংখ্যাঃ ১০টি
  •   বেতন গ্রেডঃ ৯ম
  •   বেতন স্কেলঃ 22000 – 53060/-
  •  শিক্ষাগত যোগ্যতাঃ  কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এমবিবিএস ডিগ্রী

৩। পদের নামঃ ডাক্তার (মহিলা) এম.বি.বি.এস

  •  পদের সংখ্যাঃ ১১টি
  •  বেতন গ্রেডঃ ৯ম
  •  বেতন স্কেলঃ 22000 – 53060/-
  •  শিক্ষাগত যোগ্যতাঃ  কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এমবিবিএস ডিগ্রী

৪। পদের নামঃ  প্যাথলজিস্ট

  •    পদের সংখ্যাঃ ০১টি
  •    বেতন গ্রেডঃ ৯ম
  •    বেতন স্কেলঃ 22000 – 53060/-
  •    শিক্ষাগত যোগ্যতাঃ  কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এমবিবিএস ডিগ্রী

৫। পদের নামঃ ম্যালেরিয়া ও মশক নিধন কর্মকর্তা

  •     পদের সংখ্যাঃ ০১টি
  •     বেতন গ্রেডঃ ৯ম
  •     বেতন স্কেলঃ 22000 – 53060/-
  •     শিক্ষাগত যোগ্যতাঃ  কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রাণী বিদ্যা বিষয়ে সম্মাননা ডিগ্রী

৬।  পদের নামঃ  সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)

  •      পদসংখ্যাঃ ০২ টি
  •      বেতন গ্রেডঃ ৯ম
  •      বেতন স্কেল 22000 – 53060/-
  •      শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় যন্ত্র প্রকৌশল বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণি

৭। পদের নামঃ উপসহকারী প্রকৌশলী (পুর)

  • পদের সংখ্যাঃ  ০৩ টি
  • বেতন গ্রেডঃ ৯ম
  • বেতন স্কেল 22000 – 53060/-
  • শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়  হতে পুর প্রকৌশল বিভাগে স্নাতক।

৮। পদের নামঃ সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)

  • পদের সংখ্যাঃ  ০৩ টি
  • বেতন গ্রেডঃ ৯ম
  • বেতন স্কেল 22000 – 53060/-
  • শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়  হতে বিদ্যুৎ প্রকৌশল বিভাগে স্নাতক।

৯। পদের নামঃ সহকারী এস্টেট অফিসার

  •     শূন্য পদের সংখ্যাঃ  ০২টি
  •     বেতন গ্রেডঃ ১০ম
  •     বেতন স্কেলঃ ১৬০০ – ৩৮৬৪০/-
  •     শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়  হতে স্নাতক সম্মানসহ এলএলবি ডিগ্রী

১০। পদের নামঃ উপ-সহকারী প্রকৌশলী (পুর)

  •     শূন্য পদের সংখ্যাঃ ৮টি
  •     বেতন গ্রেডঃ ১০ম
  •     বেতন স্কেলঃ ১৬০০ – ৩৮৬৪০/-
  •     শিক্ষাগত যোগ্যতাঃ কারিগরি ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে পুর প্রকৌশলে ডিপ্লোমা।

১১। পদের নামঃ  উপ-সহকারী প্রকৌশলী বিদ্যুৎ

  • শূন্য পদের সংখ্যাঃ ৮টি   
  • বেতন গ্রেডঃ ১০ম   
  • বেতন স্কেলঃ ১৬০০ – ৩৮৬৪০/-
  • শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে বিদ্যুৎ প্রকেশৗলে ডিপ্লোমা।

১২। পদের নামঃ উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)

  • শূন্য পদের সংখ্যাঃ  ০৫টি
  • বেতন গ্রেডঃ ১০ম   
  • বেতন স্কেলঃ ১৬০০ – ৩৮৬৪০/-
  • শিক্ষাগত যোগ্যতাঃ প্রতিষ্ঠান হতে যা যান্ত্রিক পাওয়ার প্রকেশৗলে ডিপ্লোমা।

১৩। পদের নামঃ  ড্রাফটসম্যান

  •     শূন্য পদের সংখ্যাঃ ০৫ টি
  •     শূন্য পদের সংখ্যাঃ ৮টি
  •     বেতন গ্রেডঃ ১০ম
  •     বেতন স্কেলঃ ১৬০০ – ৩৮৬৪০/-
  •     শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে পুরকেশৗলে ডিপ্লোমা।

শর্তাবলী 

  • প্রার্থীর বয়স সর্বোচ্চ 18 হতে 30 বছর হতে হবে
  • নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংশ্লিষ্ট বিধি বিধান অনুসরণ অনুসরণ করা হবে
  • নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসরণ করা হবে
  • আবেদনের শেষ তারিখ ০৭ অক্টোবর 2021

সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি

সর্বশেষ - বিদেশে চাকুরি