রবিবার , ৫ ডিসেম্বর ২০২১ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Jobs News
  2. TOP JOBS
  3. অনলাইন টিউটরিয়াল
  4. অপরাধ সংবাদ
  5. ইপিজেড নিয়োগ বিজ্ঞপ্তি
  6. গার্মেন্টস্ নিয়োগ বিজ্ঞপ্তি
  7. গুরুত্বপূর্ণ সংবাদ
  8. জাতীয় সংবাদ
  9. পরীক্ষার ফলাফল
  10. বিদেশে চাকুরি
  11. বিভাগীয় সংবাদ
  12. বেসরকারি চাকুরি
  13. ভাইরাল সংবাদ
  14. ভিডিও
  15. শিক্ষক কর্মচারী নিয়োগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশালকার নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিবেদক
বাংলা সার্কুলার
ডিসেম্বর ৫, ২০২১ ৭:৫৪ অপরাহ্ণ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শূন্য পদে নিয়োগের নিমিত্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকের নিকট থেকে নির্ধারিত ফরতে দরখাস্ত আহবান করেছে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আগামী ২১ ডিসেম্বর ২০২১ খ্রিঃ তারিখের মধ্যে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ অফিস চলাকালীন সময়ে পৌছাতে হবে। আবেদন করার পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে বুঝে তার আবেদন করুন।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি

আপনি অনলাইনে আবেদন প্রক্রিয়া, যে কোন বিজ্ঞপ্তি, নিয়োগ, খবর ইত্যাদী সম্পর্কে বুঝতে সমস্যা হলে নিচে আমাদের কমেন্ট বক্সে আপনার সমস্যার কথা উল্লেখ করতে পারেন। আমাদের টিম সার্বক্ষনিক আপনাকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় সরকারী চাকরীর সার্কুলারের মধ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ সার্কুলার অন্যতম। সরকারি চাকুরীর এডমিট কার্ড ডাউনলোড, পরীক্ষার তারিখ ও সময় আমাদের বাংলা সার্কুলারে পোস্ট করা হয়ে থাকে। আপনার প্রয়োজনীয় সরকারী চাকরী, বেসরকারী চাকরী, নতুন নিয়োগ, চাকরী সার্কুলার, চাকরীর বাজার, আজকের চাকরী, প্রশ্ন সাজেশান, ভর্তি, ইত্যাদী সকল সার্কুলার আমাদের সাইটে পড়ুন।

আরো নিয়োগ সার্কুলার দেখতে থাকুন আমাদের পেজে….

বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি

১। পদের নামঃ রেজিস্ট্রার

  • বেতনঃ গ্রেড-০৩, স্কেল ৫৬,৫০০-৭৪,৪০০
  • পদের সংখ্যাঃ ০১টি
  • শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে বাংলাদেশের অথবা বিদেশের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রীর অধিকারী হতে হবে।  স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি জিপিএ ২.৭৫ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি দ্বিতীয় বিভাগ জিপিএ ২.৭৫ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি পর্যায়ের যেকোনো একটি একটিতে প্রথম শ্রেণী ও  সমমানের গ্রেট প্রাপ্তদের এবং পিএইচডি ডিগ্রীধারীদের অগ্রাধিকার দেয়া হবে।
  • অভিজ্ঞতাঃ সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা/ প্রশাসন সংক্রান্ত কাজে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা। তন্মধ্যে সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে ডেপুটি রেজিস্ট্রার সমমর্যাদাসম্পন্ন পদে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ ক্ষেত্রে অভিজ্ঞতা শিথিল করা যেতে পারে।
  • বয়সঃ নূন্যতম ৪০ বছর।

২। পদের নামঃ গ্রন্থাগারিক

  • বেতনঃ গ্রেড-০৩, স্কেল ৫৬,৫০০-৭৪,৪০০
  • পদের সংখ্যাঃ ০১টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ প্রার্থীকে বাংলাদেশের অথবা বিদেশের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে লাইব্রেরী সাইন্স স্নাতকোত্তর ডিগ্রীর অধিকারী হতে হবে
  • অভিজ্ঞতাঃ কোন সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান/বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • বয়সঃ নূন্যতম ৪০ বছর।

৩। পদের নামঃ পরিচালক (হিসাব)

  • বেতনঃ গ্রেড-০৩, স্কেল ৫৬,৫০০-৭৪,৪০০
  • পদের সংখ্যাঃ ০১টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ প্রার্থীকে বাংলাদেশের অথবা বিদেশের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিবিএ সহ এমবিএ/3-৪  মেয়াদী বিকম অনার্স এমকম/পাস কোর্স বিকমসহ এমকম ডিগ্রির অধিকারী হতে হবে।
  • অভিজ্ঞতাঃ অর্থ হিসাব এবং সংশ্লিষ্ট অন্যান্য কাজে সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে/বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে 15 বছরের অভিজ্ঞতা থাকতে হবে তবে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি কম্পট্রোলার/ ডেপুটি ডাইরেক্টর /উপ-পরিচালক অর্থ ও হিসাব সমপর্যায়েল (হিসাব সংক্রান্ত) কমপক্ষে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে।
  • বয়সঃ নূন্যতম ৪০ বছর।

৪। পদের নামঃ পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস)

  • বেতনঃ গ্রেড-০৩, স্কেল ৫৬,৫০০-৭৪,৪০০
  • পদের সংখ্যাঃ ০১টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ প্রার্থীকে বাংলাদেশের অথবা বিদেশের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি/কৃষি অর্থনীতি/ ব্যবসা প্রশাসন/সমাজ বিজ্ঞান/ পরিসংখ্যান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রির অধিকারী হতে হবে।
  • অভিজ্ঞতাঃ প্রকল্প প্রণয়ন, পরিকল্পনা ও উন্নয়ন সংক্রান্ত কাজে সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে/বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তম্মধ্যে কোন বিশ্ববিদ্যালয়ে উপ-পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন হিসেবে কমপক্ষে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে।
  • বয়সঃ নূন্যতম ৪০ বছর।

৫। পদের নামঃ পরীক্ষা নিয়ন্ত্রক

  • বেতনঃ গ্রেড-০৩, স্কেল ৫৬,৫০০-৭৪,৪০০
  • পদের সংখ্যাঃ ০১টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ প্রার্থীকে বাংলাদেশের অথবা বিদেশের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অধিকারী হতে হবে।
  • অভিজ্ঞতাঃ কোন সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় পরীক্ষা সংক্রান্ত কাজে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা।
  • বয়সঃ নূন্যতম ৪০ বছর।

নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ সার্কুলার

৬। পদের নামঃ চীফ মেডিকেল অফিসার

  • বেতনঃ গ্রেড-০৫, স্কেল ৪৩,০০০-৬৯৮৫০
  • পদের সংখ্যাঃ ০১টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ এমবিবিএস ডিগ্রিসহ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রী/ ডিপ্লোমা থাকতে হবে। এফসিপিএস ডিগ্রীধারীদের অগ্রাধিকার দেয়া হবে। ইন্টার্নশিপ সম্পন্ন করার পর সরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় চিকিৎসক হিসেবে 14 বছরের অভিজ্ঞতা থাকতে হবে
  • অভিজ্ঞতাঃ ইন্টার্নশিপ সম্পন্ন করার পর সরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় চিকিৎসক হিসেবে 14 বছরের অভিজ্ঞতা থাকতে হবে

৭। পদের নামঃ ডেপুটি চীফ মেডিকেল অফিসার

  • বেতনঃ গ্রেড-০৫, স্কেল ৪৩,০০০-৬৯৮৫০
  • পদের সংখ্যাঃ ০১টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ এমবিবিএস ডিগ্রিসহ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রী/ ডিপ্লোমা থাকতে হবে। এফসিপিএস ডিগ্রীধারীদের অগ্রাধিকার দেয়া হবে। ইন্টার্নশিপ সম্পন্ন করার পর সরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় চিকিৎসক হিসেবে 14 বছরের অভিজ্ঞতা থাকতে হবে
  • অভিজ্ঞতাঃ ইন্টার্নশিপ সম্পন্ন করার পর সরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় চিকিৎসক হিসেবে 1০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে

৮। পদের নামঃ উপ-গ্রন্থাগারিক

  • বেতনঃ গ্রেড-০৫, স্কেল ৪৩,০০০-৬৯৮৫০
  • পদের সংখ্যাঃ ০১টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ লাইব্রেরী সায়েন্সে ৪ বছর মেয়াদী স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রী/লাইব্রেরী সায়েন্সে ৩ বছর মেয়াদী সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর/লাইব্রেরী সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রী।
  • অভিজ্ঞতাঃ কোন সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান/বিশ্ববিদ্যালয় লাইব্রেরীতে কর্মকর্তা হিসেবে কমপক্ষে 1০ বছরের অভিজ্ঞতা।

৯। পদের নামঃ সহকারী পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন)

  • বেতনঃ গ্রেড-০৭, স্কেল ২৯০০০-৬৩৪১০
  • পদের সংখ্যাঃ ০১টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ অর্থনীতি/ পরিসংখ্যান/ ব্যবসা প্রশাসনে ৪ বছরের সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী/ ৩ বছরের সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির অধিকারী হতে হবে।
  • অভিজ্ঞতাঃ সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে/বিশ্ববিদ্যালয়ে প্রকল্প প্রণয়/ পরিকল্পনা ও উন্নয়ন সংক্রান্ত কাজে কর্মকর্তা হিসেবে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

১০। পদের নামঃ সেকশন অফিসার

  • বেতনঃ গ্রেড-০৯, স্কেল ২২০০০-৫৩০৬০
  • মোট শূন্য পদঃ ০৪টি
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলঃ অব্যাহতি জনতি-০১টি, ব্যবসা প্রশাসন অনুষদ ০১টি, অব্যাহতি জনিত শূন্যপদ-০১টি, আইকিউএসি-০১টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ ৪ বছরের সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রী

১১। পদের নামঃ মেডিকেল অফিসার

  • বেতনঃ গ্রেড-০৯, স্কেল ২২০০০-৫৩০৬০
  • মোট শূন্য পদঃ ০৩টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ এমবিবিএস ডিগ্রী থাকতে হবে।

১২। পদের নামঃ পরিবহন কর্মকর্তা

  • বেতনঃ গ্রেড-০৯, স্কেল ২২০০০-৫৩০৬০
  • মোট শূন্য পদঃ ০১টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি।
  • অভিজ্ঞতাঃ সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে/বিশ্ববিদ্যালয়ে  উপ-সহকারী প্রকৌশলী /সমমানের পদে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

১৩। পদের নামঃ সহকারী প্রকৌশলী (সিভিল ০১টি, স্থাপত্য-০১টি, ইলেকট্রিক্যাল টেলিকমিউনিকেশন/মেকানিক্যাল-০১টি)

  • বেতনঃ গ্রেড-০৯, স্কেল ২২০০০-৫৩০৬০
  • মোট শূন্য পদঃ ০৩টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ সংশ্লিষ্ট বিষয়ে বিসিএসসি ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রী।
  • অভিজ্ঞতাঃ সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে/বিশ্ববিদ্যালয়ে  উপ-সহকারী প্রকৌশলী /সমমানের পদে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

১৪। পদের নামঃ সহকারী কম্পিউটার প্রোগ্রামার

  • বেতনঃ গ্রেড-০৯, স্কেল ২২০০০-৫৩০৬০
  • মোট শূন্য পদঃ ০২টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি।  ডিগ্রী।
  • অভিজ্ঞতাঃ এপ্লিকেশন ও ডিজাইন সংক্রান্ত কাজে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

১৫। পদের নামঃ ল্যাব ইন্সট্রাকটর

  • বেতনঃ গ্রেড-১০, স্কেল ১৬০০০-৩৮৬৪০
  • মোট শূন্য পদঃ ০১টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ ইলেক্ট্রিক্যাল ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং /কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে 4 বছরের ডিপ্লোমা ডিগ্রি

১৬। পদের নামঃ কম্পিউটার অপারেটর

  • বেতনঃ গ্রেড-১১, স্কেল ১২৫০০-৩০২৩০
  • মোট শূন্য পদঃ ২০টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ দ্বিতীয় শ্রেণির /জিপিএ-২.৭৫ সহ স্নাতক ডিগ্রি।  কম্পিউটার অপারেশনে সক্ষমতা ও সনদ আবশ্যক।
  • অভিজ্ঞতাঃ বাংলায় প্রতি মিনিটে বাংলায় ২৫টি এবং ইংরেজিতে ৩০টি শব্দ কম্পিউটার কম্পোজ করার দক্ষতা থাকতে হবে।
  • এপ্লিকেশন ও ডিজাইন সংক্রান্ত কাজে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

১৭। পদের নামঃ ল্যাব টেকনিশিয়ান (ফুড টেকনোলজি ০১টি, এনভয়রনমেন্টাল সায়েন্স ০২টি, বায়োটেকনোলজি ০২টি, মাইক্রোবায়োলজি-০১টি)

  • বেতনঃ গ্রেড-১১, স্কেল ১২৫০০-৩০২৩০
  • মোট শূন্য পদঃ ০৬টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ
  • ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স বিভাগের ল্যাব টেকনিশিয়ান পদের যোগ্যতা ও অভিজ্ঞতা কমপক্ষে পাঁচ বছরের বিএসসি পাস।
  • এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের ইলেকট্রিশিয়ান পদে কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা সহ এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি অথবা মাইক্রোবায়োলজিতে বিএসসি পাস।
  • বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ল্যাব টেকনিশিয়ান পদের যোগ্যতা বিএসসি পাস
  • মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাব টেকনিশিয়ান পদের যোগ্যতা বিএসসি পাস কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা।

১৮। পদের নামঃ স্টোর কিপার

  • বেতনঃ গ্রেড-১১, স্কেল ১২৫০০-৩০২৩০
  • মোট শূন্য পদঃ ০১টি (আবদুল মালেক উকিল হল)
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক ডিগ্রি
  • অভিজ্ঞতাঃ সংশ্লিষ্ট কাজে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

১৯। পদের নামঃ ফোরম্যান

  • বেতনঃ গ্রেড-১১, স্কেল ১২৫০০-৩০২৩০
  • মোট শূন্য পদঃ ০১টি (পরিবহন পুল রেজিস্ট্রার দপ্তর)
  • শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি পাশ
  • অভিজ্ঞতাঃ সংশ্লিষ্ট কাজে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

২০। পদের নামঃ মেশন

  • বেতনঃ গ্রেড-১৭, স্কেল ৯০০০-২১৮০০
  • মোট শূন্য পদঃ ০২টি  (প্রকৌশল শাখা)
  • শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি পাশ
  • অভিজ্ঞতাঃ সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

২১। পদের নামঃ কার্পেন্টার

  • বেতনঃ গ্রেড-১৭, স্কেল ৯০০০-২১৮০০
  • মোট শূন্য পদঃ ০২টি  (প্রকৌশল শাখা)
  • শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি পাশ
  • অভিজ্ঞতাঃ সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

২২। পদের নামঃ জেনারেটর অপারেটর

  • বেতনঃ গ্রেড-১৮, স্কেল ৮৮০০-২০২৯০
  • মোট শূন্য পদঃ ০২টি  (প্রকৌশল শাখা)
  • শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি পাশ
  • অভিজ্ঞতাঃ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

২৩। পদের নামঃ লাইনম্যান

  • বেতনঃ গ্রেড-১৮, স্কেল ৮৮০০-২০২৯০
  • মোট শূন্য পদঃ ০১টি  (প্রকৌশল শাখা)
  • শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেণি, সরকার অনুমোদিত ট্রেড কোর্স সাটিফিকেট থাকতে হবে।
  • অভিজ্ঞতাঃ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

২৪। পদের নামঃ অফিস সহকারী কাম-কম্পিউটার টাইপিস্ট

  • বেতনঃ গ্রেড-১৬, স্কেল ৯৩০০-২২৪৯০
  • মোট শূন্য পদঃ ০৪টি 
  • শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি পাশ
  • অভিজ্ঞতাঃ বাংলায় ২০ ইংরেজী ২৫ শব্দ কম্পিউটার কম্পোজে দক্ষতা থাকতে হবে।

২৫। পদের নামঃ ল্যাব এটেনডেন্ট

  • বেতনঃ গ্রেড-১৮, স্কেল ৮৮০০-২০২৯০
  • মোট শূন্য পদঃ ০৪টি  (প্রকৌশল শাখা)
  • শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি বিজ্ঞান বিভাগে পাশ

২৬। পদের নামঃ ডকুমেন্টারী সহকারী

  • বেতনঃ গ্রেড-১৬, স্কেল ৯৩০০-২২৪৯০
  • মোট শূন্য পদঃ ০১টি 
  • শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি পাশ, লাইব্রেরী সায়েন্সে সার্টিফিকেট কোর্স

২৭। পদের নামঃ বুক সার্টার

  • বেতনঃ গ্রেড-১৭, স্কেল ৯০০০-২১৮০০
  • মোট শূন্য পদঃ ০১টি 
  • শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি পাশ
  • অভিজ্ঞতাঃ সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা

২৮। পদের নামঃ বুক বাইন্ডার

  • বেতনঃ গ্রেড-২০, স্কেল ৮২৫০-২০০১০
  • মোট শূন্য পদঃ ১টি 
  • শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেণি পাশ
  • অভিজ্ঞতাঃ সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা

২৯। পদের নামঃ লাইব্রেরী সহকারী

  • বেতনঃ গ্রেড-১৬, স্কেল ৯৩০০-২২৪৯০
  • মোট শূন্য পদঃ ০১টি 
  • শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি পাশ, লাইব্রেরী সায়েন্সে সার্টিফিকেট কোর্স
  • অভিজ্ঞতাঃ সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা

৩০। পদের নামঃ বাবুর্চি

  • বেতনঃ গ্রেড-১৮, স্কেল ৮৮০০-২০২৯০
  • মোট শূন্য পদঃ ০৩টি 
  • শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেণি পাশ

৩১। পদের নামঃ পরিচ্ছন্নতা কর্মী

  • বেতনঃ গ্রেড-২০, স্কেল ৮২৫০-২০০১০
  • মোট শূন্য পদঃ ০৮টি 
  • শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেণি পাশ

৩২। পদের নামঃ মালি (গার্ডেনার)

  • বেতনঃ গ্রেড-২০, স্কেল ৮২৫০-২০০১০
  • মোট শূন্য পদঃ ০২টি 
  • শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেণি পাশ

আইসিটি সেলঃ

০১। পদের নামঃ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার

  • বেতনঃ গ্রেড-০৬, স্কেল ৩৫৫০০-৬৭০১০
  • পদের সংখ্যাঃ ০১টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ  ৪ বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং অনার্স কম্পিউটার সায়েন্স।
  • অভিজ্ঞতাঃ কোন সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান/বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কাজে ০৪ বছরের অভিজ্ঞতা।

০২। পদের নামঃ সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার

  • বেতনঃ গ্রেড-০৯, স্কেল ২২০০০-৫৩০৬০
  • পদের সংখ্যাঃ ০১টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ  ৪ বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং অনার্স কম্পিউটার সায়েন্স।
  • অভিজ্ঞতাঃ কোন সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান/বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কাজে ০৩ বছরের অভিজ্ঞতা।

০৩। পদের নামঃ সহকারী হার্ডওয়ার ইঞ্জিনিয়ার

  • বেতনঃ গ্রেড-০৯, স্কেল ২২০০০-৫৩০৬০
  • পদের সংখ্যাঃ ০১টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ  ৪ বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং অনার্স কম্পিউটার সায়েন্স।
  • অভিজ্ঞতাঃ সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

০৪। পদের নামঃ নেটওয়ার্ক/ টেকনিশিয়ান/ হার্ডওয়ার টেকনিশিয়ান

  • বেতনঃ গ্রেড-১৩, স্কেল ১১০০০-২৫৬৯০
  • পদের সংখ্যাঃ ০২টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ  এইচএসসি পাস, বেসিক কম্পিউটার জানা থাকতে হবে।
  • অভিজ্ঞতাঃ সংশ্লিষ্ট কাজের ২-৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

০৫। পদের নামঃ ডাটা এন্ট্রি অপারেটর

  • বেতনঃ গ্রেড-১৩, স্কেল ১১০০০-২৫৬৯০
  • পদের সংখ্যাঃ ০২টি
  • শিক্ষাগত যোগ্যতাঃ  এইচএসসি পাস, বেসিক কম্পিউটার জানা থাকতে হবে।
  • অভিজ্ঞতাঃ সংশ্লিষ্ট কাজের ২-৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

নির্দেশাবলীঃ

  • উপরোক্ত কর্মকর্তা ও কর্মচারী পদে আগামী ২১ ডিসেম্বর ২০২১ এর মধ্যে (অফিস চলাকালীন সময়) নিম্নস্বা‣রকারী বরাবর কর্মকর্তা (৩য় গ্রেড হতে ১০তম গ্রেড পর্যন্ত) পদে আবেদনকারীদেরকে ৭ সেট এবং কর্মচারী (১১তম গ্রেড হতে ২০তম গ্রেড) পদে আবেদনকারীদেরকে ৬ সেট আবেদন (জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজ ২ কপি ছবি এবং যোগ্যতা ও অভিজ্ঞতার সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপিসহ) অ৪ সাইজ খামে জমা দিতে হবে। উক্ত তারিখের পর কোন আবেদন গ্রহণ করা হবে না। * প্রত্যেক প্রার্থীকে খামের উপর তাঁর নাম-ঠিকানা ও প্রার্থিত পদের নাম স্পষ্টা‣রে লিখতে হবে।
  • কোন পদে নিয়োগ পেতে ইচ্ছুক ব্যক্তির বয়স উক্ত পদে নিয়োগদানের জন্য প্রচারিত বিজ্ঞপ্তিতে বর্ণিত বয়স সীমার মধ্যে হতে হবে। * অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে শর্ত শিথিল করা যেতে পারে। * নোবিপ্রবি/রেজি/সং-শা/কনি/১০০/২০১৯/৩৩৬৩, তারিখ: ১৯ ফেব্রæয়ারি ২০১৯ (পত্রিকায় প্রকাশের তারিখ: ২০ ফেব্রæয়ারি ২০১৯) স্মারকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে যারা যে পদে আবেদন করেছেন, তাদেরকে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। * কর্মকর্তা ও কর্মচারী পদে আগ্রহী প্রার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nstu.edu.bd) থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে আবেদন করতে হবে।
  • চাকরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। * সরকারী বিধি মোতাবেক মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণ করা হবে। * অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। আবেদনকারীদেরকে নোবিপ্রবি আয় হিসাব নম্বর ০২০০০০৫৩২৬৫৮৪, অগ্রণী ব্যাংক লিমিটেড, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা এর বিপরীতে (অফেরতযোগ্য) গ্রেড-৩য় হতে গ্রেড-৫ম পদের জন্য ১২০০.০০ (এক হাজার দুইশত) টাকা, গ্রেড-৬ষ্ঠ হতে গ্রেড-১০ম পদের জন্য ৮০০.০০ (আটশত) টাকা, গ্রেড-১১তম হতে গ্রেড-১৬তম পদের জন্য ৫০০.০০ (পাঁচশত) টাকা এবং গ্রেড-১৭তম হতে গ্রেড-২০তম পদের জন্য ৩০০.০০ (তিনশত) টাকা অনলাইনে জমা প্রদান পূর্বক মূল রশিদ আবেদনের সাথে সংযুক্ত করে রশিদের ক্রমিক নম্বর আবেদনে উল্লেখ করতে হবে।
  • আবেদন গ্রহণ বা বাতিল বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। আবেদনকারীদেরকে অবশ্যই আবেদন পত্রে তার শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেট ও ডিগ্রি উল্লেখ করেছেন। এরূপ কোন তথ্য গোপন করলে বা উল্লেখ না করে ভবিষ্যতে তার পরীক্ষা পাশের সার্টিফিকেট নথিতে সংযুক্ত করা হবে না এবং প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পদোন্নয়ন নীতিমালায় বর্ণিত সুবিধা প্রদান করা হবে না।
  • নিয়োগের ক্ষেত্র্রে ৩য় শ্রেণী গ্রহণযোগ্য নহে। * লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্যে প্রার্থীকে কোন টিএ/ডিএ প্রদান করা হবে না। * বর্ণিত পদে নিয়োগের ক্ষেত্রে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিধি এবং প্রযোজ্য অন্যান্য সরকারী নিয়ম ও আনুষ্ঠানিকতা অনুসরণ করা হবে।

সর্বশেষ - বিদেশে চাকুরি