সোমবার , ১৯ সেপ্টেম্বর ২০২২ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Jobs News
  2. TOP JOBS
  3. অনলাইন টিউটরিয়াল
  4. অপরাধ সংবাদ
  5. ইপিজেড নিয়োগ বিজ্ঞপ্তি
  6. গার্মেন্টস্ নিয়োগ বিজ্ঞপ্তি
  7. গুরুত্বপূর্ণ সংবাদ
  8. জাতীয় সংবাদ
  9. পরীক্ষার ফলাফল
  10. বিদেশে চাকুরি
  11. বিভাগীয় সংবাদ
  12. বেসরকারি চাকুরি
  13. ভাইরাল সংবাদ
  14. ভিডিও
  15. শিক্ষক কর্মচারী নিয়োগ

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

প্রতিবেদক
বাংলা সার্কুলার
সেপ্টেম্বর ১৯, ২০২২ ৭:০৪ পূর্বাহ্ণ
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি

 সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি তাদের নিজস্ব ওয়েব সাইটে প্রকাশ করেছে বাংলাদেশ আর্মি। তাদের নিজস্ব ওয়েব সাইটে বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন যে কেহ।

৯০ তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স

বিশ্বের সেরা শান্তি বাহিনী হিসেবে খ্যাত বাংলাদেশ সেনাবাহিনীর সুশৃঙ্খল, দক্ষ ও কর্মঠ সদস্যগণ দেশের প্রতিরক্ষা বিভাগে সদা সর্বদা নিরাপত্তায় নিয়োজিত। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নিরাপত্তা বিধানসহ অন্যান্য বাহিনীর সাথে আইন-শৃঙ্খলা রক্ষা ও দেশের দূর্যোগ মুহুর্তে এ বাহিনীর সুনাম মেলা ভারী।  

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি

শিক্ষাগত যোগ্যতা:

(১) জাতীয় মাধ্যম: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় যে কোন একটিতে জিপিএ ৫.০০ ও অন্যটিতে জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ।

(২) ইংরেজী মাধ্যম: ‌‌‌‌‌‌‌‌‌‌ও‌ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে এ গ্রেড, ৩টিতে বি গ্রেড এবং এ লেভেলে ২ টি বিষয়েই ন্যুনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ। অথবা, ‌‌‌‌‌‌‌‌‌‌ও‌ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ২টিতে এ গ্রেড, ৩টিতে বি গ্রেড ও ১টিতে সি গ্রেড এবং এ লেভেলে ২ টি বিষয়েই ১টিতে এ গ্রেড ও ১টিতে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ।

(৩) সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য‍: এইচএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যুনতম জিপিএ ৪.০০ পেয়ে উত্তীর্ণ।

(৪) ২০২২ সালের নিয়মিত এইচএসসি/এ লেভেল পরীক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া: বিশেষভাবে উল্লেখ্য, ২০২২ সালের নিয়মিত এইচএসসি/এ লেভেল পরীক্ষার্থীগণও আবেদন করতে পারবেন। তবে সে ক্ষেত্রে এসএসসি (SSC)-তে অবশ্যই জিপিএ-৫/ও লেভেল পরীক্ষায় ‌‌‌‌‌ ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে এ গ্রেড, ৩টিতে বি গ্রেড/সমমান ফলাফল থাকতে হবে। তবে, বিএমএ যোগদানের পূর্বে ফলাফল প্রকাশিত হতে হবে এবং ফলাফল ব্যতীত কোন প্রার্থী বিএমএ-তে যোগদান করতে পারবে না।

বয়সঃ ০১লা জুলাই ২০২৩ তারিখে ১৭ থেকে ২১ বছর।

শারীরিক যোগ্যতা (ন্যূনতম):

  • পুরুষ প্রার্থীর উচ্চতাঃ কমপক্ষে ৫ফুট ৬ইঞ্চি
  • বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্যঃ ৫ফুট ৪ ইঞ্চি
  • ওজনঃ কমপক্ষে ৪৯.৯০ কেজি
  • বুকের মাপঃ স্বাভাবিক-৩০ ইঞ্চি, প্রসারণ-৩২ ইঞ্চি
  • নারী প্রার্থীর উচ্চতাঃ কমপক্ষে ৫ফুট ৩ ইঞ্চি
  • বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্যঃ ৫ফুট ১ ইঞ্চি
  • ওজনঃ কমপক্ষে ৪৭ কেজি
  • বুকের মাপঃ স্বাভাবিক-২৮ ইঞ্চি, প্রসারণ-৩০ ইঞ্চি
  • পুরুষ ও নারী উভয়ের সাঁতার জানা থাকতে হবে।

অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়মাবলীঃ

  •  ভর্তিচ্ছুক প্রার্থীকে প্রথমে টেলিটক প্রিপেইড সিম এর মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে ভর্তির জন্য নিম্নবর্ণিত বিজ্ঞপ্তি ভাল করে পড়ুন এবং এসএমএস এ তথ্য প্রেরণ করুন।
  •  
  • এসএমএস কেনার পর প্রার্থীকে টেলিটক কর্তৃক একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করা হবে।  উক্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দ্বারা এ লগইন করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।  আবেদনের ক্ষেত্রে প্রার্থীর ৩০০x৩০০ Pixel  দৈর্ঘ্য প্রস্থ  রঙিন ছবি আপলোড করতে হবে। 

ভর্তির সময় সঙ্গে যা আনতে হবেঃ

  • শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র/ মার্কশিট,  পটি হলে সত্যায়িত হতে হবে,  তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে।
  • সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা এবং জন্মতারিখ সম্বলিত মূল প্রশংসা পত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র।
  • টেকনিকেল প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্স যোগ্যতা অর্জনের স্বপক্ষে সনদ পত্রের মূল কপি
  • অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে।
  • সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি।
  • নিয়ে জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি ( যদি থাকে)
  • পিতা ও মাতা  এর জাতীয় পরিচয় পত্র  সত্যায়িত ফটোকপি
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৬ কপি এবং স্টাম্প সাইজের 2 কপি সত্যায়িত ছবি
  • সাঁতার পরীক্ষা দেয়ার জন্য প্রয়োজনীয় পোশাক ( সাঁতারের নির্ধারিত দিনে)

আবেদন প্রক্রিয়া: 

আগ্রহী প্রার্থীরা আগামী ১২ আগস্ট ২০২২ তারিখ থেকে অনলাইনে আবেদন করতে পারবে। আবেদনের সময়সীমা ০৭ অক্টোবর ২০২২ তারিখ পর্য্ন্ত। এ সময় সীমার মধ্যে অনলাইনে এ বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইট নিচের লিংকে ক্লিক করে আবেদন করতে পারবেন।

অনলাইনে আবেদন করতে নিচে Apply Now তে ক্লিক করুন।

সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি

সর্বশেষ - বিদেশে চাকুরি