শুক্রবার , ১৭ সেপ্টেম্বর ২০২১ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Jobs News
  2. TOP JOBS
  3. অনলাইন টিউটরিয়াল
  4. অপরাধ সংবাদ
  5. ইপিজেড নিয়োগ বিজ্ঞপ্তি
  6. গার্মেন্টস্ নিয়োগ বিজ্ঞপ্তি
  7. গুরুত্বপূর্ণ সংবাদ
  8. জাতীয় সংবাদ
  9. পরীক্ষার ফলাফল
  10. বিদেশে চাকুরি
  11. বিভাগীয় সংবাদ
  12. বেসরকারি চাকুরি
  13. ভাইরাল সংবাদ
  14. ভিডিও
  15. শিক্ষক কর্মচারী নিয়োগ

বুয়েট একাধিক শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি BUET Job Circular

প্রতিবেদক
বাংলা সার্কুলার
সেপ্টেম্বর ১৭, ২০২১ ৩:১৪ পূর্বাহ্ণ
bmet job circular 2021,

বুয়েট BUET শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি-২০২১ প্রকাশ

বুয়েট আবশ্যক নিয়োগ সার্কুলার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিম্ন বর্ণিত শূন্য পদসমূহ পূরণের নিমিত্তে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে এই বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদনপত্র আহবান করা যাচ্ছে:

বুয়েট নিয়োগ, বুয়েট জব সার্কুলার, বুয়েটে চাকুরি, বুয়েট আবশ্যক নিয়োগ, বুয়েট জরুরী নিয়োগ,

সপ্তাহের সেরা চাকুরি

বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, পরিবার পরিকল্পনা কার্যালয়, ব্যাংকের চাকুরি জন্য এ সপ্তাহের সেরা চাকুরি বিভাগে যেতে পারেন। আপনার কাঙ্খিত সেরা সরকারি চাকুরি আবেদন করার জন্য আমাদের সরকারি চাকুরি বিভাগে যেতে পারেন।

১। ছাত্রকল্যাণ পরিদপ্তর

  • চীফ মেডিকেল অফিসার (মেডিকেল সেন্টার)-এর ১টি স্থায়ী পদ, বেতন স্কেল: ৫৬৫০০-৭৪৪০০/-
  • ফিজিক্যাল ইন্সট্রাক্টর (শারীরিক শিক্ষা বিভাগ)-এর ১টি স্থায়ী পদ, বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-
  • ইমাম (ড.এম.এ.রশীদ হল)-এর ১টি স্থায়ী পদ, বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-

২। রেজিস্ট্রার অফিস

  • ডেপুটি রেজিস্ট্রার-এর ১টি স্থায়ী পদ, বেতন স্কেল: ৪৩০০০-৬৯৮৫০/-
  • লিগ্যাল এডভাইজার/সহকারী রেজিস্ট্রার-এর ১টি স্থায়ী পদ, বেতন স্কেল: ২৯০০০-৬৩৪১০/-
  • ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অফিসার-এর ১টি স্থায়ী পদ, বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-

৩। আই.টি.এন সেন্টার

  • রিসার্চ অফিসার (টেকনিক্যাল/রিসার্চ)-এর ১টি স্থায়ী পদ, বেতন স্কেল: ৪৩০০০-৬৯৮৫০/-
  • রিসার্চ অফিসার-এর ১টি স্থায়ী পদ, বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-

৪। কেমিকৌশল বিভাগ

  • এক্সপেরিমেন্টাল ইঞ্জিনিয়ার-এর ১টি স্থায়ী পদ, বেতন স্কেল: ২৯০০০-৬৩৪১০/-।

৫। গ্লাস এন্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগ

  • এক্সপেরিমেন্টাল ইঞ্জিনিয়ার-এর ১টি স্থায়ী পদ,  বেতন স্কেল: ২৯০০০-৬৩৪১০/-।

৬। কেন্দ্রীয় লাইব্রেরি

  • প্রোগ্রামার-এর ১ টি স্থায়ী পদ,  বেতন স্কেল: ৩৫৫০০-৬৭০১০/-।

৭। দুর্ঘটনা রিসার্চ ইনস্টিটিউট

  • প্রোগ্রামার-এর ১ টি স্থায়ী পদ,  বেতন স্কেল : ৩৫৫০০-৬৭০১০/-
  • সহকারী প্রোগ্রামার-এর ১ টি স্থায়ী পদ,  বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০/-

৮। ভাইস চ্যান্সেলর অফিস

  • সহকারী রেজিস্ট্রার (কো-অর্ডিনেশন)-এর ১টি স্থায়ী পদ,  বেতন স্কেল: ২৯০০০-৬৩৪১০/-

৯। পরিকল্পনা ও উন্নয়ন পরিদপ্তর

  • সহকারী পরিচালক (পরিকল্পনা)-এর ১ টি স্থায়ী পদ,  বেতন স্কেল: ২৯০০০-৬৩৪১০/-

১০। যন্ত্রকৌশল বিভাগ

  • ইন্সট্রাক্টর ইন ড্রাফটিং (এম.ই)-এর ১টি স্থায়ী পদ, বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-

১১। প্রকৌশল অফিস

  • প্রশাসনিক অফিসার-এর ১টি স্থায়ী পদ, বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০/-

১২। বুয়েট-জিডপাস

  • সহকারী প্রোগ্রামার-এর ১ টি স্থায়ী পদ, বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০/-

১৩। ডিএইআরএস অফিস

  • প্রশাসনিক অফিসার-এর ১টি স্থায়ী পদ, বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-
  • সহকারী ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার-এর ২টি স্থায়ী পদ, বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-

১৪। তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ

  • সহকারী টেকনিক্যাল অফিসার-এর ১টি স্থায়ী পদ, বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০/-

১৫। পানি সম্পদ কৌশল বিভাগ

  • সহকারী টেকনিক্যাল অফিসার (ড্রাফটিং)-এর ১টি স্থায়ী পদ, বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০/-

উল্লিখিত পদসমূহের আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ০৫/১০/২০২১

সকল পদের জন্য প্রযোজ্য:

এই বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত (REG-২) ফরমে সকল অতীত ও বর্তমান চাকরির পদমর্যাদা, বেতন স্কেল ও যোগদানের তারিখ উল্লেখ পূর্বক ১২ সেট আবেদনপত্র রেজিস্ট্রার-এর বরাবরে জমা দিতে হবে। তন্মধ্যে ১ সেটের সাথে ৩ কপি সত্যায়িত ছবি এবং কম্পট্রোলার BUET-এর অনুক‚লে প্রদেয় ৩য় ও ৫ম (বেতন স্কেল :৫৬৫০০-৭৪৪০০/- ও :৪৩০০০-৬৯৮৫০/-) গ্রেড পদে আবেদনের জন্য :১,০০০/-(এক হাজার) টাকা

এবং অন্যান্য গ্রেড পদে আবেদনের ক্ষেত্রে :৭৫০/-(সাতশত পঞ্চাশ) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার অথবা কম্পট্রোলার অফিস কর্তৃক প্রদত্ত নির্ধারিত জমা রশিদের মাধ্যমে সোনালী ব্যাংক বুয়েট শাখায় নগদ টাকা জমা প্রদান পূর্বক, টাকার রশিদ সংযুক্ত করত:

প্রত্যেক সেটের সাথে আবেদনপত্র/ Forwarding Latter-সহ সকল সার্টিফিকেট, টেস্টিমোনিয়েল, ট্রান্সক্রিপ্ট/মার্কশীট, অভিজ্ঞতার সনদ এবং NID-এর সত্যায়িত কপি (সকল কাগজপত্র বাঁধাইকৃত সেট) সংযুক্ত করতে হবে।

অসম্পূর্ণ, ভুল তথ্যসম্বলিত এবং ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রার্থীর শিক্ষাজীবনের কোন পরীক্ষায় তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়।

বিস্তারিত জানার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট regoffice.buet.ac.bd এ ভিজিট করুন।

বুয়েট নিয়োগ সার্কুলার

সর্বশেষ - বিদেশে চাকুরি