শুক্রবার , ১১ জুন ২০২১ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Jobs News
  2. TOP JOBS
  3. অনলাইন টিউটরিয়াল
  4. অপরাধ সংবাদ
  5. ইপিজেড নিয়োগ বিজ্ঞপ্তি
  6. গার্মেন্টস্ নিয়োগ বিজ্ঞপ্তি
  7. গুরুত্বপূর্ণ সংবাদ
  8. জাতীয় সংবাদ
  9. পরীক্ষার ফলাফল
  10. বিদেশে চাকুরি
  11. বিভাগীয় সংবাদ
  12. বেসরকারি চাকুরি
  13. ভাইরাল সংবাদ
  14. ভিডিও
  15. শিক্ষক কর্মচারী নিয়োগ

বেসরকারী চাকরী: ব্যুরো বাংলাদেশ

প্রতিবেদক
বাংলা সার্কুলার
জুন ১১, ২০২১ ৭:৫২ পূর্বাহ্ণ

সুপ্রতিষ্ঠিত বেসরকারী উন্নয়ন সংস্থ্যা ব্যুরো টাঙ্গাইল, সিরাজগঞ্জ, জামালপুর ও ময়মনসিংহ জেলায় গ্রামীন জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা উন্নয়নে “মৌলিক স্বাস্থ্য শিক্ষা কর্মসূচি” বাস্তবায়নে কাজ করছে।

সরকারী ও বেসরকারী চাকরী

প্রকল্পের আওতায় স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য শিক্ষা প্রদানসহ টেলিমেডিসিন সেবা প্রদানের উদ্দেশ্যে প্রকল্পভূক্ত জেলা সমুহের বিভিন্ন শাখায় এবং আঞ্চলিক কার্যালয়ে নিম্নোক্ত পদসমূহে জরুরীভিত্তিতে লোক নিয়োগ করা হবে।

কর্মস্থল: টাঙ্গাইল জেলায় বুরো বাংলাদেশের যে কোনো শাখা কার্যালয়ে অবস্থিত কমিউনিটি হেলথ কেয়ার সেন্টার

পদ, বেতন, যোগ্যতা ও অভজ্ঞতার বিস্তারিত

পদের নামপদের সংখ্যাবেতন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
মেডিকেল এসিসটেন্ট০৩টি১৫০০০/- টাকা
কোম্পানীর অন্যান্য সুবিধা ও অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন।
সরকারি/বেসরকারি (MATS) থেকে Diploma in Medical Faculty (DMF) সনদধারী এবং বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি থেকে রেজিষ্ট্রেশন প্রাপ্ত।
অভিজ্ঞতা: ২-৩ বছরৈর
হেল সুপারভাইজার০৭টি১৫০০০/- টাকা
কোম্পানীর অন্যান্য সুবিধা ও অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন।
সরকারি/বেসরকারি (MATS) থেকে Diploma in Medical Faculty (DMF) সনদধারী এবং বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি থেকে রেজিষ্ট্রেশন প্রাপ্ত।
অভিজ্ঞতা: ২-৩ বছরৈর
হেলথ ট্রেইনার০৬টি৪০০০০/- টাকা
কোম্পানীর অন্যান্য সুবিধা ও অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন।
সরকার অনুমোদিত যেকোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সনদধারী।
৩-৫ বছরের অভিজ্ঞতা

প্রয়োজনীয় তথ্যাবলীঃ

  • বয়স সর্বোচ্চ ৩৫ বছর
  • স্বাস্থ্যসেবা বিষয়ক কর্মসূচিতে কমপক্ষে ২-৩ বছরের কাজের অভিজ্ঞতা
  • টেলিমেডিসিন সেবা, রোগী ব্যবস্থাপনা, রোগ নির্ণয় ও কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ হতে হবে
  • প্রত্যন্ত এলাকায় অবস্থান করে কাজ করতে হবে
  • টাঙ্গাইল জেলার স্থায়ী বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়া হবে
  • অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। বাস্তব অভিজ্ঞতাবিহীন প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই

আবেদন শুরুর তারিখ: ০৯ জুন ২০২১

আবেদনের শেষ তারিখ ২৪ জুন ২০২১

আবেদন প্রক্রিয়াঃ

আবেদনকারীর জীবন বৃত্তান্ত পদের নাম উল্লেখ পূর্বক job@burobd.org মেইলে পাঠানোর জন্য অনুরোধ করা হল।

সর্বশেষ - বিদেশে চাকুরি