বুধবার , ৫ জানুয়ারি ২০২২ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
  1. Jobs News
  2. TOP JOBS
  3. অনলাইন টিউটরিয়াল
  4. অপরাধ সংবাদ
  5. ইপিজেড নিয়োগ বিজ্ঞপ্তি
  6. গার্মেন্টস্ নিয়োগ বিজ্ঞপ্তি
  7. গুরুত্বপূর্ণ সংবাদ
  8. জাতীয় সংবাদ
  9. পরীক্ষার ফলাফল
  10. বিদেশে চাকুরি
  11. বিভাগীয় সংবাদ
  12. বেসরকারি চাকুরি
  13. ভাইরাল সংবাদ
  14. ভিডিও
  15. শিক্ষক কর্মচারী নিয়োগ

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

প্রতিবেদক
বাংলা সার্কুলার
জানুয়ারি ৫, ২০২২ ১২:২৭ অপরাহ্ণ
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

সরকারি বিশ্ববিদ্যালয় নিয়োগ

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে শিক্ষকের স্থায়ী শূন্য পদ সমূহে বিধি মোতাবেক প্রদেয় অন্যান্য ভাতাদিসহ নির্ধারিত বেতন স্কেলে নিয়োগের লক্ষ্যে যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

সরকারি নিয়োগ কার্যালয়ের নাম: শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

আমরা বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের  ওয়েবসাইট থেকে থেকে সদ্য প্রকাশিত নিয়োগ  সার্কুলার থেকে তথ্য সংগ্রহ করে থাকি। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর নিয়োগ তথ্যাবলী সংগ্রহ করেছি। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ, আবেদনের শেষ তারিখ, কর্তৃপক্ষের ওয়েবসাইট ও কার্যালয়ের ঠিকানা। প্রকাশিত চাকুরির গুণমান এবং বিজ্ঞপ্তির সহ আমাদের সাইটে প্রকাশ করি।

সদ্য প্রকাশিত সকল নিয়োগ সার্কুলার দেখুন…..

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

এখানে আপনি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় নিয়োগকৃত পদের সাথে সম্পর্কিত সকল তথ্য পাবেন। কীভাবে আবেদন করবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্যও রয়েছে। আপনি যদি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় চাকুরির বিজ্ঞপ্তির সাথে সম্পর্কিত আরও চাকুরির বিজ্ঞপ্তি দেখতে চান তবে আপনি আমাদের বাংলা সার্কুলারের সরকারি ও বেসরকারি চাকরি বিভাগে যেতে পারেন।

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এর স্থায়ী শূন্য পদ সমূহে বিধি মোতাবেক প্রদেয় অন্যান্য ভাতাদি সহ নির্ধারিত বেতন স্কেলে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী নিয়োগের লক্ষ্যে যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে

কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিস্তারিত

পদের নামঃ অধ্যাপক

  • বিভাগঃ এনিমেল প্রোডাকশন এন্ড ম্যানেজমেন্ট
  • শূন্যপদের সংখ্যাঃ ০১টি
  • বেতন স্কেলঃ ৫৬,৫০০-৭৪,৫০০/-

পদের নামঃ সহযোগী অধ্যাপক

  • বিভাগ ও শূন্য পদঃ এনিমেল নিউট্রিশন, জেনিটিক্স এবং ব্রিডিং ০১জন
  • ফার্মাকোলজি এন্ড টক্সিকোলজি-০১জন
  • সার্জারি এন্ড থেরিওজেনোলজি-০১ জন

পদের নামঃ সহকারী অধ্যাপক

বেতনস্কেল-৩৫,৫০০-৬৭,০১০/-

বিভাগ ও শূন্য পদ সমূহঃ

  • কৃষি প্রকৌশল বিভাগ ০১ জন  
  • কৃষি অর্থনীতি বিভাগ ০৩ জন  
  • এগ্রিবিজনেস এন্ড মার্কেটিং বিভাগ ০৪ জন
  • কৃষি পরিসংখ্যান বিভাগ ০২ জন  
  • ডেভেলপমেন্ট এন্ড পোভার্টি স্টাডিজ বিভাগ ০১ জন
  • ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্স বিভাগ ০১ জন
  • পৌলট্রি সাইন্স বিভাগ ০১ জন
  • ডেইরি সাইন্স বিভাগ ০২ জন
  • এনিমেল নিউট্রিশন জেনেটিক্স এন্ড ব্রিডিং বিভাগ ০২ জন
  • এ্যানাটমী হিস্টলজি এন্ড ফিজিওলজি বিভাগ ০৩ জন
  • মাইক্রোবায়োলজি এন্ড প্যারাসাইটোলজি বিভাগ ০২ জন
  • ফার্মাকোলজি এন্ড টক্সিকোলজি বিভাগ ০১ জন
  • মেডিসিন এন্ড পাবলিক হেলথ বিভাগ ০২ জন
  • সার্জারি এন্ড থেরিউলজি বিভাগ ০২
  • ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগ ০১ জন
  • অ্যাকোয়াকালচার বিভাগ ০১ জন
  • একুয়াটিক এনভায়রনমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ ০১ জন
  • ফিশিং অ্যান্ড পোস্ট হারভেস্ট টেকনোলজি ০১ জন

পদের নামঃ প্রভাষক

বেতনস্কেল-২২,০০০-৫৩০৬০/-

বিভাগ ও শূন্য পদ সমূহঃ

  • কৃষি তথ্য বিভাগ ০১
  • মৃত্তিকা বিজ্ঞান বিভাগ ০১
  • কৃষি রসায়ন বিভাগ ০১
  • কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেমস বিভাগ ০১
  • কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ ০১
  • কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ ০২
  • কৃষি প্রকৌশল বিভাগ ০১
  • অর্থনীতি বিভাগ ০২
  • এগ্রিবিজনেস এন্ড মার্কেটিং বিভাগ ০২
  • কৃষি পরিসংখ্যান বিভাগ ০৪
  • ডেভেলপমেন্ট এন্ড প্রভার্টি স্টাডিজ বিভাগ ০১
  • ম্যানেজমেন্ট এন্ড ফাইন্যান্স বিভাগ ০১
  • এনিমেল প্রোডাকশন এন্ড ম্যানেজমেন্ট বিভাগ ০১
  • পৌলট্রি সাইন্স বিভাগ ০২
  • ডেইরি সায়েন্স বিভাগ ০২
  • এনিমেল নিউট্রিশন, জেনেটিক্স এন্ড ব্রীডিং বিভাগ ০২
  • প্যাথলজি বিভাগ ০২
  • ফার্মাকোলজি এন্ড টক্সিকোলজি বিভাগ ০১
  • মেডিসিন এন্ড পাবলিক হেলথ বিভাগ ০২
  • সার্জারি এন্ড টেকনোলজি বিভাগ ০১
  • ফিশেরিজ বায়োলজি এন্ড জেনেটিক্স বিভাগ ০১
  • একুয়াকালচার বিভাগ ০১
  • একুয়াটিক এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট বিভাগ ০২
  • মেরিন ফিশারিজ এন্ড ওশানোগ্রাফি বিভাগ ০২
  • ফিশিং এন্ড পোস্ট হারভেস্ট বিভাগ ০২

প্রার্থীদের জন্য পালনীয় শর্তাবলী

  • আবেদনের সময়ঃ আগামী ০১-০১-২০২২ তারিখ হতে ২৮-০২-২০২২ তারিখ পর্যন্ত
  • আবেদন ফরমঃ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sau.edu.bd থেকে দরখাস্তের নমুনা ফরম (আবেদন ফরম-০১ ও যোগ্যতা সম্পর্কিত সংক্ষিপ্ত বিবরণী ফরম-০২) নিয়োগের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং অন্যান্য যোগ্যতা ও শর্তাবলি সংক্রান্ত তথ্যাবলী সংগ্রহ করা যাবে।
  • যে ভাবে আবেদনঃ
  • দরখাস্ত ফরম যথাযথভাবে পূরণ পূর্বক অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদের জন্য মূল সেটসহ ১০ সেট এবং সহকারী অধ্যাপক ও প্রভাষক পদের জন্য মোট সেট সহ মোট ০৭ সেট দরখাস্ত ২৮-০২-২০২২ তারিখ বিকাল পাঁচটা মধ্যে নিম্নস্বাক্ষরকারী দপ্তরে রেজিস্ট্রি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা ব্যক্তিগতভাবে পৌঁছাতে হবে।

অন্যান্য শর্তাবলীঃ

  • চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে
  • দরখাস্তের সাথে প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট অথবা নম্বরপত্র প্রযোজ্য ক্ষেত্রে গবেষণা প্রবন্ধ অথবা প্রকাশনার কপি অভিজ্ঞতার সনদ
  • সদ্য তোলা পাসপোর্ট আকারের ৩ কপি রঙ্গিন ছবি
  • জাতীয় পরিচয় পত্রের কপি
  • নাগরিকত্ব সনদ
  • সকল কাগজপত্র রেজিস্টার, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর অনুকূলে সোনালী ব্যাংক লিঃ, কলেজ গেট শাখা, মোহাম্মদপুর, ঢাকা 1207 হতে উত্তোলনযোগ্য অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার
  • অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদের জন্য ১,০০০/- এক হাজার টাকা
  • সহকারী অধ্যাপক ও প্রভাষক পদের জন্য ৭৫০/- (সাত শত পঞ্চাশ) টাকা
  • নির্ধারিত তারিখের পর কোন দরখাস্ত গ্রহণ করা হবে না 

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি

সর্বশেষ - বিদেশে চাকুরি