শনিবার , ২ অক্টোবর ২০২১ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Jobs News
  2. TOP JOBS
  3. অনলাইন টিউটরিয়াল
  4. অপরাধ সংবাদ
  5. ইপিজেড নিয়োগ বিজ্ঞপ্তি
  6. গার্মেন্টস্ নিয়োগ বিজ্ঞপ্তি
  7. গুরুত্বপূর্ণ সংবাদ
  8. জাতীয় সংবাদ
  9. পরীক্ষার ফলাফল
  10. বিদেশে চাকুরি
  11. বিভাগীয় সংবাদ
  12. বেসরকারি চাকুরি
  13. ভাইরাল সংবাদ
  14. ভিডিও
  15. শিক্ষক কর্মচারী নিয়োগ

৯ম ও দশম শ্রেণির জন্য আইসিটি বিষয়ের নৈব্যক্তিক প্রশ্ন

প্রতিবেদক
বাংলা সার্কুলার
অক্টোবর ২, ২০২১ ২:১১ অপরাহ্ণ
Aakash Development Ltd Job Circular

আইসিটি বিষয়ের MCQ পর্ব-২

সঠিক উত্তর কমেন্ট বক্সে লিখে পাঠাও এবং পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে দেখ

৯ম ও দশম শ্রেণির (আইসিটি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে ১০ টি mcq শিক্ষার্থীদের ফলো আপ এর জন্য প্রকাশ করা হলো।  আজকের এই mcq গুলো প্রথম অধ্যায়ের থেকে সংকলন করা হয়েছে। 

শ্রেণি পাঠশালা, আইসিটি, এসএসসি আইসিটি, ssc mcq, ICT Mcq, 

১। ই গভর্নেন্স কি?

 ক) শাসন ব্যবস্থায় ডিজিটাল পদ্ধতির প্রয়োগ

 খ) সরকারি ব্যবস্থাকে যুগোপযোগী করা

 গ) নাগরিকের হয়রানি  ও বিরম্বনা সৃষ্টি হওয়া

 ঘ) ঝামেলাহীন বেশি খরচ দিয়ে সরকারি সেবা নিশ্চিত করা

২। এ টি এম পূর্ণরূপ কি?

ক) Automatic tailor machine

খ) Automated teller machine

গ) Automatic transaction machine

ঘ) Automatic  tailors machineries

৩। নিচের উদ্দীপকটি পড়ো এবং সঠিক উত্তরে টিক দাও।

জামাল ঢাকার কমলাপুর রেলস্টেশন গিয়ে লাইনে দাঁড়িয়ে নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহে সংগ্রহের জন্য অপেক্ষা করতে ছিল।  তার বন্ধু সোহান এসে বলল এখন লাইনে দাড়িয়ে আর টিকিট কাটার প্রয়োজন নেই বাসায় বসেই টিকেট কাটা সম্ভব।

এখানে সোহান কোন সেবার কথা বলেছে? 

 i)  ই-সেবা   ii) ই-পর্চা   iii) ই-টিকেট 

 ক)  i  ও  iii    খ)  ii  ও  iii   গ)  i  ও  ii

৪। ই-পুর্জি কি?

ক)  এসএমএসের মাধ্যমে তথ্য পাওয়া

খ) চিনিকলের উৎপাদনের তথ্য দেয়া

গ)  বিড়ম্বনার অবসান হওয়া

ঘ)  আখ চাষীদের অনুমতি পত্র

৫। ইএমটিএস এর পূর্ণরূপ কি?

ক)  ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম

খ)  ইলেকট্রিক ট্রান্সফার সিস্টেম

গ)  ই-মানি ট্রান্সফার সিস্টেম

ঘ) ইলেকট্রো মানি টেইলর সিস্টেম

৬। ইলেকট্রনিক মাধ্যমে বাণিজ্য করা কে কি বলে?

ক)  ই-কমার্স 

খ)  e-business

গ)  ইলেকট্রনিক  দোকান

ঘ)  অনলাইন  সেবা

৭। COD এর পূর্ণরূপ কি?

ক) ক্যাশ অনলি ডেলিভারি 

খ)  ক্যাশ অন ডেলিভারি

গ)  ক্যাশ  অনলাইন ডেলিভারি

ঘ)   ক্যাশ অর্ডার ডেলিভারি

৮।কর্ম ক্ষেত্রে আইসিটির কি কি প্রভাব লক্ষ্য করা যায়?

ক)  কর্মদক্ষতা ও বাজার সম্প্রসারণ বৃদ্ধি

খ)  সেবার মান উন্নত ও কর্মীদের দক্ষতা বৃদ্ধি

গ) ব্যাংক বীমা ও বহুজাতিক কোম্পানীতে আইসিটি দক্ষ দের সফলতা

ঘ) আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং এর কাজে আয় করা 

৮। টুইটারকে কোন ধরনের ব্লগিং বলা যায়?

ক) ডিজিটাল ব্লগিং

খ) মাইক্রোব্লগিং

গ)  ব্লগার

ঘ)  বার্তা ব্লগিং

৯।  বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কোন মহাকাশ স্টেশন থেকে  উৎক্ষেপন করা হয়েছে?

ক) নাসার স্টেশন থেকে 

খ)  কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে

গ)  স্পেন মহাকাশ স্টেশন থেকে

ঘ) রাশিয়ার মহাকাশ ষ্টেশন থেকে

১০। স্যাটেলাইট ব্যবহার করে কি কি সূফল পাওয়া যাবে?

ক) অনলাইনে চাকুরী, ভর্তি, পড়াশুনা করা যাবে

খ) শিক্ষা, চিকিৎসা, কৃষি ও আবহাওয়ার পুর্বাভাস জানা যাবে

গ) জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক অগ্রগতি ও টেলিভিশন সেবা

সর্বশেষ - বিদেশে চাকুরি