Bangladesh Air Force Job Circular 2021
Air force job circular বিমান সেনা নিয়োগ www.bangladeshairforce.mil.bd বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ এয়ার ফোর্স। তাদের নিজস্ব ওয়েব সাইটে বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন যে কেহ।
বাংলার আকাশ রাখিব মুক্ত
সুশৃঙ্খল, দক্ষ ও কর্মঠ সদস্যগণ দেশের আকাশ সীমানা শত্রু মুক্ত রাখা এবং নিরাপত্তায় সর্বদা নিয়োজিত বিমান বাহিনী। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নিরাপত্তা বিধানসহ অন্যান্য বাহিনীর সাথে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকে। ‘‘বাংলার আকাশ রাখিব মুক্ত’’ এ স্লোগানে বাংলাদেশ বিমান বাহিনী উদ্দীপ্ত হয়।
বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি; বিমান সেনা নিয়োগ
বাহিনীতে শূন্য পদ পূরণের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশী পুরুষ মহিলা প্রার্থীদের নিকট থেকে আবেদন আহবান করা যাচ্ছে। প্রার্থীগণ অনলাইনে আবেদন পূরণ করতে হবে।
ট্রেডে নিয়োগ প্রক্রিয়া হবেঃ বিস্তারিত
টেকনিক্যাল ট্রেড (পুরুষ), নন টেকনিক্যাল (পুরুষ), এমটিওএফ (পুরুষ) প্রভোষ্ট (পুরুষ ও মহিলা) পিএফএন্ডডিআই (পুরুষ মহিলা), আইটি সহকারী (পুরুষ), চিকিৎসহকারীদের ক্ষেত্রে MTS,
MODC (Air) in Bangladesh Air Force.
- নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত জেলা সমূহে পাশে বর্ণিত শূন্য কোটা অনুযায়ী নিয়োগ প্রদান করা হবে।
- প্রার্থীদেরকে নির্ধারিত স্থান ও তারিখে সমূসূচী অনুযায়ী লিখিত, মৌখিক পরীক্ষার জন্য উপস্থিত থাকতে হবে।
- সরকারি চাকরি: সরকারি নতুন নিয়োগ
- মোবাইলের এসএমএসেরে মাধ্যমে তারিখ সময় ও স্থানের নাম জানিয়ে দেয়া হবে।
- প্রাথমিক বাছাইকৃতদের একই স্থানে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে।
- বয়সঃ ২৭/০৩/২০২২ খ্রিঃ তারিখে বয়স ১৬ হতে ২১ বছরের মধ্যে থাকতে হবে।
- প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।
- কোন স্বীকৃত বোর্ড হতে নূন্যতম মাধ্যমিক বা সমমান (বিজ্ঞান বিভাগে) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- উচ্চতাঃ প্রার্থীদের সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে ৫ফুট ৮ ইঞ্চি হতে সর্বনিম্ন ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে।
- বুকের মাপঃ ৩২ থেকে ৩৪ ইঞ্চি
- কোন দূরারোগ্য ব্যাধি থাকলে প্রার্থীকে প্রাথমিক বাছাই এ নির্বাচন করা হবে না।
পরীক্ষা কেন্দ্রঃ সকল জেলার প্রার্থীগণ বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, ঢাকা ১২১৫ এ ঠিকানায় পরীক্ষার সময় উপস্থিত থাকতে হবে।
অনলাইনে আবেদন শুরু ১০ আগস্ট তারিখ হতে ৩১ শে আগস্ট পর্য্ন্ত।
বিমান বাহিনী নিয়োগ সার্কুলার
আবেদন করতে APPLY NOW তে ক্লিক করুন।
Top related job: বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরির সুযোগ, বিমান বাহিনী নিয়োগ, বিমান সেনা নিয়োগ, বিমান বাহিনী নিয়োগ সার্কুলার ২০২১, airforce job circular, biman bahini job circular, baf join, join air force, air force job 2021, আনসার ভিডিপি জব সার্কুলার, আনসার ভিডিপি চাকরির খবর, আনসার ভিডিপি নিয়োগ, সরকারি চাকরি, সরকারি চাকরি;আনসার ভিডিপি, চাকরির ডাক পত্রিকা, আজকের চাকরির খবর, নিয়োগ বিজ্ঞপ্তি 2021, চাকরী নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরির খবর.com, daily চাকরির খবর,