সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ বিমান এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি তাদের নিজস্ব ওয়েব সাইটে প্রকাশ করেছে। তাদের নিজস্ব ওয়েব সাইট ভিজিট করে বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন যে কেহ। নিচে ওয়েব সাইট লিংক দেওয়া আছে।
বিমান বাংলাদেশ এয়ার লাইন্স
বিমান বাংলাদেশ এয়ারলাইনসে প্রকাশিত ৩৩টি শূন্য পদে ৭৪৯জন নিয়োগ সার্কুলারে প্রকাশিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করে আকর্ষনীয় ক্যারিয়া গড়ে তুলতে পারেন যে কেহ।
সাম্প্রতিক সরকারি চাকুরি
বিমানবাহিনী নিয়োগে শূন্য পদ পূরণের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশী পুরুষ মহিলা প্রার্থীদের নিকট থেকে আবেদন আহবান করা যাচ্ছে। প্রার্থীগণ অনলাইনে আবেদন পূরণ করতে হবে।
সরকারি চাকরি, সরকারি নতুন নিয়োগ
১। (ক) সিস্টেম ইঞ্জিনিয়ার (স্ট্রাকচার/এয়ারফ্রেম/প্রপালশন/ইঞ্জিনিয়ার অফিসার কোয়ালিটি এ্যাসুরেন্স (এরোস্পেস) প্লানিং ইঞ্জিনিয়ারঃ পদ সংখ্যা: ১২টি
(খ) সিস্টেম ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল), পদ সংখ্যাঃ ০৯টি
(গ) মেট্রোলজিস্ট, পদ সংখ্যাঃ ০৪টি
২। (ক) সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (এয়ারফ্রেম/স্ট্রাকচার/ইঞ্জিন), পদ সংখ্যাঃ ০২টি
(খ) সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (ইলেকট্রিক্যাল/ইন্সট্রুমেন্ট/রেডিও রাডার), পদ সংখ্যাঃ ০৩টি
৩। ম্যানেজার কর্পোরেট সেফটি/ফ্লাইট ডাটা মনিটরিং, পদ সংখ্যাঃ ০৩টি
৪। ম্যানেজার ট্রেইনি (জেনারেল), পদ সংখ্যাঃ ২৫টি
৫। ম্যানেজার লিগ্যাল এ্যাফেয়ার্স/কোর্ট এ্যাফেয়ার্স, পদ সংখ্যাঃ ০৩টি
৬। ম্যানেজার অডিট, পদ সংখ্যাঃ ০১টি
৭। ম্যানেজার একাউন্টস, পদ সংখ্যাঃ ০৫টি
৮। মেডিকেল অফিসার, পদ সংখ্যাঃ ০৩টি
৯। সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (প্যাসেঞ্জার সেলস/কার্গো সেলস), পদ সংখ্যাঃ ০১টি
খ-শ্রেণি (টেকনিক্যাল)
১০। এয়ারক্রাফট মেকানিক, পদ সংখ্যাঃ ৩০টি
১১। জুনিঃ টেইলর কাম আপহোলস্টার, পদ সংখ্যাঃ ০৩টি
জেনারেল পদ সমূহঃ
১২। ম্যাটারিয়াল ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট, পদ সংখ্যাঃ ১০টি
১৩। প্লানিং অ্যাসিস্ট্যান্ট, পদ সংখ্যাঃ ০৭টি
১৪। গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, পদ সংখ্যাঃ ১০০টি
১৫। কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট, পদ সংখ্যাঃ ৩০টি
১৬। একাউন্টস অ্যাসিস্ট্যান্ট, পদ সংখ্যাঃ ১০টি
১৭। সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট, পদ সংখ্যাঃ ১৪টি
১৮। এ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট, পদ সংখ্যাঃ ২০টি
১৯। অডিট অ্যাসিস্ট্যান্ট, পদ সংখ্যাঃ ০৫টি
২০। সিডিউলিং অ্যাসিস্ট্যান্ট, পদ সংখ্যাঃ ০৪টি
২১। প্রি প্রেস অ্যাসিস্ট্যান্ট, পদ সংখ্যাঃ ০২টি
২২। জুনিয়র এয়ারকন মেকানিক, পদ সংখ্যাঃ ০১টি
২৩। জুনিয়র ওয়েল্ডার জিএসই, পদ সংখ্যাঃ ০২টি
২৪। জুনিয়র পেইন্টার জিএসই, পদ সংখ্যাঃ ০২টি
২৫। জুনিয়র মেকানিক (টায়ার) জিএসই, পদ সংখ্যাঃ ০২টি
২৬। জুনিয়র এমটি মেকানিক (টায়ার) জিএসই, পদ সংখ্যাঃ ০২টি
‘‘গ শ্রেণি’’
২৭। জুনিয়র অপারেটর জিএসই (ক্যাজুয়াল), পদ সংখ্যাঃ ১৯টি
২৮। জুনিয়র মেকানিক জিএসই (ক্যাজুয়াল), পদ সংখ্যাঃ ১৭টি
২৯। জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসই (ক্যাজুয়াল), পদ সংখ্যাঃ ১০টি
৩০। এমটি অপারেটর (ক্যাজুয়াল), পদ সংখ্যাঃ ৪০টি
‘‘ঘ শ্রেণি’’
৩১। সিকিউরিটি গার্ড (ক্যাজুয়াল), পদ সংখ্যাঃ ১০০টি
৩২। কার্গো হেলপার (ক্যাজুয়াল), পদ সংখ্যাঃ ২০০টি
৩৩। এয়ারক্রাপট সুইপার (ক্যাজুয়াল), পদ সংখ্যাঃ ৪০টি
আবেদন প্রক্রিয়াঃ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন।
বিজ্ঞপ্তিতে উল্লেখিত বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতাসহ বিস্তারিত উল্লেখ করা আছে।
কিভাবে আবেদন করবেন সে বিষয়ে আগে জানুন।
আবেদন পাঠানো শুরুঃ ১৬ জানুয়ারী ২০২২
আবেদন পাঠানো শেষঃ ০২ ফেব্রুয়ারী ২০২২
অনলাইনে সরাসরি আবেদন করতে এ http//:bbal.teletalk.com.bd লিংকে গিয়ে প্রয়োজনীয় তথ্য ইনপুট করে ৩০০ বাই ৩০০ পিক্সেল ছবি, ৩০০ বাই ৮০ পিক্সেল স্বাক্ষর স্ক্যান করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।