শিক্ষক কর্মচারী নিয়োগ

বিএএফ শাহীন কলেজ শিক্ষক কর্মচারী নিয়োগ

বেসরকারি শিক্ষক নিয়োগ,

বেসরকারি কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি

বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা’র কলেজ ও স্কুল শাখায় নিম্ন বর্ণিত পদে প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে স্থায়ীভাবে বিষয় ভিত্তিক শূন্য/সৃষ্টপদ সমূহে শিক্ষক কর্মচারী নিয়োগ করা হবে।

আগ্রহী প্রার্থীগণ ঢাকা বিএএফ শাহীন কলেজ নিয়োগ সম্পর্কে বিস্তারিত নিম্নে ইমেজ আকারে বিজ্ঞপ্তিটি ভাল করে দেখুন ও আবেদন করুন। 

কলেজ শিক্ষক নিয়োগ সার্কুলার, শিক্ষক নিয়োগ, প্রভাষক নিয়োগ, কর্মচারী নিয়োগ

দর্শকদের চাহিদার প্রেক্ষিতে বিভিন্ন পত্রিকা হতে নিয়োগ বিজ্ঞপ্তি ও আবশ্যক বিজ্ঞপ্তি সমূহ একত্রিত করে প্রতিদিন প্রকাশ করা হয় ফলে  তারা একই জায়গায় সকল নিয়োগ  সার্কুলার পায় এতে করে চাকরী প্রার্থীরা তাদের যোগ্যতা অনুযায়ী প্রকাশিত পদে সহজে আবেদন করতে পারে। 

আরো নিয়োগ সার্কুলার পড়ুন……

সপ্তাহের সেরা চাকুরি

বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, পরিবার পরিকল্পনা কার্যালয়, ব্যাংকের চাকুরি জন্য এ সপ্তাহের সেরা চাকুরি বিভাগে যেতে পারেন। আপনার কাঙ্খিত সেরা সরকারি চাকুরি আবেদন করার জন্য আমাদের সরকারি চাকুরি বিভাগে যেতে পারেন।

কলেজ নিয়োগ, স্কুল কলেজ নিয়োগ, বেসরকারি শিক্ষক নিয়োগ

বেসরকারি চাকরি সার্কুলারের মধ্যে বিএএফ শাহীন কলেজ নিয়োগ সার্কুলার অন্যতম। বেসরকারি চাকুরির বিজ্ঞপ্তি অনুযায়ী কিভাবে আবেদন করবেন এ সম্পর্কে এই নিয়োগ সার্কুলারটি বিস্তারিত পড়ুন।

প্রতিষ্ঠানের নাম: বিএএফ শাহীন কলেজ

কর্মস্থলঃ ঢাকা সেনানিবাস, ঢাকা।

  • পদের বিবরণঃ শিক্ষক ও কর্মচারী
  • কলেজ শাখাঃ বাংলা ভার্সন, পদের নামঃ  প্রভাষক
  • বিষয়ঃ ইংরেজী-০১জন, কৃষি শিক্ষা-০১জন
  • কলেজ শাখাঃ ইংরেজী ভার্সন, পদের নামঃ  প্রভাষক
  • বিষয়ঃ গণিত, আইসিটি, প্রকৌশল অংকন ওয়ার্কসপ প্রাকটিস-০১ জন করে
  • স্কুল শাখাঃ বাংলা ভার্সন
  • পদের নাম ও বিষয়ঃ সহঃ গ্রস্থাগারিক, ল্যাব সহকারী, পদার্থ বিজ্ঞান, বাংলা, ইসলাম শিক্ষা, সাধারণ বিজ্ঞান, শারীরিক শিক্ষা ০১জন করে এবং ইংরেজী-০৪জন
  • স্কুল শাখাঃ ইংরেজী ভার্সন
  • পদের নামঃ সহকারী শিক্ষক (ইংরেজী) ১জন
  • অফিস সহকারী-০১জন
  • মালিঃ ০১জন
  • পরিচ্ছন্নতা কর্মীঃ ০১ জন

শিক্ষাগত যোগ্যতাঃ

বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ২০২১ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা (বিস্তারিত কলেজ ওয়েব সাইটে দেখুন)।

বেতন স্কেলঃ

পদবী অনুযাযী শিক্ষকদের বেতন কোড অনুযায়ী বেতনভাতাদি প্রাপ্য হবে। এছাড়া প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী বাড়ী ভাড়া, চিকিৎসা ভাতা, নগর ভাতা, উৎসব ভাতা, প্রভিডেন্ড ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধা রয়েছে।

আবেদনের নিয়মাবলীঃ

প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে সকল নিয়মাবলী কলেজের ওয়েব সাইট থেকে জানা যাবে। আবেদন করার জন্য www.bafsk.edu.bd ভিজিট করতে পারেন।

About the author

Mohammad Gias Uddin

Leave a Comment