TOP JOBS সরকারি চাকুরি

রংপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে ৮৭ জন নিয়োগ

https://banglacircular.com/

পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন রংপুর জেলা কার্যালয়ে ৮৭টি শূন্য পদে বিধি মোতাবেক নিয়োগের নিমিত্ত প্রকৃত বাংলাদেশী নাগরিকের নিকট থেকে দরখাস্ত আহবান করা হচ্ছে।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন রংপুর জেলা কার্যালয়ে ৮৭টি শূন্য পদে বিধি মোতাবেক নিয়োগের নিমিত্ত প্রকৃত বাংলাদেশী নাগরিকের নিকট থেকে দরখাস্ত আহবান করা হচ্ছে।

সরকারি নিয়োগ সার্কুলার-২০২১ পরিবার ও পরিকল্পনা অধিদপ্তর রংপুর জেলা কার্যালয়ের অধিন  শুন্য পদের জন্য নিয়োগ আবেদন করতে http://dgfpran.teletalk.com.bd মাধ্যমে অনলাইনে গিয়ে যথাযথভাবে আবেদন পূরণ করে সাবমিট করতে হবে।

চাকুরি, ভর্তি, পরিক্ষা, ফলাফল, শিক্ষাঙ্গন সংবাদ, জাতীয় সংবাদ, ভাইরাল সংবাদ, গুরুত্বপূর্ণ সংবাদসহ বিভিন্ন সার্কুলারসমূহ পেতে আমাদের সঙ্গে থাকুন

বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় সরকারী চাকরীর সার্কুলারের মধ্যে পরিবার ও পরিকল্পনা অধিদপ্তর  কর্তৃক নিয়োগ সার্কুলার অন্যতম। সরকারি চাকুরীর এডমিট কার্ড ডাউনলোড, পরীক্ষার তারিখ ও সময় আমাদের বাংলা সার্কুলারে পোস্ট করা হয়ে থাকে। আপনার প্রয়োজনীয় সরকারী চাকরী, বেসরকারী চাকরী, নতুন নিয়োগ, নিয়োগ সার্কুলার, চাকরীর বাজার, আজকের চাকরী,  নতুন নিয়োগ, Job Circular-2021 প্রশ্ন সাজেশান, ভর্তি, ইত্যাদী সকল সার্কুলার আমাদের সাইটে পড়ুন।

আরো নিয়োগ বিজ্ঞপ্তি পেতে দেখুন:

রংপুর পঃ পঃ অফিসে নিয়োগ সার্কুলার 2021

২০২১ সালের অন্যতম সেরা সরকারী চাকরির বিজ্ঞপ্তি।  তাই এর অধীন চাকুরীর বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনে আবেদন কিভাবে করবেন এ সম্পর্কে এই নিয়োগ সার্কুলারটি বিস্তারিত পড়ুন- দৈনিক সমকাল ২০ জুন পাতা-৪

চাকুরীর বিজ্ঞপ্তি অনুসারে আপনার একাডেমিক যোগ্যতার সাথে কোন পোস্টের মিল রয়েছে কিনা তা দয়া করে পরীক্ষা করে দেখুন।  তারপরে চাকরীর জন্য আবেদন করতে দেরি না করে অনলাইন আবেদন করুন। সুতরাং সরকারী নিয়োগ সার্কুলার 2021 অনলাইনে খুঁজ করুন।

  • প্রতিষ্ঠানের নাম: পরিবার পরিকল্পনা অধিদপ্তর
  • কর্মস্থল :  জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, রংপুর
  • চাকরির শ্রেণি: সরকারি
  • মোট শূন্য পদ : ৮৭ জন

পদের ক্যাটাগরি ও সংখ্যা:

  1. পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে- ১ জন।
  2. পরিবার কল্যাণ সহকারী পদে- ৭৩ জন।
  3. আয়া পদে- ১৩ জন।
  4. বেতন স্কেল :  ৮৫০০-২০০১০ টাকা হতে ৯৩০০-২২৪৯০ টাকা।

নিয়োগ সার্কুলার প্রকাশের তারিখ ১৭ জুন ২০২১ ইং

অ্যাপ্লিকেশন শুরুর তারিখ ও সময়: ২২ জুন ২০২১ হতে

অ্যাপ্লিকেশন শেষ তারিখ ও সময়: ২৬ জুলাই ২০২১

চাকুরি, বিজ্ঞপ্তি, টেন্ডারসহ যাবাতীয় সকল সংবাদ বা বিজ্ঞপ্তিসমূহ সবার আগে জানতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন। এ সংবাদ বা বিজ্ঞপ্তিটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক বা শেয়ার দিন।

APPLY NOW

About the author

Mohammad Gias Uddin

Leave a Comment