বেসরকারি চাকুরি

কেয়ার মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল লিঃ নিয়োগ

মেডিকেল কলেজ ও হাসপাতাল নিয়োগ

হাসপাতালে জরুরী নিয়োগ

কেয়ার মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল লিঃ নিয়োগ নিম্নলিখিত পদে জরুরী ভিত্তিতে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের নিকট স্বহস্তে লিখিত আবেদনপত্র আহবান করা যাচ্ছে।

বেসরকারি হাসপাতালে নিয়োগ, মেডিকেল কলেজ নিয়োগ

পদের নামঃ অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, রেজিস্ট্রার

  • বিভাগঃ এনাটমি, ফরেনসিক মেডিসিন, ফার্মাকোলজি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, মেডিসিন, সার্জারী, গাইনী এন্ড অবস, ইএনটি, অর্থেপেডিকস্
  • অভিজ্ঞতাঃ সহকারী অধ্যাপক পদে  কমপক্ষে ৩ বছর
  • সহযোগী পাবলিকেশন ৫টা
  • অধ্যাপক পদে কমপক্ষে ৫ বছর

পদের নামঃ নার্স (ফ্লোর/আই সি ইউ/ এন আই সি ইউ/ওটি)

  • শিক্ষাগত যোগ্যতাঃ ডিপ্লোমা ইন নার্সিং ২ বছরের অভিজ্ঞতা

পদের নামঃ একাউন্টস অফিসার/বিলিং অফিসার আই পি ডি/ ও পি ডি

  • শিক্ষাগত যোগ্যতাঃ মাস্টার্স/ গ্রুজুয়েট হিসাব বিজ্ঞান ২ বছরের অভিজ্ঞতা

পদের নামঃ কাস্টমার কেয়ার ম্যানেজার/অফিসার/ রিসিপশনিস্ট

  • শিক্ষাগত যোগ্যতাঃ মাস্টার্স/ গ্রুজুয়েট 2 বছরের অভিজ্ঞতা

পদের নামঃ আইটি অফিসার

  • শিক্ষাগত যোগ্যতাঃ বিএসসি ইন কম্পিউটার 2 বছরের অভিজ্ঞতা

পদের নামঃ এসি/ ইলেকট্রিক ইঞ্জিনিয়ার

  • শিক্ষাগত যোগ্যতাঃ বিএসসি ইঞ্জিনিয়ার ২ বছরের অভিজ্ঞতা

পদের নামঃ ল্যাব টেকনোলজিস্ট

  • শিক্ষাগত যোগ্যতাঃ ডিপ্লোমা, এক বছরের অভিজ্ঞতা

পদের নামঃ সুপারভাইজার

  • শিক্ষাগত যোগ্যতাঃ গ্রাজুয়েট, দুই বছরের অভিজ্ঞতা

পদের নামঃ লিফট ম্যান

  • শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি পাস

পদের নামঃ আয়া/ওয়ার্ড বয়/ক্লিনার

  • শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম অথবা এসএসসি পাস

আবেদনের সাথে যা সংযুক্ত করতে হবেঃ

  • বায়োডাটা
  • শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সত্যায়িত
  • জাতীয়তা সনদপত্র

আগ্রহী প্রার্থীগণ বিজ্ঞপ্তি প্রকাশের পরবর্তী ১০ দিনের মধ্যে অত্র কলেজ দপ্তরে জমা দিতে হবে। সাক্ষাৎকারের সময় ও তারিখ পরবর্তীতে জানানো হবে।

আবেদনের ঠিকানাঃ চেয়ারম্যান, কেয়ার মেডিকেল কলেজ,  ২/১-এ ইকবাল রোড, মোহাম্মদপুর, ঢাকা ১২০৭।

About the author

Mohammad Gias Uddin

Leave a Comment