বেসরকারি চাকুরি

শরীফ মেলামাইন নিয়োগ সার্কুলার

শরীফ মেলামাইন নিয়োগ সার্কুলার

সিকিউরিটি গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি

শরীফ মেলামাইন ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড দেশের সুনামধর্মী একটি বেসরকারি প্রতিষ্ঠিত কোম্পানী। তাদের ফ্যাক্টরিতে জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জনবল নিয়োগ করা হবে।

১। পদের নামঃএ্যাসিস্ট্যান্ট ম্যানেজার( এইচ আর)

  •   শিক্ষাগত যোগ্যতাঃ হিউম্যান রিসোর্স্ ম্যানেজমেন্টে নূন্যতম স্নাতক
  •   অভিজ্ঞতাঃনূন্যতম 5বছর। বয়স সর্বোচ্চ 45 বছর

২।এক্সিকিউটিভ (এইচআর)

  • শিক্ষাগত যোগ্যতাঃ  হিউম্যান রিসোর্স্ ম্যানেজমেন্টে নূন্যতম স্নাতক
  • অভিজ্ঞতাঃ ন্যুনতম ১-২ বছর

৩। সিকিউরিটি গার্ড

  • শিক্ষাগত যোগ্যতাঃ কমপক্ষে এসএসসি
  • বয়সঃ কমপক্ষে ৪০ বছর, সু-স্বাস্থ্যের অধকারী, সৎ, কর্মঠ ও দায়িত্ববান হতে হবে।
  • উচ্চতাঃ ৫ফুট ৬ ইঞ্চি
সংগৃহীতঃ বাংলাদেশ প্রতিদিন

About the author

Mohammad Gias Uddin

Leave a Comment