জাতীয় সংবাদ শিক্ষাঙ্গন সংবাদ

আবারও ২ সপ্তাহের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

শিক্ষা প্রতিষ্ঠান

শিক্ষা প্রতিষ্ঠান

বিশ্বব্যাপী ওমিক্রন ঢেউ অতিমাত্রায় আক্রান্ত হওয়ার ফলে বাংলাদেশেও তার প্রভাব ইতমধ্যে লক্ষা করা গেছে। সংক্রমন রোধে আগামী কাল শনিবার থেকে ০৬ ফেব্রুয়ারী পর্যন্ত দুই সপ্তাহের জন্য শিক্ষা প্রতিষ্ঠাণ বন্ধের জরুরী সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রি পরিষদ বিভাগ।

নির্দেশনায় বলা হয়েছে, ২১ জানুয়ারী থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান স্কুল-কলেজ ও মাদ্রাসা বন্ধ থাকবে।

এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক অনুষ্ঠানে বলেছেন যে, করোনার ওমিক্রন ঢেউ বেড়ে যাওয়ায় আগামী দুই সপ্তাহের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত হয়েছে। দুই সপ্তাহ পর পরিস্থিতি বুঝে পরবর্তী নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।

করোনা সংক্রমণের কারণে গত ২০ সালের ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িক বন্ধ ঘোষণা করে। সেই বন্ধের মেয়াদ দীর্ঘ দেড় বছর পর্যন্ত গড়িয়েছে। তবে আশার বিষয় যে, শিক্ষার্থীদের দ্বিতীয় ডোজের টিকা প্রদান নিশ্চিত করতে বেশি সময়ের প্রয়োজন হবে না। পূর্বের মত দীর্ঘ সময় প্রতিষ্ঠান বন্ধ থাকবে না বলে বিশেষজ্ঞগণ মতামত দিয়েছেন।

হঠাৎ করে আজকের ঘোষণায় শিক্ষার্থীদের মাঝে এ অল্প কদিনে যে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছিল তা আবারও থমকে যাওয়ার আশংকা বিরাজ করছে।

About the author

বাংলা সার্কুলার

Leave a Comment