গুরুত্বপূর্ণ সংবাদ জাতীয় সংবাদ শিক্ষাঙ্গন তথ্য শিক্ষাঙ্গন সংবাদ

গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান পদে নিয়োগ পেতে এনটিআরসি পরীক্ষা পাশ করতে হবে-আদেশ জারি

গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান পদে নিয়োগ পেতে এনটিআরসি পরীক্ষা পাশ করতে হবে

জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুসারে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) এবং গ্রন্থাগার প্রভাষক পদ ০২টি অন্যান্য প্রবেশ পর্যায়ের (এন্ট্রি লেভেল) শিক্ষকের ন্যায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ (NTRCA) এর মাধ্যমে নিয়োগ সুপারিশ প্রদান।

জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুসারে

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ)  সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) এবং গ্রন্থাগার প্রভাষক পদ ০২টি, অন্যান্য প্রবেশ পর্যায়ের (এন্ট্রি লেভেল) শিক্ষকের ন্যায়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ (NTRCA) এর মাধ্যমে নিয়োগ সুপারিশ প্রদান।

এমপিও নীতিমালা-২০২১ গত ২৮ শে মার্চ জারি হওয়ার পর, গত কাল ৩১/০৫/২০২১ তারিখ এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ প্রজ্ঞাপন জারি করে নির্দেশনা দেয়া হয়েছে।

এ আদেশ জারি হওয়ার পর আর কোন প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি/গভর্ণিং বডি/ এডহক কমিটির মাধ্যমে উল্লিখিত 02টি পদে নিয়োগ প্রদান বন্ধ হয়ে গেল।

আরো খবর জানেত চোখ রাখুন……..

উক্ত পদ 0২ টিতে কোন প্রতিষ্ঠান কর্তৃক নিয়োগ প্রদান করলে তা অবৈধ নিয়োগ বলে বিবেচিত হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

আদেশের কপি পড়ুন

About the author

Mohammad Gias Uddin

Leave a Comment