সরকারি চাকুরি

বাংলাদেশ নৌবাহিনী সরাসরি কমিশন্ড অফিসার নিয়োগ

Aakash Development Ltd Job Circular

 Bangladesh Navy Commission Officer 2022 বি ডিইও ব্যাচ নিয়োগ বিজ্ঞপ্তি

দেশ সেবার সুযোগ, নেতৃত্বের চ্যালেঞ্জ ও রোমাঞ্চকর জীবনের অভিজ্ঞতা অর্জন করতে

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

নৌবাহিনীতে যোগদিন; গর্বিত জীবন গড়ে তুলুন

আবেদনের শেষ সময় ০৭ নভেম্বর ২০২১

নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি তাদের নিজস্ব ওয়েব সাইটে www.bangladeshnavy.mil.bd প্রকাশ করেছে। বাংলাদেশ নৌবাহিনী তাদের নিজস্ব ওয়েব সাইট ভিজিট করে বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন যে কেহ।

কমিশন্ড অফিসার নিয়োগ, নৌবাহিনী নিয়োগ সার্কুলার ২০২১, বাংলাদেশ নৌবাহিনী, নৌবাহিনী কমিশন্ড অফিসার পদে চাকুরী,

বিশ্বের সেরা শান্তি বাহিনী হিসেবে খ্যাত বাংলাদেশ নৌবাহিনীর সুশৃঙ্খল, দক্ষ ও কর্মঠ সদস্যগণ দেশের মহাসমুদ্র প্রতিরক্ষা বিভাগে সদা সর্বদা নিরাপত্তায় নিয়োজিত। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নিরাপত্তা বিধানসহ অন্যান্য বাহিনীর সাথে আইন-শৃঙ্খলা রক্ষা ও দেশের দূর্যোগ মুহুর্তে এ বাহিনীর সদস্যগণ অসহায় মানুষের সহযোগিতা করে আসছে।

নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি, Join Bangladesh Navy, Bangladesh Navy Job Circular,

নৌবাহিনীর নিয়োগে শূন্য পদ পূরণের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশী পুরুষ মহিলা প্রার্থীদের নিকট থেকে অনলাইনে আবেদন আহবান করা যাচ্ছে। প্রার্থীগণ https://joinnavy.navy.mil.bd/ আবেদন পূরণ করতে হবে।

বাংলাদেশ পুলিশের আধুনিক সুশৃঙ্খল, দক্ষ ও কর্মঠ সদস্যগণ দেশের আইন শৃঙ্খলা বিভাগে সদা সর্বদা নিরাপত্তায় নিয়োজিত। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নিরাপত্তা বিধানসহ অন্যান্য বাহিনীর সাথে দেশের দূর্যোগ মুহুর্তে বাংলাদেশ পুলিশ সুনামের সহিত দায়িত্ব পালন করছে।

সপ্তাহের সেরা চাকুরি

বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, পরিবার পরিকল্পনা কার্যালয়, ব্যাংকের চাকুরি জন্য এ সপ্তাহের সেরা চাকুরি বিভাগে যেতে পারেন। আপনার কাঙ্খিত সেরা সরকারি চাকুরি আবেদন করার জন্য আমাদের সরকারি চাকুরি বিভাগে যেতে পারেন।

আবেদনকারীগণ মোবা্ইল ব্যাংকিংয়ের মাধা্যমে ৭০০ টাকা ফি জমা দিলে ফিরতি এসএমসে ইউজার আইডি দিয়ে লগইন করে আবেদন সম্পন্ন করতে হবে।

সরকারি নিয়োগ, সরকারি নতুন নিয়োগ, নৌ-বাহিনীতে সরকারি চাকুরি,

১। ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা

২। সাপ্লাই শাখা-পুরুষ ও মহিলা

৩। শিক্ষা শাখা-পুরুষ ও মহিলা

বয়সঃ ০১ জুলাই ২০২২ তারিখে সাড়ে ২৮ বছর ও শিক্ষা শাখায় অনুর্ধ ৩০ বছর।

সকল শিক্ষাগত যোগ্যতা ও অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে নিয়োগ সার্কুলারটি ভালভাবে পড়ে নির্দিষ্ট স্থানে উল্লেখিত সময়ে আবেদন পত্র নিয়ে উপস্থিত থাকতে হবে।  

শারীরিক মান (নূন্যতম)

শারীরিক যোগ্যতা          পুরুষ প্রার্থীদের জন্য                          মহিলা প্রার্থীদের জন্য

উচ্চতা                       ১৬২.৫ সে:মি: (৫ ফুট ৪ ইঞ্চি)               ১৫৭.৪৮সে:মি: (৫ ফুট ২ ইঞ্চি)

ওজন                        ৫০ কেজি                                       ৪৭ কেজি

বুক                          স্বাভাবিক-৩০ ইঞ্চি, প্রসারণ-৩২ ইঞ্চি       স্বাভাবিক-২৮ ইঞ্চি, প্রসারণ-৩০ ইঞ্চি

*উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্রবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে।

বিস্তারিত জানার জন্য ও নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।

আপনি অনলাইনে আবেদন প্রক্রিয়া, যে কোন বিজ্ঞপ্তি, নিয়োগ, খবর ইত্যাদী সম্পর্কে বুঝতে সমস্যা হলে নিচে আমাদের কমেন্ট বক্সে আপনার সমস্যার কথা উল্লেখ করতে পারেন। আমাদের টিম সার্বক্ষনিক আপনাকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

সরাসরি আবেদন করতে নিচের APPLY NOW তে ক্লিক করুন

About the author

Mohammad Gias Uddin

Leave a Comment