বেসরকারি চাকুরি

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) ১৮টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) নতুন চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৮টি পদে জনবল নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীগণ অনলাইনে আবেদন প্রক্রিয়া  সম্পন্ন করার জন্য অনুরোধ করা হচ্ছে।

পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ

আমরা বিভিন্ন সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে থেকে সদ্য প্রকাশিত নিয়োগ  সার্কুলার থেকে তথ্য সংগ্রহ করেছি। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) এর নিয়োগ তথ্যাবলী সংগ্রহ করেছি।  বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ, আবেদনের শেষ তারিখ, কর্তৃপক্ষের ওয়েবসাইট ও কার্যালয়ের ঠিকানা। প্রকাশিত চাকুরীর সার্কুলারের গুণমান এবং ইমেজ সহ চাকুরীর বিজ্ঞপ্তি। অনলাইনে আবেদন লিংক এ ক্লিক করে সম্পন্ন করা যাবে। 

বাপবিবো নিয়োগ বিজ্ঞপ্তি, সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি,

এখানে আপনি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) নিয়োগকৃত পদের সাথে সম্পর্কিত সকল তথ্য পাবেন। কিভাবে আবেদন করবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্যও রয়েছে। আপনি যদি বাপবিবো কর্তৃপক্ষ এর বিজ্ঞপ্তির সাথে সম্পর্কিত আরও চাকুরির খবর দেখতে চান তবে আপনি আমাদের সাইটের সরকারি ও বেসরকারি চাকরি বিভাগে যেতে পারেন।

বাপবিবো নিয়োগের বিস্তারিত বিবরণীঃ

০১। জিআইএস সেস্পেশালিস্ট ০১জন

০২। সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন) ১৫ জন

০৩। সহকারী পরিচালক (অর্থ) ০৩ জন

০৪। সহকারী প্রকৌশলী ০৫জন

০৫। অর্থনীতিবিদ ০১টি

০৬। সহকারী প্রোগ্রামার ০১টি

০৭। উপ-সহকারী প্রকৌশলী ৩৪টি

০৮। সহকারী হিসাব রক্ষক ০৩টি

০৯। ওয়্যারলেস টেকনিশিয়ান ০৪টি

১০। তত্ত্বাবধায়ক (সম্পত্তি) ০১টি

১১। লাইন নির্মাণ পরিদর্শক ০৯টি

১২। ওয়্যারলেস অপারেটর ০৩টি

১৩। কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম-অফিস সহকারী ০৪টি

১৪। ডাটা এন্ট্রি অপারেটর ০২টি

১৫। ভেহিক্যাল মেকানিক ০১টি

১৬। জেনারেটর অপারেটর ০১টি

১৭। ইকুইপমেন্ট মেকানিক ০১টি

১৮। স্টোর হেলপার ০৫টি

বয়সঃ

আবেদনকারীদের বয়স ০৬ অক্টোবর ২০২২ তারিখে সর্বনিম্ন  ১৮ (আঠার) এবং সর্বোচ্চ ৩০ (ত্রিশ) বছর হতে হবে।

আবেদন সময়সীমাঃ

  • অনলাইন এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৫ সেপ্টেম্বর ২০২২ সকাল ১০.০০টা
  • আবেদন জমাদানের শেষ তারিখ: ০৬ অক্টোবর ২০২২ বিকাল ৫.০০টা

পরীক্ষার ফিঃ

বর্ণিত পদ সমূহের মধ্যে ১ থেকে ৮ নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ ২২৩/- (দুইশত তেইশ) টাকা ৯ থেকে ১৮নং ক্রমিকের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ ১১২/- (একশত বার) টাকা টেলিটক মোবাইলের মাধ্যমে পরিশোধ করতে হবে।

ছবি ও স্বাক্ষরঃ

অনলাইনে আবেদনকারী প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য৩০০×প্রস্থ্য ৮০ পিক্সেল) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য৩০০×প্রস্থ্য ৩০০ পিক্সেল) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।

আবেদন প্রক্রিয়াঃ

আবেদনের কপি, নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে  এবং অনলাইনে সরাসরি আবেদন করতে http://brebr.teletalk.com.bd   লিংকে গিয়ে Apply Now তে ক্লিক করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

উল্লেখিত পদের যোগ্যতা, বেতন স্কেল, অভিজ্ঞতা ইত্যাদি বিষয়ে জানতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে নিচের লিংকে প্রবেশ করে ডাউনলোড করুন।

পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি

About the author

Mohammad Gias Uddin

Leave a Comment