সুপ্রীম কোর্টে নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগে নিম্ন বর্ণিত শূন্য পদ সমূহে সরাসরি নিয়োগের নিমিত্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকের নিকট থেকে দরখাস্ত আহবান করেছে।
সরকারি চাকরি
আপনি আবেদন প্রক্রিয়া, যে কোন বিজ্ঞপ্তি, নিয়োগ, খবর ইত্যাদী সম্পর্কে বুঝতে সমস্যা হলে নিচে আমাদের কমেন্ট বক্সে আপনার সমস্যার কথা উল্লেখ করতে পারেন। আমাদের টিম সার্বক্ষনিক আপনাকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
সদ্য প্রকাশিত সরকারি ও বেসরকারি সকল নিয়োগ সার্কুলার দেখুন…
- প্রাথমিক শিক্ষকদের আন্দোলন থেকে ছাত্রলীগ সন্দেহে আটক ৩
- বেসরকারি স্কুল শিক্ষকরা নানাভাবে বঞ্চিত: শিক্ষা উপদেষ্টা
- Job Visa from Bangladesh to the USA: A Complete Guide
- জাতীয় রাজস্ব বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি
- বাংলাদেশ চা বোর্ডে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি
স্টেনোগ্রাফার
- শূন্য পদের সংখ্যাঃ ০৩
- শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি বা সমমান পাশ ও সাঁটলিপি ও টাইপিং এ দক্ষতাসম্পন্ন।
- ইংরেজী ও বাংলা টাইপিং এ প্রতি মিনিটে যথাক্রমে ৩০ ও ২৫ শব্দের গতি
- সাঁটলিপিতে প্রতি মিনিটে যথাক্রমে ১০০ ও ৭০ শব্দের গতি থাকতে হবে।
- বেতন গ্রেড-১৩, স্কেল- ১১০০০-২৬৫৯০/-
স্টেনোটাইপিস্ট
- শূন্য পদের সংখ্যাঃ ০৬
- শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি বা সমমান পাশ ও সাঁটলিপি ও টাইপিং এ দক্ষতাসম্পন্ন।
- ইংরেজী ও বাংলা টাইপিং এ প্রতি মিনিটে যথাক্রমে ৩০ ও ২৫ শব্দের গতি
- সাঁটলিপিতে প্রতি মিনিটে যথাক্রমে ১০০ ও ৭০ শব্দের গতি থাকতে হবে।
- বেতন গ্রেড-১৪, স্কেল- ১০,২০০-২৪,৬৮০/-
স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর
- শূন্য পদের সংখ্যাঃ ০১
- শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি বা সমমান পাশ ও সাঁটলিপি ও টাইপিং এ দক্ষতাসম্পন্ন।
- ইংরেজী ও বাংলা টাইপিং এ প্রতি মিনিটে যথাক্রমে ৩০ ও ২৫ শব্দের গতি
- সাঁটলিপিতে প্রতি মিনিটে যথাক্রমে ১০০ ও ৭০ শব্দের গতি থাকতে হবে।
- বেতন গ্রেড-১৪, স্কেল- ১০,২০০-২৪,৬৮০/-
সাঁট মুদ্রাক্ষরিক তথা কম্পিউটার অপারেটর
- শূন্য পদের সংখ্যাঃ ০১
- শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি বা সমমান পাশ ও সাঁটলিপি ও টাইপিং এ দক্ষতাসম্পন্ন।
- ইংরেজী ও বাংলা টাইপিং এ প্রতি মিনিটে যথাক্রমে ৩০ ও ২৫ শব্দের গতি
- সাঁটলিপিতে প্রতি মিনিটে যথাক্রমে ১০০ ও ৭০ শব্দের গতি থাকতে হবে।
- বেতন গ্রেড-১৪, স্কেল- ১০,২০০-২৪,৬৮০/-
ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর
- শূন্য পদের সংখ্যাঃ ০৩
- শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি বা সমমান পাশ
- বেতন গ্রেডঃ ১৬
- বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০/-
মুদ্রাক্ষরিক তথা অফিস সহকারী
- শূন্য পদের সংখ্যাঃ ০৬
- শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি বা সমমান পাশ
- কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে
- ইংরেজী ও বাংলা টাইপিং এ প্রতি মিনিটে যথাক্রমে ৩০ ও ২৫ শব্দের গতি থাকতে হবে।
- বেতন গ্রেডঃ ১৬
- বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০/-
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
- শূন্য পদের সংখ্যাঃ ০৪টি
- বেতন গ্রেডঃ ১৬
- বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০/-
- শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
- কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি ইংরেজী ও বাংলা যথাক্রমে ২০ ও ২০ শব্দ
ফটোস্ট্যাট মেশিন অপারেটর
- শূন্য পদের সংখ্যাঃ ০১টি
- বেতন গ্রেডঃ ১৭
- বেতন স্কেলঃ ৯,০০০-২১,৮০০/-
- শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট উত্তীর্ণ।
- ফটোকপি মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে
- সংশ্লিষ্ট বিষয়ে টিটিসি বা প্রশিক্ষণ কেন্দ্র হতে সনদপ্রাপ্ত।
এম,এল,এস,এস
- শূন্য পদের সংখ্যাঃ ৪৮
- শিক্ষাগত যোগ্যতাঃ কমপক্ষে অষ্টম শ্রেণি পাশ বা সমমান পাশ
- বেতন গ্রেড-২০,
- বেতন স্কেল-৮,২৫০-২০,০১০/-
আবেদন প্রক্রিয়াঃ
নির্ধারিত ফরমে আবেদনপত্র ও ০২ (দুই) কপি প্রবেশপত্র এবং মুক্তিযোদ্ধা/অন্যান্য কোটায় আবেদনকারী প্রার্থীদের নির্ধারিত ফরমে অতিরিক্ত তথ্য ;স্বহস্তে পূরণ করে আগামী ১২/০৫/২০২২ খ্রিঃ তারিখের মধ্যে অপিস চলাকালীন সময়ে সাধারণ ও সংস্থাপন শাখা, কক্ষ নং-১১২, বাংলাদেশ সুম্প্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগ, ঢাকা।
নির্ধারিত ফরম ডাউনলোড করতে চাইলে সুম্প্রীম কোর্টের ওয়েব সাইট www.supremecourt.gov.bd হতে ফরম/প্রবেশ পত্রের ফটোকপি ব্যবহার করে আবেদন করা যাবে।
প্রার্থীর বয়স সীমাঃ
প্রার্থীর বয়সসীমা দরখাস্ত দাখিলের জন্য নির্ধারিত সর্বশেষ তারিখে( ১২ মে ২০২২ ) ১৮ হতে ৩০ বৎসরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা /শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সীমা ৩২ বছর পর্য্ন্ত শিথিলযোগ্য।
যা যা লাগবেঃ
আবেদনপত্রের সাথে ৩ কপি পাসপোর্ট সাইজ সত্যায়িত রঙ্গীন ছবি, এনআইডি/ জন্ম নিবন্ধনের সত্যায়িত কপি, পরীক্ষা ফি বাবদ ১-৮নং ক্রমিকের পদের জন্য ১০০ (একশত) টাকা এবং ৯নং ক্রমিকের পদের বিপরীতে ৫০/- টাকা ট্রেজারী চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংকে জমা করে ট্রেজারী চালানোর মূল কপি আবেদন পত্রের সাথে দাখিল করতে হবে।