বেসরকারি স্কুল শিক্ষকরা নানাভাবে বঞ্চিত উল্লেখ করে তারা যেনো প্রাপ্য ভাতা পান সেদিকে খেয়াল রাখতে আহ্বান জানান শিক্ষা উপদেষ্টা।
রবিবার(১৬ ফেব্রুয়ারি) বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের কার্য-অধিবেশনে এ আহ্বান জানান তিনি।
শিক্ষা উপদেষ্টা বলেন, চর দখলের মতো স্কুল কলেজের পরিচালনা পর্ষদ দখলের চেষ্টা হচ্ছে নতুন করে। এক্ষেত্রে রাজনৈতিক চাপ মোকাবেলা করে স্থানীয় ভালো ও গ্রহণযোগ্য মানুষদের পর্ষদে নিতে হবে।
তিনি আরও বলেন, সামনে নির্বাচন আসছে। সবার দাবি দাওয়া মেটানো নয় সুষ্ঠু নির্বাচন করাই সরকারের প্রধান লক্ষ্য। অন্তর্বর্তী সরকারের কারও নামে কোথাও কোনো স্থাপনার নাম হবে না। আমরা এটা চাই না। এ ব্যাপারে নিরুৎসাহিত করছি। (সূত্র: শিক্ষাবার্তা)