বেসরকারী কোম্পানীতে চাকুরী
যমুনা গ্রুপ দেশের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান। তাদের অঙ্গ প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটো মোবাইলস লিঃ এর আওতাধীন নিম্নবর্ণিত পদ সমূহে জরুরী ভিত্তিতে দক্ষ এবং অভিজ্ঞ লোক নিয়োগ দেয়া হবে।
স্বনামধন্য শিল্পিগোষ্ঠি যমুনা গ্রুপ ইলেকট্রনিক্স এন্ড অটো মোবাইলস লিঃএর উৎপাদিত পন্য সামগ্রী (রেফ্রিজারেটর, টেলিভিশন, এসি, মোটর-সাইকেল, ওয়াশিং মেশিন, ফ্যান, গ্যাস স্টোভ, রাইস কোকার, ব্লেন্ডার, আয়রণ ও অন্যান্য স্মল হোম আ্যাপ্লায়েন্স) বিক্রয় ও বিপননের জন্য আকর্ষর্ণীয় বেতন ও সুযোগ সুবিধাদিসহ প্রদানের নিমিত্তে বাংলাদেশের নাগরিকদের নিকট দরখাস্ত আহবান করা যাচ্ছে।
বেসরকারি কোম্পানীতে চাকরি, বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, যমুনা গ্রুপে চাকরি
পদের নামঃ টেরিটরি সেল অফিসার (টিএসও)
- পদের সংখ্যাঃ ০৮ জন
- শিক্ষাগত যোগ্যতাঃ নুন্যতম স্নাতক পাস
- অভিজ্ঞতাঃ সংশ্লিষ্ট পদে ০৪ বছর
- বয়সঃ সর্বোচ্চ ২৬ বছর
- চাকুরির ধরনঃ ফুল টাইম
- প্রার্থীর ধরনঃ পুরুষ
- বেতনঃ আলোচনা সাপেক্ষে
আবেদনঃ আগ্রহী প্রার্থীগণঃ বিডিজবস.ডটকম এর ওয়েব সাইটের jobs.bdjobs.com মাধ্যমে আবেদন করতে পারবেন।
শেষ সময়ঃ ৩১ ডিসেম্বর ২০২১