শিক্ষক কর্মচারী নিয়োগ শিক্ষাঙ্গন সংবাদ

বেসরকারি শিক্ষকদের এমপিওভূক্তির জন্য অনলাইনে যেভাবে আবেদন

বেসরকারি শিক্ষকদের এমপিওভূক্তি

অনলাইনে আবেদন প্রক্রিয়া

বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) গত ৩০ মার্চ ২০২১ খ্রিঃ তারিখ ৩য় গণবিজ্ঞপ্তিতে ৫৪৩০৪টি সহকারি শিক্ষক পদে নন-এমপিও পদে সহকারি শিক্ষক নিয়োগের আদেশ জারি করেন।

গত ১৫ জুলাই ২০২১ তারিখে সহকারি শিক্ষক পদে রেজল্ট ঘোষণা করেন। ২০  জানুয়ারী ২০২২ খ্রিঃ তারিখ নিয়োগ উত্তীর্ণ শিক্ষকদের স্বপদে নিয়োগ দানের জন্য প্রতিষ্ঠান প্রধানদের নিকট সুপারিশ প্রেরণ করেন।

নতুন নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের এমপিওভূক্তির জন্য অনলাইনে কিভাবে কাগজপত্র সাবমিট করবেন সে বিষয়টি নিয়ে অনেকে বিপাকে পড়েন। তাই শিক্ষকদের এমপিওভূক্তির জন্য অনলাইনে কিভাবে আবেদন করবেন সে বিষয়টি নিয়ে জানতে চাইলে বিস্তারিত পড়তে পারেন।

নিয়োগ প্রক্রিয়াটি দু’ধরনের হবে। একটি হচ্ছে নতুন শিক্ষকদের জন্য অন্যটি হচ্ছে ইনডেক্সধারীদের জন্য। নতুন ও ইনডেক্সধারী শিক্ষকদের আবেদন ভিন্ন ভিন্ন পদ্ধতিতে সাবমিট করতে হবে।

ইনডেক্সধারীদের আবেদন যেভাবেঃ

ইনডেক্সধারীগণ প্রথমত বর্তমান প্রতিষ্ঠান হতে ইনডেক্স ডিলেট/রিলেইজ এ আবেদন করতে হবে। ইএমআইএস এর ওয়েব সাইটে লগইন করে এ আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সুষ্ঠভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে চলমান মাসেই এমপিও হতে নাম কর্তন হবে।

অর্থাৎ ফেব্রুয়ারী মাসের ০৮ তারিখের মধ্যে আবেদন করলে  মার্চ ২০২২ মাসের  এমপিওতে আর নাম থাকবে না। নতুন প্রতিষ্ঠানে নাম চলে যাবে। পরবর্তী এমপিও জন্য নতুন প্রতিষ্ঠান হতে আবেদন করতে হবে। অর্থাৎ ইনডেক্সধারীদের ৪ মাস সময় লাগবে প্রক্রিয়া সম্পন্ন হতে।

তাই আবেদন করতে সাবধানতা অবলম্বন করতে হবে। কোন প্রকার ভুল ভ্রান্তি হলে পরবর্তী এমপিওর জন্য আরো দুই মাস অপেক্ষা করতে হবে।

তবে হতাশার কিছু নেই। এক্ষেত্রে নতুন প্রতিষ্ঠানে এমপিও হলে বকেয়া মাসের বেতন ভাতাদি এরিয়া হয়ে আসবে।

ইনডেক্সধারীদের ০৯টি ডকুমেন্ট সংযুক্ত করতে হবেঃ

০১। প্রধান শিক্ষক কর্তৃক ফরওয়ার্ডিং প্রতিষ্ঠান পেডে (নমুনা কপি সংযুক্ত) সভাপতির স্বাক্ষর থাকবে।

০২। শিক্ষক কর্মচারী তথ্য বিবরণী (নমুনা কপি ডাউনলোড করুন)

০৩। শিক্ষকের ১ম ও শেষ এমপিও কপি।

০৪। রিলেজের আবেদন কপি (নমুনা কপি ডাউনলোড করুন)।

০৫। ব্যাংক নন-ড্রয়াল সার্টিফিকেট (নমুনা কপি ডাউনলোড করুন)।

০৬। প্রতিষ্ঠানের বর্তমান কমিটি অনুমোদন কপি (সত্যায়িত)

০৭। কমিটি কর্তৃক রিলেজ আবেদন অনুমোদন রেজুলেশন

০৮। প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতির কপি (সত্যায়িত)

০৯। অন্যান্য (যদি থাকে)

উল্লেখ্য যে, প্রত্যেকটি ফাইল জেপিজি ও পিডিএফ ফরমেটে এটাচমেন্ট করতে হবে। ২ (দুই) এমবির বেশি হলে ফাইল আপলোড নিবে না। প্রত্যেকটি ফাইল আপলোড করে সেভ অপশনে ক্লিক করতে হবে। সবগুলোকে একসাথে এটাচমেন্ট করে সেভ করলে অনেক সময় ফাইলের আকার বড় হওয়ার কারণে সেভ নিতে চাইবে না।

সর্বশেষ মন্তব্যের ঘরে প্রধান শিক্ষক এ মন্তব্যটি লিখতে পারেন-

অত্র বিদ্যালয়/কলেজের (বাংলা) বিষয়ের শিক্ষক জনাব জমির আলী ইনডেক্স নং ১২৩৪৫ কর্তৃক রিলেজ/ছাড়পত্রের আবেদনের প্রেক্ষিতে এবং ম্যানেজিং কমিটির 01/01/2022 ইং তারিখের অনুমোদন সাপেক্ষে অনলাইনে চাহিত সকল তথ্যাদি যথাযথ পূরণ করে এটাচমেন্ট সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে অগ্রায়ন করা হলো।

নতুন এমপিওভূক্তির জন্য যা যা লাগবে দেখুন…..

About the author

Mohammad Gias Uddin

Leave a Comment