সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি
সুন্দরবন সুরক্ষা প্রকল্প, বনভন, বয়রা খুলনা, নিম্ন বর্ণিত ০৮টি শূন্য পদে ২২ জন নিয়োগের নিমিত্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহবান করেছে।
আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানার জন্য নিচের তাদের ওয়েব সাইট লিংক দেয়া আছে।
সুন্দরবনে চাকরি, সরকারি চাকরি
আপনি অনলাইনে আবেদন প্রক্রিয়া, যে কোন বিজ্ঞপ্তি, নিয়োগ, খবর ইত্যাদী সম্পর্কে বুঝতে সমস্যা হলে নিচে আমাদের কমেন্ট বক্সে আপনার সমস্যার কথা উল্লেখ করতে পারেন। আমাদের টিম সার্বক্ষনিক আপনাকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
সুরক্ষা প্রকল্প নিয়োগ
বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় সরকারি চাকরি সার্কুলারের মধ্যে সুন্দরবন সুরক্ষা প্রকল্প নিয়োগ কর্তৃক নিয়োগ সার্কুলার অন্যতম। সরকারি চাকুরির এডমিট কার্ড ডাউনলোড, পরীক্ষার তারিখ ও সময় আমাদের বাংলা সার্কুলারে পোস্ট করা হয়ে থাকে।
আপনার প্রয়োজনীয় সরকারি চাকরি, বেসরকারি চাকরি, নতুন নিয়োগ, চাকরির সার্কুলার, চাকরির বাজার, আজকের চাকরি ইত্যাদী সকল সার্কুলার আমাদের সাইটে পড়ুন।
১। পদের নামঃ সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা
- শূন্য পদের সংখ্যাঃ ০১টি
- গ্রেড-১০
- সাকুল্য বেহন ২৭,১০০/-
- যোগ্যতাঃ স্নাতক (বাণিজ্য)
২। পদের নামঃ সহকারী হিসাব রক্ষক
- শূন্য পদের সংখ্যাঃ ০১টি
- গ্রেড-১৬
- সাকুল্য বেহন ১৭,০৪৫/-
- যোগ্যতাঃ স্নাতক (বাণিজ্য)
৩। পদের নামঃ মাস্টার/সারেং
- শূন্য পদের সংখ্যাঃ ০২টি
- গ্রেড-১৬
- সাকুল্য বেহন ১৭,০৪৫/-
- যোগ্যতাঃ অষ্টম শ্রেণি পাশ
৪। পদের নামঃ ইঞ্জিন ড্রাইভার
- শূন্য পদের সংখ্যাঃ ০২টি
- গ্রেড-১৬
- সাকুল্য বেহন ১৭,০৪৫/-
- যোগ্যতাঃ অষ্টম শ্রেণি পাশ
৫। পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
- শূন্য পদের সংখ্যাঃ ০৬টি
- গ্রেড-১৬
- স্কেল-৯৩০০-২২৪৯০/-
- এইচএসসি পাশ
বয়সঃ
- আবেদনকারীদের বয়স ১১ এপ্রিল ২০২২ তারিখে সর্বনিম্ন ১৮ (আঠার) এবং সর্বোচ্চ ৩০ (ত্রিশ) বছর হতে হবে।
আবেদন সময়সীমাঃ
- আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৮ এপ্রিল ২০২২ অফিস চলাকালীন সময়ের মধ্যে ।
আবেদন ফরমঃ
- চাকরির আবেদন ফরম www.forest.khulnadiv.bd ওয়েব সাইট হতে ডাউনলোড করে যথাযথ পূরণ করতঃ বন সংরক্ষক, খুলনা অঞ্চল, বন ভবন, বয়রা, খুলনার ঠিকানায় ডাকযোগে / সরাসরি পৌঁছাতে হবে।