স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার টিকা এখনও আমাদের হাতে কিছু মজুদ আছে। যাতে টিকার দ্বিতীয় ডোজ দিতে পারি তার জন্য রাশিয়া ও চিনের সঙ্গে চুক্তিবন্ধ হচ্ছি। শুক্রবার বিকেলে মানিকগঞ্জে করোনায় ও ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের মাঝে খাদ্য সহায়তা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও গুরুত্বপূর্ণ সংবাদ ও সার্কুলারসমূহ পড়ুন-
- প্রাথমিক শিক্ষকদের আন্দোলন থেকে ছাত্রলীগ সন্দেহে আটক ৩
- বেসরকারি স্কুল শিক্ষকরা নানাভাবে বঞ্চিত: শিক্ষা উপদেষ্টা
- Job Visa from Bangladesh to the USA: A Complete Guide
- জাতীয় রাজস্ব বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি
- বাংলাদেশ চা বোর্ডে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেন, লকডাউনের কারণে দেশে করোনায় আক্রান্তের হার ২৪ থেকে ৮-এ নেমে এসেছে। মৃত্যু ১১২ থেকে ৫০ এর কমে নেমে এসেছে। স্বাস্থ্যবিধি না মানলে আক্রান্ত ও মৃত্যুর হার বাড়তে সময় লাগবে না।
মন্ত্রী বলেন, আমাদের দেশে ওষুধ ও অক্সিজেনের অভাব হয়নি। দেশে প্রতিদিন গড়ে ৭০ থেকে ৮০ টন অক্সিজেন লাগে। এখন আমাদের অক্সিজেন উৎপাদন হচ্ছে ২০০ টন। আগামী মাসে আরো ৪০ টন বেশি অক্সিজেন উৎপাদন হবে। এতে আমাদের অক্সিজেনের অভাব হবে না। তবে স্বাস্থ্যবিধি না মানলে আমাদের অবস্থা খারপ হয়ে যাবে।