দেশের মোট ৯টি শিক্ষাবোর্ড একই সময়সূচী ও নম্বর বিভাজন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
সারাদেশে এসএসসি পরীক্ষা শুরু ১৪ নভেম্বর হতে
২০২১ সালের এসএসসি পরীক্ষার সময় ও নম্বর বিভাজন দেশের সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হযছে।
চলতি বছর করোনার কারণে নির্ধারিত সময়ে পরীক্ষা নিতে না পারায় শিক্ষাপ্রতিষ্ঠান গুলো বর্তমানে খুলে দেয়াতে এসএসসি ও এইচএসসি পরীক্ষা ২০২১ সালের সময়সূচী ঘোষণা করেছে বাংলাদেশ আন্ত উপশিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়েন্ত্র উপকমিটি।
সময়সূচি অনুযায়ী এসএসসি পরীক্ষা ১৪ নভেম্বর শুরু হবে। মোট ৭ দিনে পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৩ নভেম্বর পরীক্ষা শেষ হবে।
এসএসসি নম্বর বিভাজন
বিজ্ঞান বিভাগ
পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত ও জীব বিজ্ঞান, বিষয় কোডঃ 136, 137, 126 138
রচনামূলক প্রশ্ন থাকবে ৮টি, সময় ১:১৫মিঃ উত্তর দিতে হবে যে কোন ২টি অর্থাৎ ২×১০=২০
এমসিকিউ থাকবে ২৫টি প্রশ্ন, সময়ঃ ১৫মিঃ উত্তর দিতে হবে ১২টির অর্থাৎ ১২×১=১২
একাউন্টিং বিভাগ
হিসাব বিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ ও ফিন্যান্স ও ব্যাংকিং- বিষয় কোডঃ ১৪৬, ১৪৩, ১৫২
মানবিক বিভাগ
বাংলাদেশ ও ইতিহাস ও বিশ্বসভ্যতা, ভূগোল ও পরিবেশ, পৌরনীতি ও নাগরিকতা
বিষয় কোডঃ ১৫৩, ১১০, ১৪০, ১৪১
একাউন্টিং ও মানবিক বিভাগে রচনামূলক প্রশ্ন থাকবে ১১টি, সময় ১:১৫মিঃ
উত্তর দিতে হবে যে কোন ৩টি অর্থাৎ ৩×১০=৩০
এমসিকিউ থাকবে ৩০টি প্রশ্ন, সময়ঃ ১৫মিঃ উত্তর দিতে হবে ১৫টির অর্থাৎ ১৫×১=১৫
নম্বর বিভাজন আদেশ
