জাতীয় সংবাদ শিক্ষাঙ্গন সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ১২ সেপ্টেম্বর থেকে সশরীরে পাঠদান শুরু হতে যাচ্ছে

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ১২ সেপ্টেম্বর থেকে সশরীরে পাঠদান শুরু হতে যাচ্ছে

১২ সেপ্টেম্বর হতে স্কুল কলেজগুলো খোলার প্রস্তুতি নিতে ১৯ দফা নির্দেশনা দিয়ে আদেশ জারি

সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে আগামী ১২ সেপ্টেম্বর থেকে সশরীরে পাঠদান শুরু হতে যাচ্ছে। তবে এ বিষয়ে স্বাস্থ্যবিধি যথাযথ পালনে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।  

১৯ দফা নির্দেশনা মেনে সেপ্টেম্বরের ১২ তারিখ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে আদেশ জারি করেছে সরকার। অনেক আশা ও আকাঙ্খার মাঝে প্রতিষ্ঠান খোলার খবর শুনে শিক্ষার্থীগণ আনন্দে আত্মহারা।

দীর্ঘ দেড়টি বছর তারা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে না পেরে অনেকেই ঘরবন্ধি জেলখানায় আটকে ছিলেন। আজকে তার অবসানের আদেশ জারি হওয়ায় তারা সে অনুযায়ী প্রস্তুতি নিতে শুরু করেছে।

রবিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে স্কুল কলেজগুলোর খোলার প্রস্তুতি নিতে ১৯ দফা নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে।

কি থাকছে ১৯ দফায়: 

শিক্ষার্থী শিক্ষক অভিভাবক এবং প্রতিষ্ঠান পরিচালনায় ম্যানেজিং কমিটির জন্য যে সকল নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে তা দর্শকদের সুবিধার জন্য হুবহু ইমেজ আকারে প্রকাশ করা হলো।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আদেশ

About the author

Mohammad Gias Uddin

Leave a Comment