Meghna Group job circular মেঘনা গ্রুপ নিয়োগ
walk-in-interview
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ফ্যাক্টরি কমপ্লেক্স সুপার সাইট মেঘনাঘাট সোনারগাও নারায়ণগঞ্জ এর নিরাপত্তা ও ফায়ার এন্ড সেফটি বিভাগে নিম্নবর্ণিত পদে নিয়োগের জন্য সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ ও দক্ষ জনবল প্রয়োজন
বেসরকারি নিয়োগ, আজকের নিয়োগ, মেঘনা গ্রুপ নিয়োগ, Private Job Circular
ফায়ার এন্ড সেফটি ব্রাঞ্চ
- পদের নামঃ ফায়ার ইন্সপেক্টর
- অভিজ্ঞতাঃ তিন বছর
- মাসিক বেতনঃ 19 হাজার টাকা
- পদের নামঃ ফায়ার সুপারভাইজার
- অভিজ্ঞতাঃ তিন বছর
- মাসিক বেতনঃ 14000 টাকা
- পদের নামঃ ফায়ারম্যান
- অভিজ্ঞতাঃ এক বছর
- মাসিক বেতনঃ 11500
সিকিউরিটি ব্রাঞ্চ
- পদের নামঃ নিরাপত্তা ইন্সপেক্টর
- অভিজ্ঞতাঃ তিন বছর
- মাসিক বেতনঃ 16000 টাকা
- পদের নামঃ নিরাপত্তা সুপারভাইজার
- অভিজ্ঞতাঃ তিন বছর
- মাসিক বেতনঃ 14000 টাকা
- পদের নামঃ নিরাপত্তা গার্ড
- অভিজ্ঞতাঃ ১ বছর
- মাসিক বেতনঃ 11 হাজার 500 টাকা
- পদের নামঃ গান ম্যান
- অভিজ্ঞতাঃ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স থাকা আবশ্যক
- মাসিক বেতনঃ আলোচনা সাপেক্ষে
যোগ্যতাঃ
- উল্লেখিত প্রতিটি পদের জন্য প্রার্থীদের কমপক্ষে এসএসসি বা সমমানের পাস এবং উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি হতে হবে
সুযোগ-সুবিধাঃ
মাসিক বেতন ছাড়াও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর নিয়ম অনুযায়ী প্রাইভেট সুবিধা, উৎসব ভাতা, মাসিক চার দিন ছুটি, বাৎসরিক ইনক্রিমেন্ট, যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি, বিনামূল্যে বাসস্থান, স্বল্পমূল্যে আহার ও গুরুত্বপূর্ণ পদে অতিরিক্ত ভাতা ছাড়া অন্যান্য সুযোগ সুবিধা থাকবে।
আবেদন প্রক্রিয়াঃ
আগ্রহী প্রার্থীদেরকে তিন কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি নাগরিকত্বের সনদপত্র বা জাতীয় পরিচয় পত্রের ফটোকপি বাধ্যতামূলক জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদ পত্রের সত্যায়িত ফটোকপি ফায়ার এন্ড সেফটি এবং সিকিউরিটি ব্রাঞ্চের জন্য আগামী পহেলা অক্টোবর 2001 তারিখ থেকে 31 ডিসেম্বর 2011 তারিখ পর্যন্ত প্রত্যেক দাপ্তরিক কার্যদিবসে সকাল ১০ টায় দুপুর দুইটা মধ্যে সরাসরি সিকিউরিটি ব্রাঞ্চ হেডকোয়ার্টার সুপার সাইট মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি কমপ্লেক্স মেঘনাঘাট সোনারগাও নারায়ণগঞ্জ এ উপস্থিত থাকতে অনুরোধ করা যাচ্ছে।