সোমবার সন্ধ্যা হতে বিশ্বের বিভিন্ন অংশে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম এর মত জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হঠাৎ ডাউন হয়ে যায়।
ব্যবহারকারীগণ এ বিষয়ে তাৎক্ষনিক না জানলেও এ বিষয়ে ফেসবুক ওয়েবসাইটে কর্তৃপক্ষ কটি বার্তা প্রকাশ করেছে।
তাদের ওয়েব সাইটে বলা হয়েছে, ‘দুঃখিত’ কিছু ত্রুটি হয়েছে, আমরা এ নিয়ে কাজ করছি। যত দ্রুত সম্ভব টেকনিক্যাল সমস্যা ঠিক করে নেব।
বর্তমান বিশ্বে জনপ্রিয় এ সকল অনলাইন যোগাযোগ মাধ্যমগুলো বাংলাদেশেও ব্যবহারকারীর সংখ্যা কম নয়। তাই অনেকে সন্ধ্যার পর থেকে মোবাইল, কম্পিউটার থেকে প্রবেশ করতে পারছে না। ব্যবহারকারীগণ তাদের ফেসবুক পেজে লগইন করার পর এরর লেখা আসে। কিংবা অনেকে শত চেষ্টা করেও কানেক্ট করতে পারছেনা।
সংগ্রহ, বিডি প্রতিদিন।