গুরুত্বপূর্ণ সংবাদ শিক্ষাঙ্গন সংবাদ

একাদশ শ্রেণিতে কিভাবে ভর্তির আবেদন

একাদশ শ্রেণিতে কিভাবে ভর্তির আবেদন

অনলাইনে ভর্তি

আগামী শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি করা হবে আগের মতোই। এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অনলাইনে ভর্তি কার্য্ক্রম শুরু হবে আগামী ৮ জানুয়ারী ২০২২ তারিখ থেকে। আবেদন প্রক্রিয়া চলবে ১৫ জানুয়ারী পর্য্ন্ত। ভর্তির জন্য আলাদাভাবে কোন পরীক্ষা গ্রহণ করা হবে না।

গত ৩০ ডিসেম্বর এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ঐ দিনই একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করা হয়। দেশের সবকটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েব সাইটগুলোতে নীতিমালা প্রকাশ করা হয়েছে।

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন

অনলাইনে আবেদনের ক্ষেত্রে ১৫০টাকা দিয়ে সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে ভর্তির জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করা যাবে। একজন শিক্ষার্থী যত কলেজে আবেদন করবে, সেগুলোর মধ্য থেকে মেধা, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি মাত্র কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে।

অনলাইন ব্যতীত অন্য কোন মাধ্যমে ভর্তি কার্য্ক্রম চলবে না। ভর্তির কাজ শেষে আগামী ০২ মার্চ একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।

ভর্তির জন্য অনলাইনে লিংক www.xiclassadmission.gov.bd  এ গিয়ে বিস্তারিত জানা যাবে।

About the author

Mohammad Gias Uddin

Leave a Comment