জাতীয় সংবাদ

কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস সারাদেশের যে সকল জায়গায়

কাল বৈশাখী ঝড়

কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির পুর্বাভাস, সারাদেশেই হতে পারে তার পুর্বাভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার সারাদেশের পুর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ ধরনের অবস্থার মধ্যে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা /ঝড়ো হাওয়ার সাথে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।

ঐ সমস্ত এলাকার জনসাধারণকে বজ্র ও শিলা বৃষ্টির সময় নিরাপদ আশ্রয় কিংবা ঘরের বাহিরে না হতে আবহাওয়া অধিদপ্তর এক আদেশ দিয়েছেন।

About the author

Mohammad Gias Uddin

Leave a Comment