জাতীয় সংবাদ

পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ শুরু ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে

ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে আজ সকাল থেকে উত্তেজনা চলছিল। এর জের ধরে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে বিকেল চারটার পর এটি সংঘর্ষে রূপ নেয়। বিকেল ৫টা ৪০ মিনিটে এ প্রতিবেদন লেখার সময় সিটি কলেজের মূল ফটকের সামনে ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছিল। সিটি কলেজের মূল ফটক ভাঙার চেষ্টা করেন কেউ কেউ।

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলছে। আজ রোববার সকাল থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। বিকেলে তা সংঘর্ষে রূপ নেয়।

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে সিটি কলেজের শিক্ষার্থীদের লাঠিসোঁটা নিয়ে অবস্থান করতে দেখা যায়। হঠাৎ আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিলে কলেজের ভেতরে ঢুকে মূল ফটক বন্ধ করে দেন।

দুপুরের পর সমস্যা সমাধানের জন্য আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা সিটি কলেজের সামনে যান। সেখানে দুই কলেজের শিক্ষার্থীরা সমঝোতায় পৌঁছান, কোনো কলেজই আর মারামারি বা সংঘর্ষে জড়াবে না। সমঝোতার কথা চলার সময় আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়। এরপর দুই কলেজের মধ্যে উত্তেজনা আরও বাড়ে।

তবে আইডিয়াল কলেজের কোনো শিক্ষার্থী এ বিষয়ে কথা বলতে রাজি হননি। এই প্রতিবেদক অন্তত ১০ জনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন। কিন্তু কেউ কথা বলেননি।

About the author

Mohammad Gias Uddin

Leave a Comment