জাতীয় সংবাদ বিভাগীয় সংবাদ

টাকা পাচারের অভিযোগে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও তাঁর ছেলের বিরুদ্ধে মামলা

আব্দুল হাই ও তাঁর ছেলের বিরুদ্ধে মামলা

দুদক সূত্র, প্রায় ৫৭ কোটি টাকা কানাডায় পাচারসহ প্রায় ২০৬ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু, তাঁর স্ত্রী শিরিন আকতার ও ছেলে শেখ ছাবিদ হাই অনিকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার তাঁদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়।

রাজধানীর সেগুনবাগিচা এলাকায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, কানাডায় টাকা পাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

দুদক সূত্র জানায়, বেসিক ব্যাংকের চেয়ারম্যান থাকাকালে শেখ আব্দুল হাই বাচ্চু ৫৮টি ভুয়া প্রতিষ্ঠান খুলে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ঋণ নিয়ে ১২৪ কোটি ৯৩ লাখ ৬ হাজার ২৭৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এর মধ্যে ৫৬ কোটি ১৬ লাখ ৬০ হাজার ২৬০ টাকা কানাডায় পাচার করেছেন।

৩৬ কোটি ৫১ লাখ ৩৪ হাজার ৩০৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে শেখ আব্দুল হাই বাচ্চুর স্ত্রী শিরিন আকতারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এই মামলায় শেখ আব্দুল হাই বাচ্চুকেও আসামি করা হয়েছে।

দুদক সূত্র জানায়, আব্দুল হাই বাচ্চু ও তাঁর স্ত্রী ছাড়াও তাঁদের ছেলে শেখ ছাবিদ হাই অনিকের বিরুদ্ধে ৮৭ লাখ ৬২ হাজার ৭৭ টাকা কানাডায় পাচারসহ ৪৪ কোটি ৭৮ লাখ ৩৭ হাজার ৬৮৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে। এ মামলায়ও ছেলের সঙ্গে বাবা আব্দুল হাই বাচ্চুকে আসামি করা হয়েছে।

দুদকের সংশ্লিষ্ট সূত্র জানায়, ভুয়া প্রতিষ্ঠান খুলে ঋণ নিয়ে টাকা আত্মসাতের ঘটনায় ইতিমধ্যে শেখ আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে ৫৮টি মামলা তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুদক। (সূত্র: প্রথম আলো)

About the author

Mohammad Gias Uddin

Leave a Comment