বাংলাদেশ ব্যাংক এর শূন্য পদ গুলোতে জনবল নিয়োগ দেয়া হবে। বাংলাদেশ ব্যাংক ১ম বিজ্ঞপ্তি অনুসারে অফিসার (জেনারেল) পদে মোট ৯৯৭ জনকে নিয়োগ দেবে, ২য় বিজ্ঞপ্তি অনুসারে অফিসার (ক্যাশ) পদে মোট ১২৬২ জনকে নিয়োগ দেবে, ৩য় বিজ্ঞপ্তি অনুসারে ২ টি পদে মোট ৯ জনকে নিয়োগ দেবে, ৪র্থ বিজ্ঞপ্তি অনুসারে ১ টি পদে মোট ১ জনকে নিয়োগ দেবে এবং ৫ম বিজ্ঞপ্তি অনুসারে সিনিয়র অফিসার (সাধারণ) পদে মোট ১৫৫৪ জনকে নিয়োগ দেবে।
উক্ত পদ গুলোতে নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা ১ম, ২য়, ৩য় ও ৫ম বিজ্ঞপ্তির পদে অনলাইনে এবং ৪র্থ বিজ্ঞপ্তির পদে সরাসরি/ডাকযোগে আবেদন করতে পারবেন। এই চাকরিতে সকল জেলার প্রার্থীদের আবেদন করার সুযোগ আছে।
আবেদন শুরুর সময়: আবেদন শুরু হয়ে গেছে।
আবেদনের শেষ সময়: ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত।
আবেদনের নিয়ম: আগ্রহীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট erecruitment.bb.org.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেওয়া হল:
পদের নাম: অফিসার (জেনারেল)
পদসংখ্যা: ৯৯৭ টি (সোনালী ব্যাংক পিএলসি এ ৫৪৬টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এ ১২০টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি এ ০৬টি, বাংলাদেশ কৃষি ব্যাংক এ ২৭১টি, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এ ২৫টি, প্রবাসী কল্যাণ ব্যাংক এ ০৫টি, কর্মসংস্থান ব্যাংক এ ২৩টি এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এ ০১টি)।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।।
বেতন স্কেল: ১৬,০০০-১৬,৮০০-১৭,৬৪০ — ৩৮,৬৪০ টাকা।
অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ুন:
