বেসরকারি সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি
ওয়েব ফাউন্ডেশন বেসরকারি সংস্থা জাতীয় ও স্থানীয় পর্যায়ে স্থায়িত্বশীল জীবিকায়ন, সুশাসন ও অধিকার এবং সামাজিক উন্নয়ন ও জলবায়ু ঘাত সহিষ্ণুতার ডোমেইন এর অধীনে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। সংস্থার ক্ষুদ্রঋণ ও কর্মসূচী বাস্তবায়নের জন্য ঢাকা, খুলনা, রাজশাহী এবং বরিশাল বিভাগে নিম্নলিখিত পদসমূহে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
Private job circular, এনজিও নিয়োগ, ngo job circular, NGO job
১। রিজিওনাল ম্যানেজার
- পদের সংখ্যাঃ ৫ জন
- শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর
- অভিজ্ঞতাঃ ক্ষুদ্রঋণ কর্মসূচী বাস্তবায়নে কমপক্ষে ২০টি শাখা সমন্বয়ের ৩ বছরের অভিজ্ঞতা সহ ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- বয়সঃ সর্বোচ্চ 45 বছর
- বেতন ভাতাঃ 6 মাস শিক্ষানবিশকাল সর্বসাকুল্যে 45000 থেকে 55 হাজার টাকা। মোটরসাইকেল ভাতা 4000 যোগাযোগ ভাতা 3000 ও টিফিন ভাতা 1500
২। এরিয়া ম্যানেজার
- পদের সংখ্যাঃ 5 জন
- শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর
- অভিজ্ঞতা: ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে কমপক্ষে ০৫টি শাখা সমন্বয়ের ও 3 বছরের কাজের অভিজ্ঞতাসহ ৭ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- বয়স: সর্বোচ্চ 40 বছর
- বেতন-ভাতাঃ ছয় মাস শিক্ষানবিশকাল 35 হাজার টাকা থেকে 40 হাজার টাকা
৩। ইউনিট ম্যানেজার
- পদের সংখ্যাঃ 10 জন
- শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর
- অভিজ্ঞতাঃ ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে ইউনিট ম্যানেজার পদে 3 বছরের কাজের অভিজ্ঞতাসহ ৭ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- বয়সঃ সর্বোচ্চ 35 বছর
- বেতন ভাতাঃ 6 মাস শিক্ষানবিশকাল ঢাকা বিভাগের জন্য 31100 অন্যান্য বিভাগের জন্য 29900/-
আবেদনের শেষ তারিখঃ
- আগামী 25 সেপ্টেম্বর 2021
অন্যান্য সুবিধাঃ
- সকল পদের জন্য উৎসব ভাতা
- বৈশাখী ভাতা
- আবাসিক সুবিধা
- ছয় মাস পর কাজের ফলাফল মূল্যায়ন
- চাকরি স্থায়ীকরণের বর্ধিত বেতন সহ অন্যান্য সুবিধা
যা লাগবেঃ
- আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত যোগাযোগ নম্বর সহ
- শিক্ষা সনদ
- জাতীয় পরিচয় পত্র
- ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি
- এক কপি ছবি
- ওয়েব ফাউন্ডেশন শিরোনামে 200 টাকার ডিডি
- খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে
- শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষার সুযোগ দেয়া হবে
- প্রার্থীদের মোবাইল নাম্বারে যোগাযোগ করা হবে
আবেদনের ঠিকানা
- প্রশাসন ও মানবসম্পদ বিভাগ ওয়েব ফাউন্ডেশন
- 22/13 বি, ব্লক-বি, খিলজি রোড
- মোহাম্মদপুর ঢাকা-1207
ওয়েব ফাউন্ডেশন নিয়োগ সার্কুলার
![](https://banglacircular.com/wp-content/uploads/2021/09/Wave-Foundation-job-circular-724x1024.jpg)