বেসরকারি সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি
পল্লী বিকাশ কেন্দ্র কর্তৃক বেসরকারি নিয়োগ সার্কুলারটি ০৬ নভেম্বর দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীগণ আগামী ২১ নভেম্বর মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ নিম্ন উল্লেখিত ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে।
পল্লী বিকাশ কেন্দ্র নিয়োগ সার্কুলার
আমরা বিভিন্ন সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে সদ্য প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য সংগ্রহ করি। পল্লী বিকাশ কেন্দ্র একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। জাতীয় ও স্থানীয় পর্যায়ে বেসরকারি ভাবে পল্লী বিকাশ কেন্দ্র বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে আসছে। কর্মসূচী বাস্তবায়নে নিম্ন লিখিত জনবল জরুরী ভিত্তিতে নিয়োগ প্রদান করবে।
বেসরকারি চাকুরির তথ্য
বেসরকারি কোম্পানী, ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান ও এনজিওতে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি সমূহ একসাথে দর্শক চাহিদার আলোকে আমাদের বেসরকারি চাকুরি পেজে প্রকাশ করি। আপনি যদি প্রকাশিত বিজ্ঞপ্তির যে কোন পদে যোগ্যতার অধিকার হয়ে থাকেন তাহলে বিজ্ঞপ্তি পড়ে সহজে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানগুলো অনেকেই সরাসরি কিংবা ডাকযোগে আবেদন করার জন্য বলে থাকে। পদ ও কাজের সাথে আপনার যোগ্যতা লক্ষ করতে নিয়োগ বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ুন।
আপনার নিজের যোগ্যতা অনুযায়ী পদ সমূহে আবেদন করতে আগ্রহী হলে পল্লী বিকাশ কেন্দ্র নিয়োগ সার্কুলারে প্রকাশিত নিম্নের ঠিকানায় সরাসরি কিংবা ডাকযোগে আবেদন করে নিজের যোগ্যতা যাচাই করতে পারেন।
২টি পদে ৫০জন নিয়োগ
১। পদের নামঃ ফিল্ড অফিসার
- পদের সংখ্যাঃ ২০ জন
- শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক (বাণিজ্য বিভাগ অগ্রাধিকার)
- বেতনঃ শিক্ষানবিশ শেষে ১৬,০০০/-
- অভিজ্ঞতাঃ ১ বছর ক্ষুদ্র ঋণ কার্য্ক্রমের অভিজ্ঞতা থাকতে হবে।
- বয়সঃ অনুর্ধ ৩২ বছর
২। পদের নামঃ ফিল্ড অফিসার (অনভিজ্ঞ)
- পদের সংখ্যাঃ ৩০ জন
- শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক (বাণিজ্য বিভাগ অগ্রাধিকার)
- বেতনঃ শিক্ষানবিশ শেষে ১৪,০০০/-
- বয়সঃ অনুর্ধ ৩২ বছর
সুবিধাদিঃ
- ৩টি উৎসব ভাতা
- মোবাইল বিল
- প্রভিডেন্ট ফান্ড
- মোটর সাইকেল ভাতা
- গ্র্যাচুইটি
- আবাসন ফ্রি
কর্ম এলাকাঃ
- ঢাকা, নারায়নগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী
- প্রার্থীদের কম্পিউটার জানা থাকতে হবে
- মোটর সাইকেল জানা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়াঃ
- ১০,০০০/- টাকা জামান (ফেরতযোগ্য)
- পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত
- শিক্ষাগত যোগ্যতার সনদ
- অভিজ্ঞতার সনদ
- জাতীয় পরিচয় পত্র
- ড্রাইভিং লাইসেস্নের ফটোকপি
- এক কপি ছবি
আবেদন ও যোগাযোগ ঠিকানাঃ
প্রধান নির্বীহী কর্মকর্তা, পল্লী বিকাশ কেন্দ্র, ওয়াসী টাওয়ার, ৫৭২/কে (১১তলা), মিরপুর ডিওএইচএস রোড (ইসিবি চত্ত্বরের কাছে) মাটিকাটা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬।
প্রিয় পাঠক, আপনিও বাংলা সার্কুলার এ প্রকাশিত অনলাইনের অংশ হয়ে উঠুন। সরকারি, বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, পড়াশুনা, মতামত, ক্যারিয়ার, শ্রেণি ভিত্তিক পাঠদান, স্কুল, কলেজ ও মাদ্রাসা বিষয়ক যে কোন তথ্য নিয়ে লিখুন। সংশ্লিষ্ট বিষয়ে ছবি ও লেখা ওয়ার্ড ফাইল মেইল করুন-banglacircularpeople@gmail.com-এ ঠিকানায়। আপনার কনটেন্ট আপনার নামে প্রকাশ করা হবে।